কয়েক বছর ধরে চলচ্চিত্র অঙ্গনের বেহাল দশা ছিল।প্রায় সংস্কৃতি বিমুখ হয়ে পড়ছিল মানুষ।অনেকদিন পর চলচ্চিত্র অঙ্গনে আবার বইছে সুবাতাস। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমা দর্শকরা গ্রহণ করেছেন। ঠিক যেন মনে হচ্ছে সেই পালে হাওয়া দিয়েছে গত ৭ অক্টোবর মুক্তি পাওয়া মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’ ছবিটি। এরই মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সিনেমাটি।
‘যাও পাখি বলো তারে’ একটি প্রেমের গল্প। যেখানে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ৷ মুক্তির দ্বিতীয় দিন ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হল দিয়েই ঢাকার বাইরে প্রচারণা শুরু করেছেন মাহি-আদরসহ কলাকুশলীরা।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ছায়াবানী সিনেমা হলে পরিদর্শনে আসেন ‘যাও পাখি বলো তারে’ সিনেমার টিম।
পরিদর্শনের সময় ছিলেন, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, নায়ক আদর আজাদ, নায়িকা মাহিয়া মাহি, মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার, লাইন প্রযোজক ইমদাদুল ইসলাম যিকরানসহ অন্তত ২৫ জন।
এসময় শত শত দর্শক তাদের স্বাগত জানিয়ে গ্রহণ করেন। কেউ ব্যস্ত ছিলেন মাহি-আদরের সাথে সেলফি তুলতে, আবার কেউ ব্যস্ত ছিলেন উপহার দেয়ায়। এসময় আনন্দঘন এক পরিবেশের সৃষ্টি হয়।
এ সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। তিনি বলেন, আমার ভাল অভিনয়ের কৃতিত্ব কো-আর্টিস্ট ও পরিচালকের। আমি যখন জানতে পারি, মাহিয়া মাহির মত একজন কো-আর্টিস্টের সাথে কাজ করব। তখন এমনিতেই আমার কাজের আগ্রহ বেড়ে যায়। মানুষ সিনেমাটা দেখছে, এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমি চেষ্টা করব আরও ভাল কাজ করার।
লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, যাও পাখি বল তারে আমার লাইফের বেস্ট সিনেমা। আমি যখন সিনেমায় কাজ করেছি। তখন কাজ করার দিক দিয়েও আমি বেস্ট কাজ করেছি। আবার আমি যখন শুট করেছি, শুটের সময়টাতে আমি খুবই এনজয় করে কাজ করেছি। এর আগে কোন সিনেমাতে আমি এতো মাস্তি করে কাজ করিনি।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, একদিন হলো সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি ২১ সিনেমা হলে চলছে। ইতিমধ্যেই সিনেমাটি সিনেমা হলে ও সোশাল মিডিয়াতে ব্যাপক সাড়া পড়েছে, দর্শকরাও সিনেমাটি পজেটিভলি নিয়েছে এবং প্রশংসা করছে। আমি এর আগেও বলেছি, একজন দর্শক যদি ছবিটা দেখে তাহলে তার হৃদয় ছুয়ে যাবে। যারা সিনেমাটি দেখেছে, তাদের অনেকে বলেছে অনেক দিন পর সিনেমা দেখে কাঁদতে হয়েছে।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...