বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত প্রথম কলকাতার সিনেমা ‘আজকের শর্টকাট’ মুক্তি পাচ্ছে আগামী সেপ্টেম্বরে। কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।
সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।
অপু বিশ্বাস বললেন, অবশেষে আমার অভিনীত কলকাতার সিনেমা ‘আজকের শর্টকাট’ মুক্তি পাচ্ছে আগামী সেপ্টেম্বরে। সিনেমার গল্পে বাংলাদেশের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সবকিছু মিলিয়ে দারুণ একটা কিছু হবে বলে আমার বিশ্বাস।
এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।
দেশের শেয়ারবাজার গত সপ্তাহের শেষ কার্যদিবস বড় উত্থান হলেও রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচকই কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২৮২ কোম্পানির শেয়ারের দর কমেছে। গতকাল শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান মূল্যসূচক ৭ পয়েন্ট বেড়ে যায়। আর লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচকটি বাড়ে ৪৫ পয়েন্ট। লেনদেনের শুরুতে সূচকের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও প্রথম ঘণ্টার লেনদেন শেষে একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পতনের মাত্রা।
দিনের লেনদেন শেষে ডিএসইতে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ২৮২টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। অবশ্য যে হারে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের দরপতন হয়েছে, সূচকের পতন হয়েছে তার থেকে কম হারে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট কমে ৬ হাজার ৪৬ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্যসূচক কমার পাশাপাশি বাজারটিতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৭৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৫০ কোটি ৮৫ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৬ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে শাহিনপুকুর সিরামিক। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- বেক্সিমকো লিঃ, বিএসসি, শাইনপুকুর সিরামিকস, আরএকে সিরামিকস, সাইফ পাওয়ার, জেএমআই হাসপাতাল, আনোয়ার গ্যালভানাইজিং, আইপিডিসি, ফু-ওয়াং ফুড ও ওরিয়ন ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- মেঘনা ইন্স্যুরেন্স, সিনোবাংলা ইন্ডা., আল-হাজ্বটেক্স, পিটিএল, বিএসসি, ঢাকা ডাইং, এইচআর টেক্স, হাক্কানী পাল্প, আইএসএন লি. ও ইনটেক লি.। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- সিএপিএম আইবিবিএল মি. ফা., মেঘনা কন্ডেন্সড মিল্ক, ন্যাশনাল পলিমার, গ্লোবাল ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা, নাহী অ্যালুমিনিয়াম, ইউনিক হোটেল, ফেডারেল ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও সোনারগাঁও টেক্সটাইল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৮ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৬টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
আঞ্চলিক বাণিজ্যের সম্প্রসারণে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পরিবহন খরচ ও ট্রানজিট সময় কমিয়ে আনতে বাংলাদেশ ও নেপালকে ১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। ‘এক্সিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া’ শীর্ষক এ কর্মসূচির আওতায় বাণিজ্য বাধা দূরীকরণে প্রথম কিস্তিতে বাংলাদেশ পাবে ৭৫ কোটি ৩৪ লাখ ডলার। মঙ্গলবার বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, এ অর্থ দিয়ে সিলেট-চরকাই-শেওলা সড়ককে দুই লেইন থেকে চার লেইনে উন্নীত করা হবে। তাতে শেওলা স্থলবন্দরের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নত যোগাযোগ গড়ে উঠবে; যাত্রার সময় কমে আসবে ৩০ শতাংশ। পাশপাশি এই ঋণের অর্থ দিয়ে বেনাপোল, ভোমরা ও বুড়িমারী স্থলবন্দরের ডিজিটাইজেশন, অবকাঠামো উন্নয়নে অর্থায়ন করা হবে। দেশের স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্যের ৮০ শতাংশই ওই তিন স্থান দিয়ে হয়ে থাকে। তাছাড়া চট্টগ্রাম কাস্টমসের আধুনিকীকরণেও এই অর্থ ব্যবহার করা হবে। দেশের ৯০ শতাংশ আমদানি-রপ্তানির আনুষ্ঠানিকতা চট্টগ্রাম কাস্টমসের মাধ্যমেই সারা হয়। বিশ্ব ব্যাংক জানিয়েছে, এ কর্মসূচির আওতায় নির্বাচিত কিছু সড়ক করিডোর, স্থলবন্দর ও কাস্টম অবকাঠামোর উন্নয়ন করা হবে, যেখানে পরিবেশের পাশাপাশি জলবায়ু সহনশীলতা নিশ্চিত করা হবে। এর ফলে বাংলাদেশ ও ভারতের সঙ্গে নেপাল ও ভুটানের সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রেসিডেন্ট হার্টউইগ শেফার বলেন, “বিপুল সম্ভাবনা থাকার পরও কাজে লাগানো হয়নি- দক্ষিণ এশিয়ার এমন দেশগুলোর সেসব ক্ষেত্র নিয়ে কাজ করছে রিজিওনাল ট্রেড কর্মসূচি। বর্তমানে যে আঞ্চলিক বাণিজ্য হয়, তা দক্ষিণ এশিয়ার মোট বাণিজ্যের মাত্র ৫ শতাংশ, অথচ পূর্ব এশিয়ায় এই হার ৫০ শতাংশ। “দক্ষিণ এশিয়াও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জোরালো উন্নতি সাধন করতে পারে এবং বাণিজ্য ও কানেকটিভিটির মাধ্যমে লাখ লাখ মানুষের জন্য সুযোগ তৈরি করতে পারে।” ২০১৫ সালের তুলনায় ২০১৯ সালে এসে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে বাণিজ্য ছয় গুণ বেড়েছে জানিয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ান টেম্বন বলেন, বাংলাদেশের সামনে আরও ৯৩ শতাংশ আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে। “বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য, পরিবহন ও অটোমেশনের মত ক্ষেত্রের উন্নয়নে ওই কর্মসূচি সহায়তা করবে, যার ফলে কোভিড-১৯ মহামারীর মতো অভিঘাত মোকাবিলা করা সহজ হবে।” বিশ্ব ব্যাংকের এ কর্মসূচির আওতায় সাড়ে ২৭ কোটি ডলার ঋণ পাচ্ছে নেপাল, যার মাধ্যমে দেশটির সড়ক যোগাযোগ উন্নয়ন করা হবে। ফলে যাত্রার সময় কমার পাশাপাশি ভারতের পশ্চিমাঞ্চলীয় সমুদ্রবন্দরের সঙ্গে যোগাযোগের উন্নতি ঘটবে।
রবি আজিয়াটা লিমিটেড, গ্রামীণফোন ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের কাছ থেকে প্রশাসনিক জরিমানা বাবদ ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার বিটিআরসি জানায়, অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় প্রশাসনিক জরিমানা বাবদ তিন মোবাইল অপারেটরকে জরিমানা করা হয়।
রবি'র কাছ থেকে ২ কোটি ১০ লাখ টাকা, গ্রামীণফোনের কাছ থেকে ৫২ লাখ ৫০ হাজার টাকা এবং বাংলালিংক-এর কাছ থেকে ১৫ লাখ ৭৫ হাজার টাকা আদায় করা হয়।
বিটিআরসি জানায়, ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন লিমিটেড ও ১৪ জুলাই রবি আজিয়াটা লিমিটেডের পক্ষ থেকে বিটিআরসিকে পে-অর্ডার করা হয়েছে।
গত ১০ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৫ (৫) ধারা বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এবং ভাইস-চেয়ারম্যান ও কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত মোতাবেক আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরসমূহকে নির্দেশনা দেয়া হয়।
সারাবিশ্বে ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। এ বছর এ দিবসের প্রতিপাদ্য-হেপাটাইটিস নির্মূলের এখনই সময়। বিশ্বে প্রায় ৩৩ কোটি মানুষ হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত। দিবসটি উপলক্ষে গতকাল জনসচেতনতার লক্ষ্যে ইউনাইটেড হসপিটালে আসা রোগী এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ডা. মাহবুবউদ্দিন আহমেদ চিকিৎসক, নার্স ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে হসপিটাল লবিতে একটি হেলথ চেক বুথ উদ্বোধন করেন
অতিরিক্ত ওজন। বর্তমানে বেশিরভাগ মানুষ এই সমস্যায় ভোগেন। আর এই অতিরিক্ত ওজন কমানোর জন্য কী না করতে হচ্ছে! ওজন বেড়ে যাওয়ার (ওবেসিটি) কারণে ডায়াবেটিস, হাইপারটেনশন-সহ বিভিন্ন হরমোনের সমস্যায় জেরবার সাধারণ মানুষ। কিন্তু প্রত্যেকদিন শরীরচর্চা করলে, ডায়েট মেনে খাবার খেলে সহজেই কমে যেতে পারে অতিরিক্ত ওজন। কিন্তু গবেষকরা বিশেষ কিছু সব্জির কথা জানিয়েছেন, যার মাধ্যমে কম সময়েই কমে যেতে পারে ওবেসিটি।
অতিরিক্ত ওজন। বর্তমানে বেশিরভাগ মানুষ এই সমস্যায় ভোগেন। আর এই অতিরিক্ত ওজন কমানোর জন্য কী না করতে হচ্ছে! ওজন বেড়ে যাওয়ার (ওবেসিটি) কারণে ডায়াবেটিস, হাইপারটেনশন-সহ বিভিন্ন হরমোনের সমস্যায় জেরবার সাধারণ মানুষ। কিন্তু প্রত্যেকদিন শরীরচর্চা করলে, ডায়েট মেনে খাবার খেলে সহজেই কমে যেতে পারে অতিরিক্ত ওজন। কিন্তু গবেষকরা বিশেষ কিছু সব্জির কথা জানিয়েছেন, যার মাধ্যমে কম সময়েই কমে যেতে পারে ওবেসিটি।এই প্রসঙ্গে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, রোজকার খাদ্যতালিকায় কড়াইশুঁটি, ব্রকোলি, ব্ল্যাকবেরি, রসপারবেরি, নারকেল এবং ডুমুরের মতো ফাইবারে ভরপুর খাবার রাখলে ওবেসিটির সম্ভাবনা কমে যেতে পারে।ওবেসিটির কারণে কী কী সমস্যা হতে পারে জেনে নিন-
ওবেসিটির কারণে রক্তচাপ বাড়তে পারে, ব্লাড সুগার বাড়তে পারে, শরীরে মেদের পরিমান বাড়তে পারে, খারাপ কোলেস্টেরল বাড়তে পারে। আর এর ফলে বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবিটিসের মতো রোগে আক্রান্ত হতে পারেন ওবেসিটিতে আক্রান্ত রোগীরা।
দীর্ঘ প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সম্মেলন। সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহকাম উল্লাহ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলনের
আলোচনা
অনুষ্ঠান শেষে জাতীয় কাউন্সিলে নতুন এই কমিটি বাছাই করা হয়েছে। এদিকে সংগঠনটির ১০১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।
‘সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ’ স্লোগান নিয়ে সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মেলন শুরু হয়। এটি উদ্বোধন করেন দেশবরেণ্য খাতিসম্পূর্ন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।
এর আগে সবশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালে। দুই বছর পর পর এই সম্মেলন হওয়ার কথা থাকলেও নানাবিধ কারণে তা হয়ে উঠেনি।
এবারের সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আগের সভাপতি গোলাম কুদ্দুছ তার পদে বহাল আছেন।সাধারণ সম্পাদক হিসেবে আহকাম উল্লাহ নির্বাচিত হয়েছেন। তিনি সম্মিলিত
সাংস্কৃতিক জোটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশ নেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ, সারা যাকের এবং রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সামাদ ও সদ্য সাবেক সদস্য সচিব মো. আহকাম উল্লাহ্।
ফেসবুকে কেউ ব্লক
করছে আপনাকে? সন্দেহ হলে তা দূর করারও বেশ কিছু উপায় আছে।
ফেসবুকে
আপনার কোনো বন্ধুর পোস্ট দীর্ঘদিন দেখতে পাচ্ছেন না? ব্যস্ততার কারণে তারা পোস্ট
করছে না।নয়তো বা কোনো কারণে আপনি আছেন তাদের ব্লকলিস্টে। চেষ্টা করলেই বুঝতে
পারবেন কে পোস্ট করছে না, আর কে ব্লক দিয়েছে আপনাকে।
চলুন, তাহলে দেখে
নিতে পারি তেমন কিছু উপায়।
কাউকে ট্যাগ করতে চাইছেন?
সরাসরি
দেখতে বা বুঝতে নাও পারেন, আপনি কার ব্লকলিস্টে আছেন। কিন্তু কিছু উপায় আছে যার
একটি মাধ্যম হলো কাউকে ট্যাগ করতে
পারা।বছর কয়েক আগের কোনো মেমোরি ভেসে উঠলো আপনার ফেসবকু ফিডে। ছবিতে থাকা আপনার
বন্ধুকে ট্যাগ করে দিলেন। তারাও এর নোটিফিকেশন পাবে। কিন্তু অনেকক্ষেত্রে দেখা যায়
তাদের কেউ আপনাকে ব্লক করে, তাহলে মেমোরি, ছবি, বা কোনকিছুতেই আপনি আর তাদের ট্যাগ
করতে পারছেন না। আবার ব্লক না করে শুধুমাত্র আনফ্রেন্ড করে থাকে, সেক্ষেত্রে হয়তো
ট্যাগ করলেও করতে পারেন। বেশির ভাগ সেটা নির্ভর করবে তাদের প্রাইভেসি সেটিংসের
ওপর।
সার্চ ফাংশন ব্যবহার
বন্ধুর নাম লিখে সার্চ করুন আপনার সার্চ বক্সে।
তারপর দেখতে পাবেন সেই নামে বা তার কাছাকাছি একাধিক নামের প্রোফাইল।বন্ধুর
প্রোফাইল যদি ডিঅ্যাক্টিভেটেড না থাকে, তাহলে সেটিও শো করবে এবং সেখানে ক্লিক
করুন। ক্লিক করার পর যদি কিছুই দেখতে না পান, তাহলে বুঝবেন তিনি আপনাকে ব্লক করে
রাখছেন।
মেসেঞ্জারেও
আছেন কি?
অনেক
সময় মেসেঞ্জারে তাদের সাথে কথা হয়ে থাকে, আর এটিও একটি উপায় হতে পারে। সেক্ষেত্র অবশ্যই
ফেসবুক ওয়েবসাইট ব্যবহার করতে হবে।ক্লিক করুন ‘সি অল ইন মেসেঞ্জার’ মেনুতে৷এরপর
সেই ব্যক্তির সাথে কথোপকথন দেখার চেষ্টা করতে পারেন। এবং আপনি যদি ব্লকড হয়ে থাকেন
তাহলে তাদের প্রোফাইল ইমেজ লোড হবে না। প্রোফাইল দেখার জন্য নামে ক্লিক করলেও
বাড়তি কিছুই আসবে না। এমনকি তাদেরকে মেসেজ পাঠালেও পাঠাতে পারবেন না ব্লকড হলে এবং
মেসেজ অপশনে দেখাবে ‘টেমপোরারি ইরোর’
কেউ
তার একাউন্ড ডিঅ্যাকটিভেট করে রাখতে পারে। সেক্ষেত্রে তাকে ‘আনঅ্যাভেইলেবল’
দেখাবে। আর যদি একাউন্ট ডিলিট করে থাকেন তাহলে ম্যাসেঞ্জারে তাকে ‘ফেসবুক ইউজার’
হিসেবে শো করবে।যদি আপনি তাকে মেসেজ লিখতে পারেন, তাহলে বুঝবেন আপনি তার
বন্ধুতালিকায় আছেন।
ইভেন্টে
ইনভাইট করতে পারবে কি?
ধরুন
আপনি ফেইজবুকে একটা ইভেন্ট খুলেছেন।সেখানে আপনার বন্ধুদের ইভেন্টে আমন্ত্রণ বা ইনভাইট করতে পারেন।কিন্তু
কোন বন্ধু আপনাকে ব্লকড করে থাকে, সেক্ষেত্রে আপনি তাকে ইন ভাইট করতে পারবেন না।
ঠিক একই ভাবে আপনার কোন পেজ থাকলে সেখানে লাইক দেওয়া কিংবা কোনো গ্রুপে জয়েন করার
জন্য তাকে ইনভাইট করতে পারবেন না।
ব্লক
করার চেষ্টা করুন
প্রতিশোধের কোনো ব্যাপার
নয়। আপনি চাইলে যেকাউকে ব্লক করতে পারেন।সাইন ইন করে সেটিংস এ গিয়ে প্রাইভেসিতে
যেতে পারেন। তারপর ‘ব্লক ইউজারস’ এ একটি নাম লিখে পরীক্ষা করে দেখুন।ব্লক করে
থাকলে নাম দেখতে পাবেন না।
আপনাকে
ব্লক করলে তা দেখবেন কীভাবে?
কিছু
বিষয় আছে সরাসরি কাউকে জিজ্ঞাসা করাটা অভদ্রতা দেখায় তার মধ্য এটি একটি।তাই একটু
বিকল্প কোনো পন্থা অবলোম্বন করা ভালো। এক্ষেত্রে আপনাদের প্রত্যেকের ফেসবুক বন্ধু
অর্থাৎ, মিউচুয়াল কাউকে বলতে পারেন। তারা আপনাকে দেখে জানাতে পারবে এই বা আপনার
নিদিষ্ট্র আইডি কি বহাল আছে, নাকি ফেসবুক একাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন।
ব্লক
করা হলে কী করবেন
ফেসবুকে
যে কাউকে যুক্ত করতে পারে ঠিক একই ভাবে ব্লক করার স্বাধীনতাও তাদের থাকতে পারে। একটা
কথা আছে, যে একটা ব্যক্তি কখনো সবার কাছে প্রিয় হতে পারি না। ঠিক তেমনি সবাই
আপনাকে বন্ধু তালিকায় রাখবে এমনটা আশা ঠিক হবে না। বন্ধু তালিকায় রাখতে বিব্রতোবোধ
হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার। ফেসবুকে
কেউ কাউকে যুক্ত যেমন করতে পারে, তেমনি ব্লক করার স্বাধীনতাও তাদের আছে। হতেই
পারে, তিনি আপনাকে বন্ধুতালিকায় রাখতে বিব্রতবোধ করছেন। ব্যাপারটা স্বাভাবিক। এ
নিয়ে অপরাধবোধে ভোগা বা নির্ঘুম রাত কাটাবার প্রয়োজন নেই। প্রয়োজনে সরাসরি কথা
বলুন।তিনি আপনাকে লিস্টে রাখতে না চাইলে জোর করবেন না।
দুশ্চিন্তা
করবেন না
ফেসবুকে
আপনাকে ব্লক করার অর্থ এই নয় যে, তিনি আপনাকে ঘৃণা করেন। হয়তো তার জীবনে এমন কিছু
আছে, যা নিয়ে আপনার মন্তব্য বা মূল্যায়ন করাটা তার পছন্দ না।কিছু বিষয় আছে আপনার
সাথে শেয়ার করতে চান না। দেখা হলে আর কখনো কথা বা যোগাযোগ হবে না এমনটা কিন্তু না।
বিষয়টা এমনও নয় যে, তিনি আপনাকে ঘৃণা করেন।