logo
Breaking News
৩০০ জন দলীয় ক্যাডার নিয়োগ দিয়ে...

৩০০ জন দলীয় ক্যাডার নিয়োগ দিয়েছিল বিএনপি২০০৭ সালের ২২ জানুয়ারিরসাজানো নির্বাচনকেকেন্দ্র করে জরুরিভাবে উপজেলা নির্বাচনি কর্মকর্তা নিয়োগের নামে বিএনপি-জামায়াত সরকার ৩০০ দলীয় ক্যাডারকে চাকরি দিয়েছিল। এমন অভিযোগ উল্লেখ করে একটি ভিডিও তথ্যচিত্র প্রকাশ করেছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার ( অক্টোবর) রাতে সেই ভিডিওচিত্রটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

ভিডিও চিত্রে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ব্যবহার করে এত দ্রুত কোনও নিয়োগ কখনও হয়নি। কোনও পরীক্ষা ছাড়াই সরাসরি তালিকার মাধ্যমে এই নিয়োগ দিয়ে পাবলিক সার্ভিস কমিশন এবং সরকারি চাকরিতে নিয়োগপ্রক্রিয়াকে কলঙ্কিত করে খালেদা জিয়ার সরকার।

হাওয়া ভবনথেকে তারেক রহমানের সরাসরি নির্দেশে ২০০৬ সালের সেপ্টেম্বর পিএসসির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ২৬ ফেব্রুয়ারিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় উল্লেখ করে এতে আরও বলা হয়, ‘তবে /১১ এর পটভূমি পরিবর্তনের পর, ১৩ জানুয়ারি ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বিষয়ে আলোচনা করেন।

আরও বলা হয়, ‘২০০৭ সালের ১৮ জানুয়ারির প্রথম আলো পত্রিকায় এই বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ হয়। জানা যায়, নিজেদের মতো করে নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিয়োগ দিয়েই এই ৩০০ জন ছাত্রদল নেতাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে বসানো হয় এদের। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলের ৬০ জন নেতাকর্মী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১০ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ জন ছাত্রদল নেতাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছিল।

এছাড়াও বগুড়ার ১৫ জন ছাত্রদল নেতাকেও এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল বলে ভিডিওচিত্রে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই ৩০০ জনের বিষয়ে তদন্ত করে ৮৫ জনকে চিহ্নিত করে চাকরি থেকে বাদ দেওয়া হয়। পরে তারা আদালতের শরণাপন্ন হওয়ার পর দফায় দফায় শুনানি শেষে চূড়ান্তভাবে তাদের বাদ দেওয়া হয়। গত মাসে বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়।

 

লাইফের বেস্ট সিনেমা “যাও পাখি...

কয়েক বছর ধরে চলচ্চিত্র অঙ্গনের বেহাল দশা ছিল।প্রায় সংস্কৃতি বিমুখ হয়ে পড়ছিল মানুষ।অনেকদিন পর চলচ্চিত্র অঙ্গনে আবার বইছে সুবাতাস। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমা দর্শকরা গ্রহণ করেছেন। ঠিক যেন মনে হচ্ছে সেই পালে হাওয়া দিয়েছে গত অক্টোবর মুক্তি পাওয়া মোস্তাফিজুর রহমান মানিকেরযাও পাখি বলো তারেছবিটি। এরই মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

যাও পাখি বলো তারেএকটি  প্রেমের গল্প। যেখানে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ৷ মুক্তির দ্বিতীয় দিন ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হল দিয়েই ঢাকার বাইরে প্রচারণা শুরু করেছেন মাহি-আদরসহ কলাকুশলীরা।

শনিবার ( সেপ্টেম্বর) রাত টার দিকে ছায়াবানী সিনেমা হলে পরিদর্শনে আসেনযাও পাখি বলো তারেসিনেমার টিম।

পরিদর্শনের সময় ছিলেন, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, নায়ক আদর আজাদ, নায়িকা মাহিয়া মাহি, মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার, লাইন প্রযোজক ইমদাদুল ইসলাম যিকরানসহ অন্তত ২৫ জন।

এসময় শত শত দর্শক তাদের স্বাগত জানিয়ে গ্রহণ করেন। কেউ ব্যস্ত ছিলেন মাহি-আদরের সাথে সেলফি তুলতে, আবার কেউ ব্যস্ত ছিলেন উপহার দেয়ায়। এসময় আনন্দঘন এক পরিবেশের সৃষ্টি হয়।

সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। তিনি বলেন, আমার ভাল অভিনয়ের কৃতিত্ব কো-আর্টিস্ট পরিচালকের। আমি যখন জানতে পারি, মাহিয়া মাহির মত একজন কো-আর্টিস্টের সাথে কাজ করব। তখন এমনিতেই আমার কাজের আগ্রহ বেড়ে যায়। মানুষ সিনেমাটা দেখছে, এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমি চেষ্টা করব আরও ভাল কাজ করার।

লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, যাও পাখি বল তারে আমার লাইফের বেস্ট সিনেমা। আমি যখন সিনেমায় কাজ করেছি। তখন কাজ করার দিক দিয়েও আমি বেস্ট কাজ করেছি। আবার আমি যখন শুট করেছি, শুটের সময়টাতে আমি খুবই এনজয় করে কাজ করেছি। এর আগে কোন সিনেমাতে আমি এতো মাস্তি করে কাজ করিনি।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, একদিন হলো সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি ২১ সিনেমা হলে চলছে। ইতিমধ্যেই সিনেমাটি সিনেমা হলে সোশাল মিডিয়াতে ব্যাপক সাড়া পড়েছে, দর্শকরাও সিনেমাটি পজেটিভলি নিয়েছে এবং প্রশংসা করছে। আমি এর আগেও বলেছি, একজন দর্শক যদি ছবিটা দেখে তাহলে তার হৃদয় ছুয়ে যাবে। যারা সিনেমাটি দেখেছে, তাদের অনেকে বলেছে অনেক দিন পর সিনেমা দেখে কাঁদতে হয়েছে।

স্টার সিনেপ্লেক্সর ১৮ বছর পূর্...

দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স। ডরাইছবির কথা সবারই জানা, সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। যা দর্শক মুগ্ধতা পেরিয়ে জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৬টি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।

প্রশংসিত প্রদর্শনের ১৮ বছর অতিক্রম করে শনিবার ( অক্টোবর) সন্ধ্যায় দারুণ খবর দিলো দেশের সবচেয়ে বড় এই মাল্টিপ্লেক্স চেইন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি একসঙ্গে ৪টি ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছে।

শনিবার ( অক্টোবর) সন্ধ্যায় এসকেএস টাওয়ার (মহাখালী) শাখায় আয়োজিত বর্ণাঢ্য জন্মোৎসবে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান। তিনি বলেন, ‌‘‘বাংলা সিনেমায় এখন নতুন হাওয়া বইছে। এতে আমরা খুবই আনন্দিত। মনে পড়ে ২০১৮ সালের কথা। তখন আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম। কারণ, আমাদের মতো করে বাংলা সিনেমা পাচ্ছিলাম না। সেই হতাশা থেকেই ডরাইছবিটি নির্মাণ করেছি। এবং দারুণভাবে সফল হয়েছি। আফসোস, এরপরই মহামারির কবলে পড়ি। আমাদের হলগুলো বন্ধ হয়ে যায়। আমরা খেয়ে না খেয়ে তখন নিজেদের টিকিয়ে রেখেছিলাম। আশার কথা, আবারও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদের সিনেমাও জেগে উঠেছে। সেই আনন্দের রেশ ধরে এই শুভদিনে জানাতে চাই, আমরা ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। স্ক্রিপ্ট চলছে। আশা করছি, আসছে বছরে অন্তত ৩টি সিনেমা আমরা আপনাদের উপহার দিতে পারবো। কারণ, বাংলা সিনেমার এই হাওয়া আমাদের সবাইকে মিলে ধরে রাখতে হবে।’’

এসময় তিনি স্টার সিনেপ্লেক্স-এর শাখা ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার কথাও জানান। যে তালিকায় রয়েছে চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, কক্সবাজার, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায়। মাহবুব রহমান বলেন, ‘‘আজ আমরা ১৮ বছর অতিক্রম করলাম। আশা করছি এখন থেকে সেন্সরবোর্ড আমাদেরকে ১৮+ সিনেমাও চালানোর অনুমতি দেবেন। তারচেয়ে বড় বিষয়, ১৮ বছরে আমরা ১৮টি স্ক্রিন দিতে পেরেছি। কিন্তু আমার লক্ষ্য সেঞ্চুরি। সেই লক্ষ্যে আমি নিরন্তর কাজ করে চলেছি। এরমধ্যে অনেকগুলো জেলায় প্রজেক্ট চলছে, কিছু জেলায় জায়গা খুঁজছি। আমার বিশ্বাস আমরা যদিও ১০০ স্ক্রিন যোগ করতে পারি, সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ- সেখান থেকেও ১০০টি স্ক্রিন হবে দ্রুত। দুটো মিলিয়ে আমাদের প্রেক্ষাগৃহ সংকট কেটে যাবে বলে বিশ্বাস করি। এরজন্য প্রয়োজন, ‘পরাণ’, ‘হাওয়া’, ‘অপারেশন সুন্দরবনএবংদামাল’-এর মতো ছবি।’’ 

এসময় মুক্তিপ্রতীক্ষিতদামালটিম (রায়হান রাফী, সিয়াম আহমেদ, মীম প্রমুখ) উপস্থিত ছিলো। আরও ছিলেনরেহানা মরিয়ম নূরআজমেরী হক বাঁধন, ‘ ডরাইসুনেরাহ বিনতে কামাল, ‘বিশ্বসুন্দরীচয়নিকা চৌধুরী, ‘অপারেশন সুন্দরবনদীপংকর দীপন, ‘চাদরসাইমনসহ অনেকেই।

২০০৪ সালের এই দিনে ( অক্টোবর) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে স্টার সিনেপ্লেক্সে প্রথম শাখার যাত্রা হয়। গত ১৮ বছরের প্রতিষ্ঠানটি আরও শাখা খুলেছে রাজধানীর ধানমন্ডি, মহাখালী, বিজয় সরণি মিরপুরে।

 

অভিনেত্রী অপু বিশ্বাসের সিঁথিত...

 ঢালিউড এর কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস পুজা উপলক্ষে গত কয়েকদিন ধরেই কলকাতায় আছেন ।পঞ্চমীর দিনই বাংলাদেশ থেকে কলকাতায় চলে যান তিনি। কলকাতার শোভাবাজার রাজবাড়িতে লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিয়েছিলেন। আর বিজয়াতে খুব করে সিঁদুরও খেললেন। আর সেই ছবি-ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হল জল্পনা কল্পনা। কারণ স্পষ্ট দেখা যাচ্ছে অভিনেত্রী অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর। এদিকে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বছরখানেক আগেই। স্বভাবত অনেকের মনেই প্রশ্ন, তাহলে প্রথমবারের মতো দ্বিতীয় বিয়েটাও কি করেছেন লুকিয়ে লুকিয়ে?

অপু ঠাকুর বরণ করেন কলকাতার কাঁকুড়গাছি যুবকবৃন্দের প্যান্ডেলে। এরপর মিডিয়াকে জানিয়েছেন ছোটবেলা মার সঙ্গে বরণ করতে যেতেন তিনি। কিন্তু নিজে এই প্রথম দুর্গাকে বরণ করে নিয়েছেন। কিন্তু কার নামের সিঁদুর তার সিথিতে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। লাল-সাদা একটা শাড়ি পরেছিলেন তিনি। সঙ্গে সবুজ রঙের ব্লাউজ।
শাকিব খান এবং শবনম বুবলির প্রেম, বিয়ে সন্তান নিয়ে মিডিয়া অপুকে প্রশ্ন করলে হেসেই উড়িয়ে দেন। বলেন, ‘এগুলো ব্যক্তিগত বিষয় এগুলো আমি এড়িয়ে যেতে চাই।
২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের। ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে গোপন কথা ফাঁস করে দেন অপু। কাঁদতে কাঁদতে একগুচ্ছ অভিযোগ আনেন বাংলাদেশের এই অভিনেত্রী। জানান, শাকিব তাঁর সন্তানকে লোকসমাজে স্বীকৃতি দিচ্ছে না। তার পাঁচ মাস পর অর্থাৎ ২০১৭ সালের ২২ নভেম্বর নানা অভিযোগ তুলে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আইনিভাবে পথ আলাদা হয় দুজনের।
চলতি মাসেই ঢাকাই সিনেমার আরেক নায়িকা শবনম বুবলি ফাঁস করেছেন তিনি শাকিবের দ্বিতীয় ছেলের মা। এই সন্তানের খবরও লুকিয়েই রেখেছিলেন শাকিব খান আর বুবলী। আমেরিকায় গিয়ে সেই সময় সন্তানের জন্ম দিয়েছিলেন ওই অভিনেত্রী। আর অপুর ছেলে আব্রাম খান জয়ের জন্ম হয়েছিল কলকাতার এক হাসপাতালে।

প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক...

 এন্টিবায়োটিক ওষুধের অপব্যবহার বন্ধে শিগগিরই পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ ফার্মেসি বা অন্য কোনো অনিবন্ধিত প্রতিষ্ঠান এন্টিবায়োটিক বিক্রি করতে পারবে না। যদি কোনো ফার্মেসি রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করে সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং ধরা পড়লে সেই ফার্মেসির লাইসেন্স বাতিল করা হবে।গত মঙ্গলবার ( অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এন্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার রোধে করণীয় নির্ধারণ সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, এন্টিবায়োটিকের ভুল প্রয়োগে বিশ্বে বছরে ১৫ লাখের অধিক মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশেও এন্টিবায়োটিকের ভুল প্রয়োগে এখন মৃত্যু হার বাড়ছে। দেশে যত্রতত্র ইচ্ছেমতো এন্টিবায়োটিক বিক্রি করা হচ্ছে। পৃথিবীর কোথাও রেজিস্ট্রার্ড চিকিৎসকের নির্দেশনা ছাড়া এন্টিবায়োটিক বিক্রি হয়না। কিন্তু আমাদের দেশে যেখানে এন্টিবায়োটিকের প্রয়োজন নেই, সেখানে ইচ্ছেমাফিক এন্টিবায়োটিক দেয়া হচ্ছে। মাছ, মাংসের মধ্যেও এন্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, খাদ্যে ইচ্ছেমতো ভেজাল মেশানো হচ্ছে। এসব ক্ষেত্রে আইনেরও অনেকটা ঘাটতি রয়েছে। এই সুযোগটিই দুর্বৃত্তরা কাজে লাগাতে চেষ্টা করছে। তবে, আশার কথা হচ্ছে, ওষুধ আইন-২০২২ করার কাজ চলমান রয়েছে। একনেকেও পাশ হয়ে গেছে আইনটি। এখন সংসদে পাশ হলেই এই আইনের প্রয়োগ ঘটানো হবে এবং অপচিকিৎসার সাথে জড়িত ভেজাল মেশানোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া যাবে। দেশে এন্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার এখনই রোধ করতে হবে। নইলে এটিই হবে আমাদের জন্য আরেকটি নিরব পেন্ডামিকসভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব . মুহ. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞান মনস্ক জাতি উপহার দিতে...

সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একটি বিজ্ঞান মনস্ক জাতি উপহার দিতে। এমন মন্তব্য করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার ( অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আইসিটি বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত মোবাইল অ্যাপস অ্যান্ড গেম টেস্টিং ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সময় তিনি বলেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি চেয়েছিলেন একটি বিজ্ঞান মনস্ক জাতি উপহার দিতে। আর তার জন্য তিনি একটা শিক্ষা কমিশন গঠন করছিলেন। ৫০ বছর আগে তিনি বিজ্ঞানী ডক্টর কুদরত খোদার নেতৃত্বে কমিশন গঠন করেছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য বঙ্গবন্ধু সেই শিক্ষা কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে যেতে পারেননি। ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকরা নির্মমভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। তাই বঙ্গবন্ধু বিজ্ঞান মনস্ক জাতির সপ্ন বাস্তবায়ন করতে পারেননি।

তিনি বলেন, কিন্তু আমাদের নেত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ৯৬ সালে প্রথম যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন তিনি একসঙ্গে ১২টি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। যার ফলে একদিকে যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয় গঠন হয়েছে তেমনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আজ সাড়ে সাত হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। এরই ধারাবাহিকতায় এবার আইসিপিসি গ্রান্ড ফিনালের হোস্ট কান্টি বাংলাদেশ। আগামী থেকে ১১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে  অনুষ্ঠান।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বিইউবিটিকে ক্যাশলেস, পেপারলেস স্মার্ট ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠা করা হবে। জন্য আইসিটি বিভাগ সহযোগিতা করবে। কারণ, বিইউবিটি প্রবলেম ক্রিয়েটর নয়, প্রবলেম সলভার। তারা ইতি মধ্যেই ৩টি অ্যাপ তৈরি করেছে।  অ্যাপ ছড়িয়ে দিতে তাদের থেকে ১০ লাখ টাকা গ্র্যান্ট দেওয়া হবে। এখানে একটি ইন্টারনেট অব থিংকস ল্যাব স্থাপন করা হবে।

বিইউবিটি ভিসি . মো ফাইয়াজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আইসিপিসি এশিয়া ঢাকা অঞ্চলের চেয়ার . মোহাম্মাদ আলী নূর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক . মোহাম্মাদ কায়কোবাদ, বিউবিটি ট্রাস্টি বোর্ড চেয়ারমান আবু সালেহ, প্রেসিডন্সি বিশ্ববিদ্যালয়ের ভিসি আবুল এল হক, আইসিপিসি ফাইনাল বিচারক শাহরিয়ার মঞ্জুর, সোশ্যাল ইসলামী ব্যাংক ব্যাবস্থাপনা পরিচালক জাফর আলম প্রমুখ।অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

শাকিব- বুবলির ৮ মাস আগেই বিচ্ছ...

সম্প্রতি ঢালিউড সুপারস্টার চিত্রনায়ক  শাকিব খান চিত্রনায়িকা শবনম বুবলী দুজনই তাদের বিয়ে এবং সন্তান শেহজাদ খান বীরের কথা স্বীকার করেছেন তারই ধারাবাহিকতায় এবার জানা গেল, মাস আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

 

যেকোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন। শাকিব খান বুবলির ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিব খান-বুবলির বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ বুবলী মা হয়েছেন যুক্তরার্ষ্ট্রেও নিউইয়র্ক লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে।  

তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ২০২১ সাল থেকেই শাকিব খান বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি 'লিডার, আমিই বাংলাদেশ' সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন।

এর আগে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।  

শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে তাদের ছেলে জয় মায়ের সঙ্গে থাকে।  

এদিকে অপু-বুবলির পর শাকিবের সঙ্গে অন্য নায়িকার প্রেমের গুঞ্জনও রটেছে মিডিয়াতে।  

 

এবার ফিফার গানে নোরা!

 ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। এবারের চলতি বছরের ২০ নভেম্বর আল বায়েত স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

আয়োজনটির জন্য প্রতিবারের মতো এবারো প্রকাশ করা হয়েছে অফিশিয়াল সাউন্ডট্র্যাকলাইট দ্য স্কাই

সাউন্ড ট্র্যাকের ভিডিওটি নির্মিত হয়েছে বলিউডের নোরা ফাতেহি, আমিরাতের বলকিস, ইরাকি শিল্পী রাহমা রিয়াদ এবং মরক্কোর মানাল বেঞ্চলিখাকে নিয়ে।  

ফিফার অফিশিয়াল ইউটিউবে গানটি প্রকাশ পেয়েছে গত শুক্রবার (০৭ অক্টোবর) গানটির পাঞ্চ লাইনটি এমন- এসো আমরা সবাই মিলে আকাশে আলো জ্বালি।

গানটিতে অংশ নেওয়া চারজনই নারী শিল্পী। বিষয়টিকে বলকিস নারীর এগিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন।

গানটি শেয়ার করে বলকিস ইনস্টাগ্রামে লেখেন, এটি দারুণ একটি মিউজিক ভিডিও, যা নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে নির্মাণ করা হয়েছে।

সাউন্ড ট্র্যাকটিতে শুধু ইংরেজি ভাষা নয়, মরক্কো, আরবি হিন্দি ভাষাও রয়েছে। ভিডিওটিতে বিশ্বকাপের নারী রেফারিদের একটি ছোট অংশ রয়েছে, যা মূলত তাদের প্রতি সম্মান দেখাতেই রাখা হয়েছে।

এর আগে ২০১০ সালে শাকিরার ওয়াকা ওয়াকা এবং ২০১৪ সালে জেনিফার লোপেজ-পিটপুলের ইউ আর ওয়ান (ওলে ওলে) তুমুল জনপ্রিয়তা পায়।