logo
Breaking News
ক্রিকেট বোর্ড ছাড়ার সঙ্গে সিনে...

বিসিসিআই সভাপতির পদ থেকে বিদায় নিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তবে সাবেক ভারতীয় অধিনায়কের দেশটির ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ ছাড়ার পর বন্ধ হয়ে গেছে টালিগঞ্জের একটি সিনেমার শুটিং। আপাতদৃষ্টে সৌরভের ক্রিকেট বোর্ড ছাড়ার সঙ্গে ছবির শুটিংয়ের বন্ধ হওয়ার কোনো সম্পর্ক থাকার কথা না। তারপরও সেটা হয়েছে, কারণ ছবিটির সঙ্গে সৌরভেরও সম্পর্ক আছে।

 

১৯৯৬ সালে টেস্ট অভিষেকেই লর্ডসে শতরান করেছিলেন সৌরভ। সেই ঘটনাসহ দাদা ক্রিকেট জীবনের আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রুপালি পর্দায় আনার পরিকল্পনা করেছিলেন পরিচালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রানা সরকার প্রযোজিত ছবিটির নামও ঠিক হয়েছিল—‘কলকাতা ৯৬ কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে না ছবিটি।

 ‘কলকাতা ৯৬’ দিয়েই পরিচালনায় অভিষেক হওয়ার কথা ছিল অভিনেতা রাহুলের

 ছবি বন্ধ করার সিদ্ধান্ত কেন নিয়েছেন প্রযোজক? প্রসঙ্গে রানা আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, লর্ডসে সেঞ্চুরির পর কলকাতায় তিন দিন ধরে উন্মাদনা হয়েছিল। ছবিতে সে ঘটনাই তুলে ধরতে চেয়েছিলেন তিনি। সেই ঘটনা পর্দায় তুলে ধরতে তাঁর প্রয়োজন ছিল ঘটনার ফুটেজ।

 বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ সেই ফুটেজ প্রযোজককে দিতে চেয়েছিলেন। সেই আশাতেই তিনি ছবির কাজ গুছিয়ে নিচ্ছিলেন। এখন রানা সরকার মনে করছেন, সৌরভ বিসিসিআই ছাড়ায় তাঁদের পক্ষে ফুটেজ পাওয়া সহজ হবে না। সৌরভের সাহায্য ছাড়া ওই ফুটেজ জোগাড় করা সম্ভব হবে না বলেও মনে করছেন তিনি। তাই ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন। নিজের সিদ্ধান্ত এর মধ্যে পরিচালককে জানিয়ে দিয়েছেন বলেও জানান রানা।কলকাতা ৯৬ দিয়েই পরিচালনায় অভিষেক হওয়ার কথা ছিল অভিনেতা রাহুলের। ছবিটির একটি চরিত্রে তিনি নিতে চেয়েছিলেন তাঁর ছেলে সহজকেও। কিন্তু শেষ পর্যন্ত ছবিটিই বন্ধ হয়ে গেল।

 

বিচ্ছেদ নিয়ে যা বলেন শাকিব খা...

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নিয়ে দর্শক মহলে জল্পনা কল্পনার শেষ নেই।প্রতিমুহূর্তে কোন কোন বিষয়ে নিয়ে আলোচনার শ্বীর্ষে থাকেন সুপারস্টার শাকিব খান।২০১৭ সাল থেকে শাকিব-অপুর জীবন গল্পের আলোচনা চলার পর চলতি বছর আবার শাকিব-বুবলীর গল্প বেশ আলোড়ন তুলেছে। তাদের নিয়ে কৌতূহলের শেষ নেই জনমনে। নানা প্রশ্ন আর রহস্যের মধ্য দিয়েই এগোচ্ছে তাদের এই কৌতূহলোদ্দীপক জীবন চিত্রনাট্যের সিকোয়েন্স। শাকিব খান বুবলীর বৈবাহিক সম্পর্ক অটুট আছে নাকি বিবাহবিচ্ছেদ ঘটেছে- এমন প্রশ্ন বুবলী তাদের সন্তান নিয়ে আত্মপ্রকাশের পর থেকে সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। অথচ এই দুজনের কেউই খোলাসা করে বিষয়টি বলছেন না। যদিও গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী বলছেন, বিচ্ছেদের খবর নেহাতই গুজব এবং শাকিবকে নিয়ে তিনি সুখে সংসার করতে চান। শাকিব নিয়ে সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বলেন, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই সেটা যারা সবকিছু দেখেও না দেখার এবং বুঝেও না বোঝার ভাণ করে আমি সময়মতো তা সবাইকে বুঝিয়ে দেব?’ এমন পরোক্ষ জবাব দিয়ে বিষয়টি নিয়ে রহস্য না করে সরাসরি জবাব চাইলে শাকিব বলেন, দেখেন, ‘অনেক সত্য চাইলেই বাচ্চাটার (পুত্র শেহজাদ খান বীর) স্বার্থে প্রকাশ করতে পারি না। কারণ বীর বড় হচ্ছে, আমি চাই না আগামীতে তার মনে নিয়ে কোনো বাজে প্রতিক্রিয়া তৈরি হোক। শাকিব খান কথোপকথনের একপর্যায়ে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি দুটি সময়। প্রথমত. করেনাকালে যখন একাকী ছিলাম, দ্বিতীয়ত. আবারও যখন নিঃসঙ্গভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেছি তখন। আমি সেই দিনগুলোতে একাকী থাকায় নিজের জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে হিসাব করার অফুরন্ত সময় পেয়েছিলাম। তখন নিজের পেছনের জীবনের হিসাবনিকাশ করতে গিয়ে দেখলাম, না বুঝে অনেক ভুল করে ফেলেছি। বেশির ভাগ ভুল করেছি ভুল মানুষের সঙ্গে মিশে। মনে হচ্ছে সেই ভুলেরই খেসারত দিচ্ছি এখন। তাই জীবনের বাকি দিনগুলোতে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চাই না। আর কোনো ভুল করতে চাই না। ভুল করে মেশা সেই বাজে মানুষগুলোকে আর পাশে রাখতে চাই না। এখন থেকে শুধুই পজিটিভ ওয়েতে চলব। সৃষ্টিকর্তা আমাকে এমন উচ্চাসনে উপবিষ্ট করার এবং আমার দর্শক-ভক্তরা আমাকে আকাশসমান ভালোবাসা দেওয়ার পরও আমি কেন ভুল পথে চলে আজ আমার কর্ম ব্যক্তিজীবন নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি। এটিই এখন আমার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা। শাকিব কথা বলতে বলতে একপর্যায়ে ভীষণ আবেগতাড়িত হয়ে ওঠলেও একসময় চোখের কোণে জমে ওঠা চিকচিকে অশ্রুবিন্দু মুছে নিয়ে আত্মপ্রত্যয়ী হয়ে বলে ওঠেন, অনেক অপ্রাপ্তির মাঝেও আমার জীবনের বড় প্রাপ্তি হলো আমার দুই প্রাণপ্রিয় সন্তান আবরাহম খান জয় শেহজাদ খান বীর। আমি আমার দুই আদরের সন্তান যেসব মানুষ, যারা আসলেই আমাকে মনেপ্রাণে ভালোবাসে, পছন্দ করে, তাদের নিয়েই আগামীর পথে এগোতে চাই। পূজা চেরির সঙ্গে এই নায়কোত্তমের সম্পর্কের কথা তুলতেই তিনি ক্ষোভে ফেটে পড়ে বলেনযারা পূজাকে নিয়ে আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। এতদিন এসব দুষ্ট লোক, যারা নিজেদের স্বার্থে তাদের ইউটিউব আর ফেসবুক পেজের ভিউ বাড়াতে আমার সঙ্গে পূজাকে জড়িয়ে মিথ্যা কথা চাউর করেছে এবং পূজার সঙ্গে আমার বিয়ের প্রমাণ আছে বলে দাবি করেছে তারা এবার আইনের সামনে সেই প্রমাণ তুলে ধরুক, আমি সেটিই চাই। আর প্রমাণ দিতে না পারলে আইন তাদের কঠোর শাস্তি দেবে বলেই আমি জানি। শাকিব আবারও আবেগপ্রবণ হয়ে বলেন, দেখুন ফিল্মস্টার হলেও অন্য ১০ জনের মতো আমিও কিন্তু একজন সাধারণ মানুষ। সবার মতো আমারও ব্যক্তিগত জীবন বলে একটা কিছু আছে।  প্রেম, বিয়ে, সন্তান- প্রত্যেক মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। এগুলো ঢাকঢোল পিটিয়ে প্রচার করার বিষয় নয়। আর আমি আমার পার্সোনাল লাইফকে পাবলিকের সামনে আনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ইচ্ছা ছিল সময়মতো সুন্দর আয়োজনের মাধ্যমে ঘটা করে বিষয়টি সবাইকে জানিয়ে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব। কিন্তু অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি। আমার অপছন্দের এমন কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কী তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়? আমার সঙ্গে তাদের বিয়ে সন্তান নিয়ে তাদের মনে যখন এমনই উচ্ছ্বাস ছিল, তখন তারা বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে বিষয়টি কেন জানাল না। কোথায়, আমি তো তাদের মুখ বন্ধ করে রাখিনি। প্রকাশই যদি করতে হলো তাহলে এত দেরিতে কেন? তাহলে কী তারা আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান আর ধ্বংস করতে চেয়েছিল? এই প্রশ্ন আমি আমার ভালোবাসার দর্শক-ভক্তদের কাছেই রাখলাম।উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর গণমাধ্যমের সামনে বুবলী তাঁর সন্তানের ছবি প্রকাশ করে জানান আড়াই বছর আগেই বাবা-মা হয়েছেন শাকিব-বুবলী।  ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রাখা হয় শেহজাদ খান বীর। পরে বুবলী আরও জানান ২০১৮ সালের ২০ জুলাই গোপনে তাদের বিয়ে হয়। অনেক জল ঘোলা হওয়ার পর ২০১৭ সালের ২২ নভেম্বর অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন শাকিব খান। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ। তার ঠিক চার মাস নয় দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব খান। বুবলীর দেওয়া স্ট্যাটাস হিসাব করে তথ্যই পাওয়া গেছে।

 

ভিকির সিনেমা থেকে বাদ পড়লেন সা...

 দ্য ইমমর্টাল অশ্বাথামানামে একটি ছবিতে ভিকি কৌশল আর সারা আলী খান জুটি হয়ে কাজ করার কথা ছিলো। প্রায় দুই বছর আগে ছবিটি কাজ শুরুরও ঘোষণা আসে। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। এবার জানা গেলো, নির্মিত হতে যাচ্ছে ছবিটি। তবে বাদ দেওয়া হয়েছে সারা আলী খানকে।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির কাজ দীর্ঘ দিন থেমে থাকার পর ফের কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। চিত্রনাট্যে অনেক পরিবর্তন আনা হয়েছে। আগের চিত্রনাট্য অনুযায়ী একজন ইয়ং গার্ল প্রয়োজন ছিল। এজন্য সারা আলী খানকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু চরিত্রে পরিবর্তন হওয়ার কারণে এখন আর সারা আলী খান থাকছেন না। চরিত্র অনুযায়ী এখন ভিকির বিপরীতে সারার চেয়ে একটু বেশি বয়সী নায়িকা প্রয়োজন।

সারা আলী খানের পরিবর্তে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। তবে সামান্থা রুথ প্রভুকে নেওয়ার আলোচনা চলছে। তবে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। প্রি-প্রোডাকশনের জন্য নির্মাতারা -১০ মাস ব্যয় করবেন বলে শোনা যাচ্ছে।

“আমি কাজের জন্য ক্ষুধার্ত

বছরের দশম মাস চলছে। এরই মধ্যে তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। জন আব্রাহামের সঙ্গেঅ্যাটাকদিয়ে বছর শুরু করেছিলেন, এরপর একে একে দেখা দিয়েছেনরানওয়ে ৩৪’, ‘কাটপুতলিডক্টর জিসিনেমায়। তালিকায় সর্বশেষ সংযোজনথ্যাংক গড’, যেটা মুক্তি পেয়েছে ২৫ অক্টোবর।

 এতক্ষণে হয়ত তার নামটি বুঝে ফেলেছেন অনেকে। কারণ উল্লেখিত সিনেমাগুলোর মধ্যে কমনম্যান হিসেবে আছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সুদর্শনা অভিনেত্রী মনে করেন, অভিনয়শিল্পীদের জীবনে কোনও নির্দিষ্ট সীমানা নেই। তাদের এগিয়ে যাওয়ার পথটা অন্তহীন।

একের পর এক কাজে ডুবে থাকার বিষয়ে রাকুলের ভাষ্য, “আমি কাজের জন্য ক্ষুধার্ত; আমি ওয়ার্কহোলিক। বছর পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এবং ভাবছি এরপর কী করবো? আমি সবসময়এরপর কী?’ মুডে থাকি।

২০২৩ সালের জন্যও একাধিক প্রজেক্টে যুক্ত হয়েছেন রাকুল প্রীত। এর মধ্যে দুটি হলোছাত্রিওয়ালিইন্ডিয়ান কাজের বৈচিত্র্য নিয়ে এই সুহাসিনী বলেন, ‘আমাদের পেশাটা দারুণ। আমরা বিভিন্ন ধরনের সিনেমা করতে পারি। বৈচিত্র্যপূর্ণ হতে পারি। আমি এই সুযোগটা পেয়ে যেতে চাই।

উল্লেখ্য, ‘থ্যাং গডসিনেমাটি নির্মাণ করেছেন ইন্দ্র কুমার। এতে রাকুল প্রীত স্ক্রিন শেয়ার করেছেন অজয় দেবগন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। মুক্তির প্রথম দিন সিনেমাটি দশমিক ১০ কোটি রুপি আয় করেছে।

 

সংগীতশিল্পী প্রীতম হাসানের বিয়...

 নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটলে তাদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

গায়েহলুদের অনুষ্ঠানে প্রীতম হাসান শেহতাজ মনিরা হাশেমের পরিবারের সদস্য তাদের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

প্রীতম-শেহতাজের গায়েহলুদের অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ফেসবুকে পোস্ট করেছেন। এর একটি ছবিতে দেখা গেছে শেহতাজের মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম লেখা রয়েছে। অন্য একটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। এছাড়া আরেকটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরা অস্থায় প্রীতমকে দেখা গেছে।

 

জানা গেছে, বছর পাঁচেক আগেজাদুকরশিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর কল্যাণে প্রীতমের সঙ্গে শেহতাজের পরিচয় হয়। শেহতাজ এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন। সেই থেকে ভালোলাগা, এই ভালোলাগা ভালোবাসায় গড়িয়ে প্রণয়ে রূপ নিয়েছে।

উল্লেখ্য, প্রীতম হাসান বাংলা গানের অন্যতম শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর সন্তান। তার বড় ভাই সংগীতশিল্পী প্রতীক হাসান।

 

প্রথমবারের মতো আমার সুর-সংগীতে...

এই প্রথমবারের মতো নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের সুর সংগীতে গান গেয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। আজ সন্ধ্যায় (২৭ অক্টোবর) ইমরান তার এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন। পোস্টের সঙ্গে দুটি ছবিও প্রকাশ করেছেন ইমরান।

ইমরান মাহমুদুল পোস্টে লেখেন, ‘প্রথমবারের মতো আমার সুর-সংগীতে গান গাইলেন হাবিব ওয়াহিদ (আমার বস) মনে হচ্ছে স্বপ্ন। যার সুর এবং মিউজিক শুনে মিউজিক করার আগ্রহ এবং অনুপ্রেরণা পেয়েছি সেই মানুষটির জন্য আজ গান করতে পারা আমার জন্য সত্যি অনেক সৌভাগ্যের আমার ১৪ বছরের মিউজিক ক্যারিয়ারের অন্যতম সাফল্য এটি।

ইমরান আরও লেখেন, ‘মনে হচ্ছে মিউজিক করা সার্থক হলো এত দিনে। বস যে আমার ওপর আস্থা রেখেছেন এতেই আমি ধন্য। একজন হাবিব ওয়াহিদ আমার জন্য অনেক বিশাল কিছু। ২০১০ এর দিকে আমি সেই যাত্রাবাড়ী কোনাপাড়া থেকে ,বসের জিঙ্গেল গাওয়ার জন্য, বসকে কাছ থেকে দেখার জন্য, তার কাছ থেকে একটুখানি শেখার জন্য ছুটে যেতাম তার স্টুডিওতে।

ইমরান স্মৃতিচারণ করে তার পোস্টে ব্যক্ত করেন, ‘আজ ১২ বছর পর তার জন্য সুর সংগীত করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, আমি আবেগে আপ্লুত তাই ভাষা হারিয়ে ফেলছি আনন্দে। শুধু এটুকু বলতে চাই এই গানটি আমার জন্য শুধু একটি গান না, আমার জন্য অনেক বড় আবেগ এটা। গানটি কেমন করতে পেরেছি আমি জানি না, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। শিগগির আসছে গানটি। গানটির বিষয়ে সবকিছু জানানো হবে। সর্বশেষ একটি কথাই বলবো আই লাভ ইউ বস।

 

টুইটারের মালিক এখন বিশ্বের শীর...

টুইটারের মালিক এখন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টুইটারের মালিক হওয়ার পরপরই শীর্ষ কর্মকর্তাদের ছাঁটাই করা শুরু করেছেন ইলন মাস্ক। শুরুতেই টুইটার প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালকে বরখাস্ত করলেন এই ধনকুবের।

সানফ্রান্সিসকোয় টুইটারের সদর দপ্তর ছেড়েছেন পরাগ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবরএক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক। বিশ্বের জনপ্রিয়  সোশ্যাল মিডিয়া কেন কিনলেনএর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন টেসলা সিইও।

এর আগেবৃহস্পতিবার সকালে হঠাৎ সানফ্রান্সিসকোয় টুইটার সদর দপ্তরে হাজির হন ইলন মাস্ক। অদ্ভুতভাবে এসময় তার হাতে ছিল বিশাল একটি সিংক। টুইটারে এর ভিডিও শেয়ার করে তিনি লেখেনটুইটার সদর দপ্তরে ঢুকছি... সেটাকে পুরোপুরি বুঝে নেই!

গত এপ্রিলে  হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। স্প্যাম  ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি টুইটারএমন দাবি করে  জুলাই চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপর মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা করে টুইটার।

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ৩৭ বছর বয়সী জ্যাক ডরসি অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী পদে দায়িত্ব পান ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগারওয়াল। ২০১১ সালে টুইটারে যোগ দিয়েছিলেন পরাগ। এরপর কর্মদক্ষতার বলে প্রতিষ্ঠানটির শীর্ষ পদে উন্নীত হন ২০২১ সালে।

 

টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞ...

টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শুক্রবার (২৮ অক্টোবর) ফলে মধ্যরাত থেকে সাগর নদীতে মাছ শিকারে নামতে পারবেন জেলেরা। এরই মধ্যে সাগরে নামতে সব প্রস্তুতি শেষ করেছেন বরগুনার জেলেরা।

জেলেদের অভিযোগ, দেশের জলসীমায় ভিনদেশি জেলেদের উৎপাতে তারা স্বাচ্ছন্দ্যে মাছ শিকার করতে পারেন না। তবে মৎস্য বিভাগ বলছে, জেলেদের স্বাচ্ছন্দ্যে মাছ শিকারে সব ধরনের পদক্ষেপ নেবে তারা।

খোঁজ নিয়ে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাগর নদীতে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। টানা ২২ দিন পর আবারও নিজ পেশায় ফিরতে পারবেন বলে খুশি জেলেরা। নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থান না থাকায় ধারদেনা করে চালিয়েছেন অনেক জেলে। জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়লে সেই ধারদেনা শোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী তারা।

তবে জেলেদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জেলেদের উৎপাত অত্যাচার। বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করে নিয়ে যায় তারা। তাই অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে নৌবাহিনীর টহল বাড়ানোর জানিয়েছেন জেলেরা।

বিভিন্ন জেলে পাড়া ঘুরে দেখা যায়, জেলেরা সাগরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই এখন ব্যস্ত সময় পার করছেন। কেউ জাল ঠিক করছেন আবার কেউ নৌকা মেরামত করছেন। মধ্যরাত হলেই সাগরে নেমে পড়বেন মাছ ধরার উদ্দেশ্যে।

জেলে রফিক হাওলাদার, মাঝি শহিদুল ফরাজী বারেক মাতুব্বর বলেন, ‘আজ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। রাতেই ইলিশ ধরতে নামতে পারবো। আবারও আমাদের সংসারের চাক ঘুরবে। সাগরে নামতে সবকিছুর প্রস্তুতি শেষ পর্যায়ে।

তারা আরও বলেন, ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে আমাদের ঠিকমতো জাল ফেলতে দেয় না। তাদের কথা না শুনলে ওয়্যারলেসের মাধ্যমে অন্য ট্রলার জড়ো করে আমাদের ওপর হামলা চালায়। তাদের ট্রলার বেশি শক্তিশালী হওয়ায় আমরা পেরে উঠি না। যখন নৌবাহিনী টহল দেয় তখন তারা পালিয়ে যায়। নৌবাহিনী চলে গেলে তারা আবারো এসে মাছ ধরে।

বাংলাদেশ মৎস্যজীবী টলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন,  যেভাবে সুন্দরবন বঙ্গোপসাগর থেকে জলদস্যু নির্মূল করেছে ঠিক সেভাবে ভারতীয় জেলেদের দমন করতে না পারলে জেলেরা না খেয়ে মরবে। বঙ্গোপসাগরের পশ্চিম বয়ার কাছে নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প করলে দেশের জলসীমায় ভারতীয় জেলেরা ঢুকতে পারবে না। তাই সরকারের কাছে যাতে পশ্চিমের বয়ার কাছে নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প করার জোর দাবি জানাই।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, দেশে ইলিশের পরিমাণ বাড়াতে অসাধু জেলেদের আইনের আওতায় আনার পাশাপাশি নিষেধাজ্ঞার সুফলতা সম্পর্কে সচেতনতা বাড়াতেও কাজ করছি। মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে জেলায় ৩৭ হাজার ৭০ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাগরে যাতে জেলেরা নির্বিঘ্নে মাছ শিকার করতে পারে জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। দেশের জলসীমায় ভিনদেশি জেলেদের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।