বিসিসিআই সভাপতির পদ থেকে বিদায় নিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তবে সাবেক ভারতীয় অধিনায়কের দেশটির ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ ছাড়ার পর বন্ধ হয়ে গেছে টালিগঞ্জের একটি সিনেমার শুটিং। আপাতদৃষ্টে সৌরভের ক্রিকেট বোর্ড ছাড়ার সঙ্গে ছবির শুটিংয়ের বন্ধ হওয়ার কোনো সম্পর্ক থাকার কথা না। তারপরও সেটা হয়েছে, কারণ ছবিটির সঙ্গে সৌরভেরও সম্পর্ক আছে।
১৯৯৬ সালে টেস্ট অভিষেকেই লর্ডসে শতরান করেছিলেন সৌরভ। সেই ঘটনাসহ ‘দাদা’র ক্রিকেট জীবনের আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রুপালি পর্দায় আনার পরিকল্পনা করেছিলেন পরিচালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রানা সরকার প্রযোজিত ছবিটির নামও ঠিক হয়েছিল—‘কলকাতা ৯৬’। কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে না ছবিটি।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...