চিনেবাদাম’ ছবিতে এনার চরিত্রটা খুব সাদামাটা। যেমন আর ৫টা মেয়ে হয়, তেমনই। রোজকার জীবনের মতো অভিনয় করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে ভালোলাগারও। ছবিতে এনার চরিত্রের নাম তৃষা। তৃষার চরিত্রে অভিনয় করাও দারুণ অভিজ্ঞতা। সে আর পাঁচটা মেয়ের মতোই সাধারণ, যার ছোট ছোট চাহিদা রয়েছে। সে তার প্রেমিকের সঙ্গে সময় কাটাতে চায়, খুব আবেগপ্রবণ। সব মিলিয়ে তার ‘চিনেবাদাম’ দারুণ অভিজ্ঞতা। বর্তমান সময়ে মুঠোফোনের কবলে পড়ে যেন হারিয়ে যাচ্ছে নির্ভেজাল আড্ডা আর সঙ্গের চিনেবাদাম। সেই গল্পকেই ছবির পর্দায় তুলে ধরেছে এই ‘চিনেবাদাম’-ছবির গল্পে। বন্ধু খোঁজার জন্য নতুন অ্যাপ তৈরি করে বিদেশ থেকে ফেরা ছবির নায়ক। তৈরি হয় নতুন অফিস, নতুন লোকজন। সবসময়ের সঙ্গী প্রেমিকা তৃষা। বন্ধু খুঁজে পাওয়ার অ্যাপ ‘চিনেবাদাম’ সাফল্য পায় অল্প সময়ের মধ্যেই। কিন্তু তারপর এই অ্যাপকে ঘিরেই তৈরি হয় বিভিন্ন সমস্যা। মান-অভিমান, সম্পর্কের টানাপোড়েনের সম্মুখীন হয় ছবির নায়ক-নায়িকা। তাদের মিষ্টি প্রেম বদলে যায়। বন্ধু খুঁজে দিতে গিয়ে বন্ধুহীন হয়ে পড়ে ছবির নায়ক নিজেই। টলিউডে হট আর বোল্ড অভিনেত্রী হিসাবেই পরিচিত এনা সাহা। নিজের অভিনয়ের পাশাপাশি দুঃসাহসী দৃশ্যে অভিনয় করতেও পিছু পা হননি কোনোদিন। চুলবুলি ও মিষ্টি মেয়ে এনা সোশ্যাল মিডিয়ায় সদাই অ্যাক্টিভ। দু’বছর আগেই ঘুরে এসেছেন দুবাই। কিন্তু কার সঙ্গে, সেটা কিন্তু রহস্য। মাঝে গুজব রটেছিল ‘চিনেবাদাম’-সিনেমার প্রযোজনার কাজে এনাকে সাহায্য করছেন তার বড়লোক প্রেমিক। কিন্তু সেই গুজব একেবারে হেসে উড়িয়ে দিয়েছিলেন এনা। তবে এক সাক্ষাৎকারে এনা তার প্রেম নিয়ে অকপটে স্বীকার করে নিয়েছেন। হ্যাঁ, সম্পর্কে রয়েছেন এনা সাহা। অভিনেত্রী বলেন, ‘আমি কমিটেড। বেশ কয়েক বছর ধরে রয়েছি সম্পর্কে। যদিও সে এই ইন্ডাস্ট্রির কেউ নন।’ এনা জানান তার প্রেমিককে তিনি আগে থেকেই চিনতেন, তবে নামটা বলেননি। খুব ছোট বয়স থেকেই অভিনয় জগতে পা রেখেছেন এনা। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন তিনি। খুব অল্প বয়সেই হাত পাকিয়েছেন প্রযোজনার কাজেও। প্রযোজনা ও অভিনয় দুটোই সামলাচ্ছেন দক্ষ হাতে। তার দুবাইয়ে ঘোরার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঝড়ের বেগে। এনার বোল্ড ও হট ছবি দেখে ভক্তরা রীতিমতো ভিমরি খেয়েছে। তখনো প্রশ্ন ওঠেছিল এনা কার সঙ্গে দুবাই পাড়ি দিয়েছেন? টলিউডের কনিষ্ঠতম এই প্রযোজকের ‘চিনেবাদাম’ ছবিটি বেশ ভালোই ব্যবসা করছে। অভিনয়, প্রযোজনা, ডিজিটাল প্ল্যাটফর্মের কাজÑ সব নিয়ে বেজায় ব্যস্ত এনা। নেই দম ফেলার ফুরসৎ। ঘুমের জন্য বরাদ্দ তিন ঘণ্টা। নিজে নায়িকা হলেও জীবনসঙ্গী হিসেবে চান না কোনো নায়ককেই! বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম সফল এই নায়িকার অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। সদ্য প্রযোজনাতেও হাত দিয়েছেন তিনি। ছোট থেকে কোন পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তার? যদি এনা নায়িকা না হতেন? হাসতে হাসতে এনার উত্তর, ‘তাহলে আমি ব্যাঙ্কিং নিয়ে কাজ করতাম বা সফটওয়্যার নিয়ে কাজ করার চেষ্টা করতাম। কারণ ওই চাকরিগুলোতে প্রচুর টাকা। ২০১১ সালে ‘আমি আদু’ ছবির মাধ্যমে টলিউডের বাংলা সিনেমায় কলকাতার মেয়ে এনার পথচলা শুরু। এরপর ‘প্রিয়া তুমি’, ‘ওয়ান থার্টি এম’, ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার টু’, ‘রাজকাহিনী’, ‘ভ‚ত চতুর্দশী’, ‘এসওএস কলকাতা’, ‘ফোর্স’, ‘ব্যোমকেশ ফিরে এলো’, ‘রাজকাহিনি’, ‘যুধিষ্ঠির’, ‘এক যে আছে অপ্সরা’, ‘কমরেড’, ‘কিছু না বলা কথা’, ‘বক্সার’, ‘দ্য হ্যাকার’র মতো জনপ্রিয় ছবিগুলোতে তাকে দেখা গেছে। সিনেমার পাশাপাশি ছোটপর্দায় বিভিন্ন সিরিয়ালে, টিভি শো’তে এনা কাজ করেছেন। প্রযোজক হিসেবেও নিজের সক্ষমতা দেখিয়েছেন তিনি। ‘এসওএস কলকাতা’, ‘চিনেবাদাম’ ছবিগুলো প্রযোজনা করেছেন এনা সাহা। কয়েকটি মালায়লাম এবং তেলেগু সিনেমায় তাকে দেখা গেছে। অভিনেতা যখন তারকা, দুনিয়া তার পদানত। কিন্তু যতক্ষণ তারকা নন? পেশা নিয়ে হাজার লোকের লক্ষ কটাক্ষ! ভুক্তভোগী এনা সাহা। সেই কথা তিনি প্রকাশ্যে জানিয়েছেনও। স্কুলের পাশে যখন দাঁড়িয়ে থাকত প্রোডাকশন হাউজের গাড়ি, স্কুলের পোশাক পরেই এনা হাজির হতেন সেটে। রুপালি পর্দার সঙ্গে সেই তো সম্পর্কের শুরু। এরপর সিনেমা, অভিনয় এবং বর্তমানে প্রযোজনাও। সতীর্থদের থেকে অনেকটা অল্প বয়সেই সবকিছু সামলাচ্ছেন তিনি। কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রেখে তাকেও বহুবার সহ্য করতে হয়েছে অপমান! তার আক্ষেপ, খুব ছোট থেকেই অভিনয়ে। অভিভাবকেরা বুঝতে পারতেন না যে এটা তার পেশা। তিনি বলেন, ‘সকলে ভাবতেন, খারাপ কাজ করি। তাই তাদের মেয়েদের মিশতে দিতেন না আমার সঙ্গে। ছেলেবেলায় স্কুলে তাই কোনো বন্ধু ছিল না।’ তার মা বনানী সাহা জানান, ছোটবেলা থেকে তার মেয়ে নাচের অনুষ্ঠান করত। সেখান থেকেই ইন্ডাস্ট্রির নজরে আসে এনা। প্রযোজকেরা বনানীর সঙ্গে যোগাযোগ করেন এনাকে অভিনয়ে আনার জন্য। ছোট থেকে নানা মাধ্যমে কাজ করতে করতে নবম শ্রেণিতে প্রথম বড়পর্দায় অভিনয়ের সুযোগ পান ‘চিনেবাদাম’ ছবির নায়িকা-প্রযোজক এনা। তারপর আর তাকে পিছনে ফিরে দেখতে হয়নি।
রেজাউল করিম খোকন


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...