logo
Breaking News
নতুন লুকে হাজির জয়া আহসান!

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলার ভক্তদের কাছে তার গ্রহনযোগ্যতার একটুও কমতি নেই।জনপ্রিয়তার শীর্ষে এই নায়িকা সমান ভাবে কাজ করে যাচ্ছেন দুই বাংলাতেই।সবসময় তাকে নিয়ে তার অনুরাগীদের মনে একটু বেশিই কৌতুহল থাকে। এবার সম্পূর্ণ নতুন রূপে হাজির হয়েছেন। এমন আবেদনময়ী রূপে আর কখোনোই তাকে দেখা যায়নি। অরেঞ্জ রেড কালারের পোশাক পরে বেশ খোলামেলা অবস্থায় হাজির হয়েছেন তিনি। এই ছবি গতকাল ( নভেম্বর) বিকেলের দিকে জয়া তার ফেসবুকে পোস্ট করেছেন।

ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। জয়ার ভক্ত অনুরাগী ছবি দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কারও মন্তব্য ইতিবাচক কারোটা নেতিবাচক।

 

৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি প...

ইতিহাস বলে, দেশের মূল আইন সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই বছরের ১৭ এপ্রিল থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। জনগণের মতামত সংগ্রহের জন্য সভা আহ্বান করা হয়। সংগৃহীত মতামত থেকে ৯৮টি সুপারিশ নেওয়া হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন।বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। প্রতিটি অনুচ্ছেদের বক্তব্য স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ এক একটি অনুচ্ছেদ কোনও একটি বিষয় সম্পর্কে পূর্ণ বক্তব্য প্রকাশক অভিব্যক্তি। কিন্তু সংবিধানে এমন কিছু কিছু অনুচ্ছেদ রয়েছে যেগুলো অন্যান্য অনুচ্ছেদের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তবেই সংশ্লিষ্ট অনুচ্ছেদের অর্থটি অধিকতর পরিষ্কার হয়ে ধরা পড়ে। যেমন- সংবিধানের প্রস্তাবনার সঙ্গে সম্পর্ক রয়েছে সম্পূর্ণ সংবিধানের।

বলা হয়, প্রস্তাবনা হলো সংবিধানের সারবস্তু। সংবিধান প্রণয়নের আদর্শিক উদ্দেশ্যগুলোর সংক্ষিপ্ত বর্ণনা থাকে প্রস্তাবনায়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক মামলায় প্রসঙ্গক্রমে প্রশ্ন উঠেছিল প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ কি না? সুপ্রিম কোর্টের রায়ে প্রস্তাবনাকে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন। প্রস্তাবনায় মূলত সংবিধান প্রণয়নের উদ্দেশ্য বর্ণনা করা হয় এবং অনুচ্ছেদগুলো সেসব উদ্দেশ্য অর্জনের প্রায়োগিক নির্দেশনার বিস্তারিত বিবরণ থাকে।

১৯৭২ সালে মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে বলে সংবিধানে বলা হয়েছে।

বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনই নয়; সংবিধানে বাংলাদেশ নামের রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। এতে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা উল্লেখ করা আছে। দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সব ক্ষমতার উৎস এবং বিচার বিভাগ হবে স্বাধীন। জনগণ সব ক্ষমতার উৎস হলেও দেশ আইনের মাধ্যমে পরিচালিত হবে। সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নেওয়া হয়েছে।

গণপরিষদে সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।’

এ যাবৎকালে বাংলাদেশের সংবিধান সর্বমোট ১৭ বার সংশোধিত হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমস্ত্রী  শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ন রাখতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় সংবিধান দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। 

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সংবিধান প্রণয়নের সুবর্ণজয়ন্তীতে ৪ নভেম্বরকে ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ঘোষণা আওয়ামী লীগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মুক্তি-সংগ্রামের ইতিহাস ও সংবিধানের চেতনা ধারণের জন্য জাতীয় সংবিধান দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পেছনে আর ফিরে তাকাতে চাই না: প...

সম্প্রতি হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি জীবনে একের পর এক সুসংবাদ তার জীবন রাঙিয়ে তুলেছে। গেল ২৪ অক্টোবর ছিল এই নায়িকার জন্মদিন। সেদিন বেশ জমকালো আয়োজনে দিনটি পালন করেছেন তিনি। আর তার আগেই স্বামী শরিফুল রাজের পরপর দুটি সিনেমা পরাণ হাওয়া সফলতা যেন তার মন ছুয়ে দিয়েছে পরম আনন্দে।

গত শুক্রবার দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজের নতুন সিনেমা দামাল রায়হান রাফির পরিচালনায় এতে তার সহশিল্পী বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদসহ অনেকেই। মুক্তির পর থেকেই এর জয়ধ্বনীতে মুখরিত সিনেমা হলগুলো। আর তার খবরে দারুণ খুশি পরীমনি।

পরীর ভাষ্য, রাজের অভিনয়ের এমন জয়ধ্বনিতে আমি দারুণ খুশি। পরপর মুক্তি পাওয়া ওর তিনটি ছবি এভাবে দর্শকদের মন জয় করবে, সত্যি কল্পনাও করিনি। আমি কতটা খুশি বোঝাতে পারব না। রাজের সফলতা যেন আমারও সফলতা।

 

গত বছর আগস্ট যেন পরীর জীবনে ছিল কালো এক অধ্যায়। সে বছর অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। আর এসব কারণে মানসিকভাবেও ভেঙে পরেন পরী। তবে বছরের শেষটা ছিল তার জন্য স্বস্তির। কারণ এই সময়টায় পরীর পাশে দাঁড়িয়েছে শরিফুল রাজ। তাকে নিয়ে নতুন করে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখেন পরী।

এই চিত্রনায়িকা বলেন, ‘পেছনে আর ফিরে তাকাতে চাই না। জীবনে খুব খারাপ একটা সময় পার করেছি। তবে এখন রাজ রাজ্যকে (তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য) নিয়ে আমি অনেক ভালো আছি। আমার পৃথিবী, আমার পরিবার। রাজ কতটুকু ভালো, তা বলে বোঝানো যাবে না। আমরা সংসার জীবনে অনেক অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

স্বামীর অভিনয়ের পথচলাটা যেন আর সুন্দর হয়- এই কামনা করে পরী বলেন, রাজের সিনেমার প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এভাবেই রাজ একটার পর একটা ভালো সিনেমা দিয়ে দেশের মানুষের মন জয় করুক। সিনেমায় রাজের রাজত্ব হোক আর সবার ভালোবাসায় সিক্ত হোক- মন থেকে এটাই চাওয়া।

সবশেষে পরী তার ভক্তদের দামাল দেখার আহ্বান জানিয়ে বলেন, আমি ভক্ত-দর্শকদের বলব, দলে দলে দামাল দেখুন। যারা আমাকে, রাজকে বাংলা সিনেমাকে ভালোবাসেন তারা সবাই দামাল দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।

 

নতুন যাত্রার অভিষেক - অপু বিশ্...

অপু বিশ্বাস শবনম বুবলী ভিন্ন সময়ে চলচ্চিত্রজগতে এসেছেন। অপুর চলচ্চিত্রে অভিনয়জীবন ১৭ বছরের, বুবলীর বছরের। একজন এসেছেন কাল সকালে ছবি দিয়ে, অন্যজনের প্রথম ছবি বসগিরি তবে দুজনে আলোচনায় আসেন, পরিচিতি পান শাকিব খানের সঙ্গে অভিনয় করে। দীর্ঘ অভিনয়জীবনে শাকিব খানের সঙ্গে সর্বাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু, অন্যদিকে শুরু থেকেই টানা ১২টি চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী।

সাম্প্রতিক সময়ে অপু বিশ্বাস শবনম বুবলী দুজনই বেশ আলোচিত। কাকতালীয়ভাবে একই দিনে নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে আলোচিত এই দুই তারকার। একজন শুটিং করবেন মানিকগঞ্জে অন্যজন সিলেটে।

 

বন্ধন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি চলচ্চিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। অন্যদিকে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা চলচ্চিত্রে অভিনয় করছেন শবনম বুবলী। অপুর বিপরীতে নায়ক সাইমন সাদিক আর বুবলীর বিপরীতে নায়ক হয়ে পর্দায় আসছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

 

দুই দশক ধরে টিভি নাটক বানিয়ে বড় পর্দার কাজে হাত দেন চয়নিকা চৌধুরী। তাঁর প্রথম পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র বিশ্বসুন্দরী পায় আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রথম চলচ্চিত্র মুক্তির দুই বছরের মাথায় দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করলেন তিনি। চয়নিকা জানালেন, একটানা শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ শেষ করতে চান।

আজ শুরু হয়ে প্রহেলিকা চলচ্চিত্রের শুটিং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এরপর ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই তাঁরা ছুটবেন আরেকটি শুটিং স্পটে। সব মিলিয়ে ২৮ দিন শুটিং করে ছবিটির কাজ শেষ করতে চান চয়নিকা। কথায় কথায় জানালেন, ছবিতে চারটি গান থাকবে। একটি গানের শুটিং হবে বান্দরবানের থানচিতে। বাকি গান দৃশ্যের শুটিং হবে সিলেটে। তবে সিলেটের কোথায় শুটিং করছেন, সে বিষয়ে আপাতত কিছুই জানাতে চান না।

 

লাল শাড়ি ছবি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করছেন অপু বিশ্বাস। তিনি জানালেন, শাড়ি বাঙালি নারীর প্রধান পোশাক। গল্পটা শাড়ি তার কারিগরদের নিয়ে। আর লাল হচ্ছে ভালোবাসার প্রতীক। ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না।

ছবিটি প্রসঙ্গে চয়নিকা বললেন, প্রহেলিকা অর্থ রহস্য। তাই শুটিং শেষের আগপর্যন্ত সবকিছু রহস্যই থাক। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকেরা রহস্য উন্মোচন করুক। নিশ্চিত করে বলতে পারি, ছবিটি দেখার সময় দর্শকেরা মেঝের দিকে তাকিয়ে পপকর্ন খাবে না, পর্দার দিকে তাকিয়েই তারা পপকর্ন খাবে।

দেড় বছর ধরে প্রহেলিকা নির্মাণের পরিকল্পনা করছিলেন চয়নিকা চৌধুরী। কিন্তু এর মধ্যে নানা সংকটে পড়েছেন বলেও জানালেন, আমি বিশ্বাস করি, ভালো কাজে বাধা আসবেই। যদি লক্ষ্য স্থির থাকে, তবে কোনো বাধাই বাধা নয়। কাজ শুরু করছি। একটা অসাধারণ টিম পেয়েছি, যারা ভাবছেএটা তাদেরই কাজ। এসব কাজের শক্তি বাড়িয়ে দিয়েছে। আজ সকাল সাড়ে সাতটায় প্রহেলিকার প্রথম দিনের ক্যামেরা চালু হবে বলে জানালেন চয়নিকা। প্রথম দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী কে আজাদ সেতু।

 

সংলাপের দৃশ্যধারণ দিয়ে প্রহেলিকা শুটিং শুরু হলেও সরকারি অনুদানের ছবি লাল শাড়ি শুটিং শুরু হবে ছবিটির টাইটেল গান লাল শাড়ি দিয়ে। প্রথম দিনে অপু বিশ্বাস সাইমন সাদিক গানের দৃশ্যে অংশ নেবেন। কোনাল কিশোরের গাওয়া এই গানটি লাল শাড়ি চলচ্চিত্রের টাইটেল গান বলে জানালেন পরিচালক বন্ধন বিশ্বাস।

বন্ধন বিশ্বাস এর আগে অপু বিশ্বাসকে নিয়ে ছায়া বৃক্ষ নামে আরেকটি চলচ্চিত্র বানিয়েছিলেন, সেটিও ছিল সরকারি অনুদানের। তবে তিনি প্রথম বানিয়েছেন শূন্য নামের একটি চলচ্চিত্র। এটি পরিচালকের তিন নম্বর ছবি। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রযোজক হিসেবে অপুর অভিষেক হতে যাচ্ছে। প্রথম দিনের শুটিং সম্পর্কে জানতে চাইলে পরিচালক জানালেন, নায়ক সাইমন লাল শাড়ি বোনেন। সেই শাড়িতে নিজেকে মুড়িয়ে বিয়ের স্বপ্ন দেখেন অপু বিশ্বাস। কল্পনায় ভেসে আসে সুখের বিভিন্ন স্মৃতিওই প্রেক্ষাপটে থাকে একটি গান। তেমনই প্রেক্ষাপটের গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবির কাজ শুরু হবে।

পরিচালক জানালেন, একসময় দেশে দারুণ সমৃদ্ধ ছিল তাঁতশিল্প। সেই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়কে গল্পে উপজীব্য করেই লাল শাড়ি ছবির কাহিনি তৈরি হয়েছে। ছবিটি নিয়ে অপু বিশ্বাস জানালেন, শাড়ি বাঙালি নারীর প্রধান পোশাক। গল্পটা শাড়ি তার কারিগরদের নিয়ে। আর লাল হচ্ছে ভালোবাসার প্রতীক। ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না। জন্যই লাল শাড়ি নামটি বেছে নিয়েছি। সবাইকে একটা সুন্দর সিনেমা উপহার দিতে চান বলেও জানালেন তিনি। ছবিতে অপু সাইমন ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, দিলরুবা দোয়েল, সুমিত সেনগুপ্ত, ডন প্রমুখ।

 

এত কিছু ভেবে ফেলবে জানা ছিল না...

ঢালিউডে অভিষেক হয়েছে জান্নাতুল ফেরদৌস ঐশীর। সিনেমাটির নামমিশন এক্সট্রিম পুলিশ অ্যাকশন ঘরানার এই ছবির দ্বিতীয় খণ্ডেও থাকছেন শুভ-ঐশী জুটি; যেটার নাম ব্ল্যাক ওয়ার শুধু তাই নয়, ‘নূরনামের আরেকটি সিনেমায় যুগল রসায়নে মজেছেন তারা।

 
বলাই বাহুল্য, কাজের সুবাদে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। তবে সেটা শুধুই পেশাদার নাকি ব্যক্তিগত অনুভূতির ছোঁয়াও আছে, সে প্রশ্ন মাঝেমধ্যে দর্শকের মনে উঁকি দেয়। কদিন আগে শুভর সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেছিলেন ঐশী। সেই ছবি এবং ক্যাপশন দেখে অনেকে বলাবলি শুরু করেন, রিল লাইফের কেমিস্ট্রি তারা রিয়েল লাইফেও বয়ে এনেছেন!

তিনি একপ্রকার হেসেই উড়িয়ে দিলেন। কারণ, আরিফিন শুভকে নিজের মেন্টর বা অভিভাবক হিসেবেই বিবেচনা করেন তিনি।
 
ঐশী বললেন, ‘আমি যদি আমার প্রিয় কোনও মেয়ে মানুষকে নিয়ে ছবি দিতাম, তাহলে কিন্তু এই প্রশ্ন উঠতো না। প্রিয় একজন পুরুষ মানুষকে নিয়ে দেওয়াতে কথাটা এসেছে। পুরুষ আর নারী মানেই প্রেমের সম্পর্ক না, ভালো সম্পর্ক হতেই পারে। তিনি আমার মেন্টরের মতো। এটা আমি সবসময়, সব জায়গায় বলি।

ছবির ক্যাপশনে একটি ইংরেজি গানের লাইন উদ্ধৃত করেছিলেন ঐশী। এর পেছনে একটি মজার গল্প আছে। ঐশী জানালেন, ‘এটা যে একটা গান, অনেকে সেটাই জানে না। তাকে (শুভ) উদ্দেশ্য করে এটা আমি বানিয়ে লিখিনি। এই ক্যাপশনটা মূলত প্রিয় মানুষদের নিয়ে লেখা যায়। এখন তিনি (শুভ) কেন আমার প্রিয়? আমি অনেক সিনিয়রের সঙ্গে কাজ করেছি, জুনিয়রদের যদি একটা ভুল হয় কিংবা জুনিয়রের কারণে যদি একটা শট নষ্ট হয়, তাহলে তারা আরেকটা শট দিতে চায় না। কিন্তু শুভ ভাই একদম ব্যতিক্রম, এমনও হয়েছে আমি আট-দশবার এনজি (নো গুড) শট দিয়েছি, এরপরও তিনি ঠাণ্ডা মাথায় পুনরায় শট দিয়েছেন; এবং আমাকে সাহস-উৎসাহ দিয়েছেন। এরকম বিভিন্ন কারণে শুভ ভাইয়ের প্রতি আমার সম্মানটা অনেক বেশি।

ঐশী জানালেন, ছবির সঙ্গে মিল রেখেই তিনি ক্যাপশন দেয়ার চেষ্টা করেন। এই ছবির ক্ষেত্রে তিনি আপেল নিয়ে ভেবেছেন! তার ভাষ্য, ‘এই ছবিতে আমার হাতে একটি আপেল দেখা যাচ্ছে। আমি সবসময় ছবির সঙ্গে মিলিয়ে ক্যাপশন দেয়ার চেষ্টা করি। তো ভাবছিলাম, ওই আপেল নিয়ে কী ক্যাপশন দেওয়া যায়। পরে মনে হলো, এত ভাবছি কেন! এই গান তো আমার ফোনের রিংটোন, এটা থেকেই কয়েকটা লাইন দিয়ে দেই। এখন এটা নিয়ে যে মানুষ এত কিছু ভেবে ফেলবে, তা তো জানা ছিলো না। অবশ্য এতে আমার কিছু যায়-আসে না, কারণ এখানে সেরকম কিছুই নেই।

প্রসঙ্গত, শুভ-ঐশী জুটিরব্ল্যাক ওয়ারআসবে নতুন বছরের জানুয়ারি। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ফয়সাল আহমেদ। অন্যদিকেনূরপরিচালনা করেছেন রায়হান রাফী। এটি মাঝে একবার সেন্সর বোর্ডে জমা হয়েছিলো, তবে অসম্পূর্ণ থাকায় ছাড়পত্র মেলেনি। বেশ কিছুদিন আগে নির্মাতা রাফী জানান, শিগগিরই ছবিটি সংশোধন করে জমা দেবেন। এরপর অবশ্য এই ছবির আর কোনও আপডেট প্রকাশ্যে আসেনি।

 

অভিজাত বাসীন্দাদের তালিকায় জাহ...

ফিল্ম ক্যারিয়ারের বয়স মাত্র চার বছর। এরমধ্যেই নিজের পরিচিতির সীমারেখা দারুণভাবে বিস্তৃত করেছেন জাহ্নবী কাপুর। ২০১৮ সালেধড়কদিয়ে অভিষেকের পর তাকে আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না। একের পর এক প্রশংসিত সিনেমা যুক্ত হচ্ছে তার নামের পাশে।

 
সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন সিনেমা মিলি এটিও সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পাচ্ছে। এমন আনন্দের সময়ে জাহ্নবীর জীবনে আরও একটি বড় সুখবর এসেছে। একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের মালিক হয়েছেন তিনি।
 
মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নতুন ডুপ্লেক্স কিনেছেন জাহ্নবী, তার বাবা বনি কাপুর বোন খুশি কাপুর। যেটার মূল্য ৬৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকার বেশি।
 
বান্দ্রা হলো মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল এলাকা। এখানেই বলিউডের অধিকাংশ তারকার বসবাস। সমুদ্রের কিনারে অবস্থিত এই জনপদে থাকতে হলে প্রত্যেককেই বিপুল অর্থ খরচ করতে হয়। সেই অভিজাত বাসিন্দাদের তালিকায় এখন জাহ্নবীর নামও যুক্ত হলো।

জানা গেছে, তাদের এই অ্যাপার্টমেন্টের আয়তন হাজার ৪২১ বর্গফুট। পালি হিল ভবনের প্রথম দ্বিতীয় তলায় অবস্থিত। মানি কন্ট্রোলের এক রিপোর্ট অনুসারে, গেলো অক্টোবরের ১২ তারিখে এই সম্পদের রেজিস্ট্রেশন করেছেন জাহ্নবী তার বাবা। 

এদিকে শুক্রবার ( নভেম্বর) মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন সিনেমা মিলি এতে তার সঙ্গে অভিনয় করেছেন সানি কৌশল মনোজ পাহওয়া। ২০১৯ সালের মালায়লাম সিনেমা হেলেন রিমেক এটি। পরিচালনা করেছেন মাথুকুট্টি জেভিয়ার।

এছাড়া জাহ্নবীর হাতে রয়েছে বাওয়াল নামের আরেকটি ছবির কাজ। যেখানে তার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। 

 

ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী...

বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বর্তমানে তিনি ভারতের আসামে রয়েছেন।

মূলত নতুন ছবিতে কাজ করছেন কঙ্গনা। উপলক্ষেই আসামে তিনি। তার নতুন ছবির নাম ইমারজেন্সি আসামে এর বেশ কিছু অংশের শ্যুট করবেন তিনি। সে কারণে শুটিং দলের সঙ্গে ঘুরে ঘুরে লোকেশন খুঁজছেন তিনি। তবে তার এই শুটিং লোকেশন খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে। কখনো নদী কখনো পাহাড়ে যাচ্ছেন তিনি।

এরমধ্যে আবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মার সঙ্গেও দেখা করেছেন অভিনেত্রী।

সম্প্রতি তিনি সরাসরি রাজনীতির ময়দানে নামার আগ্রহ প্রকাশ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা।

ভারতের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দেন। সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, মানুষ চাইলে নিজের রাজ্য হিমাচল প্রদেশ থেকে বিজেপির হয়ে ভোটে লড়বেন। দেশের কাজে যে কোনো ধরনের অংশগ্রহণে রাজি তিনি।

 

শের খান” সিনেমায় চুক্তিবদ্ধ শা...

ঢালিউড সুপারস্টার শাকিব খান নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমার নামশের খান সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সানী সানোয়ার।

নির্মাতা সানী সানোয়ার সিনেমাটির শুটিং শুরুর মুক্তির তারিখ জানিয়েছেন গণমাধ্যমকে। শের খানের শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি। আর সিনেমাটি মুক্তি পাবে একই বছর দুই ঈদের যে কোনো একটিতে।

 শের খান ছবির জন্য শাকিব খান চুক্তি বন্ধ হয়েছেন। এই মধ্যে সিনেমাটির প্রি-প্রোডাকশন কাজ চলছে। আর ফেব্রুয়ারিতে আমরা শুটিংয়ে যাবো। এখনো শুটিং লোকেশান ঠিক হয়নি। অন্যদিকে শাকিব ছাড়া অন্য কারও সঙ্গে চুক্তিও হয়নি। কিন্তু প্রাথমিকভাবে কথা চলছে অনেক সঙ্গে। আমাদের সবার ইচ্ছে আগামী বছর ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার যে কোনো এক ঈদে শের খান প্রেক্ষগৃহে মুক্তি দেওয়ার। সেইভাবে সিনেমাটির কাজের সিডিউল করা আছে।

সিনেমার গল্প নিয়ে নির্মাতা বলেন, আমরা শাকিব খানকে নিয়ে যে শের খান নির্মাণ করতে যাচ্ছি এটার গল্পটা একটু আলাদা। যদিও পুলিশকে কেন্দ্র করে, সঙ্গে ক্রাইম থাকবে, থাকবে সাসপেন্স থ্রিল ড্রামা।

শের খান সিনেমাটি শাকিব খানের এসকে ফিল্মস কপ ক্রিয়েশনের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।