নিজ নিজ সংস্থার ব্যয়ে রাষ্ট্রায়ত্ত সব সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা
হয়েছে,
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালন ও
উন্নয়ন
বাজেটের আওতায়
মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর,
স্বায়ত্তশাসিত/আধা
স্বায়ত্তশাসিত সংস্থা,
পাবলিক
সেক্টর
করপোরেশন এবং
রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের সব
পর্যায়ের কর্মকর্তাদের সব
ধরনের
বিদেশ
ভ্রমণ
পুনরাদেশ না
দেয়া
পর্যন্ত বন্ধ
থাকবে।
এছাড়া
স্বায়ত্তশাসিত ও
আধা
স্বায়ত্তশাসিত সংস্থা,
পাবলিক
সেক্টর
করপোরেশন এবং
রাষ্ট্রায়ত্ত কোম্পানির নিজস্ব
অর্থায়নেও সব
বিদেশ
ভ্রমণ
বন্ধ
থাকবে।
তবে
বৈদেশিক সরকার/প্রতিষ্ঠান/উন্নয়ন সহযোগী/বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়নে প্রদত্ত স্কলারশিপ/ফেলোশিপের আওতাধীন মাস্টার্স ও
পিএইচডি কোর্সে
অধ্যায়ন এবং
বৈদেশিক সরকার/
প্রতিষ্ঠান/উন্নয়ন
সহযোগির আমন্ত্রণে ও
সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত
বিশেষায়িত/ পেশাগত
প্রশিক্ষণ/সেমিনারে অংশগ্রহণ করা
যাবে।
বৈশ্বিক সংকট
এবং
দেশে
ডলার
সংকটের
কারণে
সরকার
বৈদেশিক মুদ্রা
রিজার্ভের ওপর
চাপ
কমানোর
পরিকল্পনা করছে।
এ
পরিকল্পনার অংশ
হিসেবেই সিদ্ধান্তটি নেয়া
হলো।
সরকার
এর
আগে
করোনা
মহামারি-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারকালে বিদেশ
ভ্রমণে
নিষেধাজ্ঞা দিয়েছিল।
মে
মাসে
জারি
করা
এক
নির্দেশনায় অর্থ
মন্ত্রণালয় সরকারি,
আধা
সরকারি
ও
স্বায়ত্তশাসিত সব
সংস্থাসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক
ও
আর্থিক
প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ
ভ্রমণ
বন্ধ
রাখার
ঘোষণা
দেয়।
সে
সময়েও
এসব
সংস্থার নিজ
খরচায়
সব
ধরনের
বিদেশ
সফর
বাতিল
করার
নির্দেশ দেয়া
হয়।
শরীফুল রাজকে ঘিরে পরীমনি ও মিমের ‘জটিলতা’ বাড়ছেই। বৃহস্পতিবার রাতে আবারও মিমকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সেখানে তিনি আবারও দাবি করেছেন, মিমের কারণে রাজের সঙ্গে তাঁর সংসারে সমস্যা হচ্ছে। তাঁর অভিযোগ, মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে। যে কারণে তাঁদের সংসারে টানাপোড়েন চলছে।
বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরীমনির স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন দাবি পরীমনি আগেও করেছিলেন। এর আগে ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরা নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি। গত বুধবার গভীর রাতে মিমকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দেন।
ফেসবুকে পরীমনির এমন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর মিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের অবস্থান পরিষ্কার করেন। তবে সেই পোস্টে পরীমনি ও রাজ কারোরই নাম নেননি তিনি।
স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, ‘“পরাণ” রিলিজের পর সবখানে আমি বলে আসছি, রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটা তোমরাও চাও।’ পরীমনি জানান, তিনিই পরিচালক আবু রায়হান জুয়েলকে পরামর্শ দিয়েছেন রাজ আর মিমকে জুটি করে তাঁর আগামী ছবির কাজ করতে।
চলচ্চিত্রের পর্দায় মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক সবাই দেখেছেন। ‘পরাণ’ ও ‘দামাল’-এ তাঁদের জুটি দর্শকেরা গ্রহণও করেছেন। পর্দায় এই জুটির সাফল্যের গল্প চলছিল যখন, ঠিক তখনই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে অভিযোগ তোলেন পরীমনি।
জনপ্রিয় নায়ক শাকিব খানের পুবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শাকিবের পুবাইলের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানালেন বাড়িটির তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম।
শরীফুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে হঠাৎ হানা দেন কয়েকজন। পরে স্থানীয় লোকজন পুবাইল থানায় খবর দেন। এ বিষয়ে জানতে চাইলে রাত দুইটার সময় পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ খবর পেয়েই দুর্বৃত্তদের হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত কিছুই জানতে পারিনি। আমরা ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি।’
বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি মান্নাতের সঙ্গে মিল রেখে শাকিব তাঁর পুবাইলের বিলাসবহুল শুটিং বাড়িটির নাম রেখেছেন ‘জান্নাত’। কয়েক বছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। ওই শুটিং বাড়িতে মূল্যবান আসবাব, এসি, জেনারেটরও রয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে ‘স্বাধীন বাংলা ফুটবল দল’-এর নাম। একাত্তরে ভারতের বিভিন্ন এলাকায় ফুটবল ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করত দলটি। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত হয় রায়হান রাফির সিনেমা ‘দামাল’। গত ২৮ অক্টোবর দেশে মুক্তি পেয়েছে ছবিটি। এবার ‘দামাল’ দেখতে পাবেন যুক্তরাষ্ট্রপ্রবাসীরাও। ১৮ নভেম্বর ছবিটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে।
বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউড, সান ফ্রান্সিসকো, টেক্সাসের ডালাস, হিউস্টোন, বাল্টিমোর, শিকাগো, অরল্যান্ডো, মিয়ামি, ডেট্রয়েট, রেনো, পোর্টল্যান্ড, বোস্টনসহ ১৫টি শহরে ছবিটি মুক্তি দেওয়া হবে।
এরপর আগামী ২ ডিসেম্বর রিগ্যাল, হারকিনস, সিনেমার্কের ৫০টি থিয়েটারে মুক্তি দেওয়া হবে ‘দামাল’। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
‘দামাল’–এর গল্প লিখেছেন শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে ফুটবল ও প্রেমকে উপজীব্য করে গল্পটি লিখেছেন তিনি। ‘দামাল’ পরিচালনা করেন বর্তমানের আলোচিত নির্মাতা রায়হান রাফি।
পরিচালনার পাশাপাশি নাজিম উদ দৌলার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন রাফি। ২০২০ সালে করোনার মধ্যে ছবিটির শুটিং শুরু হয়। ফ্রেমে একাত্তরের আবহ তুলে আনতে সৈয়দপুরে ছবির দৃশ্যধারণ করা হয়।
বাংলাদেশে ২২টি হলে মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত ‘দামাল’। দ্বিতীয় সপ্তাহে আরও ২টি হল বেড়ে ‘দামাল’–এর হলসংখ্যা হয় ২৪। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, পূজা, সামিয়া অথৈ প্রমুখ।
অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে কয়েকমাস ধরে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের প্রেমের গুঞ্জন। তবে এ নিয়ে কখনো মুখ খোলেননি সারা ও শুভমান।
তবে এবার এক শোতে হাজির হয়ে সারার সঙ্গে ডেট করা নিয়ে মুখ খুলেছেন ক্রিকেটার শুভমান।
পাঞ্জাবি চ্যাট শো ‘দিল দিয়া গলা’তে নতুন সিজনে অতিথি শুভমান গিল। অনুষ্ঠানে সঞ্চালক সোনম বাজওয়া। তিনি শুভমানকে প্রশ্ন করেন- বলিউডের সবচেয়ে ফিট অভিনেত্রীকে কে?
শুভমানের দ্রুত ও সাফ জবাব সারা আলি খান। এরপর সঞ্চালক জানতে চান শুভমান সারা আলি খানের সঙ্গে ডেট করছেন কি না? এবার কিছুটা ধোয়াশা রেখে উত্তর দেন শুভমান। বলেন, ‘হয়তো হ্যাঁ অথবা না।’
তখন সঞ্চালক বলে উঠেন, দয়া করে সত্যিটা বলুন। শুভমানও জোরগলায় বলেন, ‘আমি সত্যিই বলছি। হয়তো ডেট করছি...।’
চলতি বছরের আগস্ট থেকে সারা আলি খানের সঙ্গে শুভমানের প্রেমের গুঞ্জন ছড়ায়। রেস্টুরেন্টে একসঙ্গে ক্যামেরায় ধরাও পড়েন এ জুটি।
এর আগে শুভমানের নাম জড়িয়েছিল সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে। তবে সেই সম্পর্ক বিচ্ছেদ হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। এরপর বলিউড অভিনেত্রী সারার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শুভমান।
দেশের বাইরে বেশ কয়েকটি উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘রিকশা গার্ল’একাধিক পুরস্কার পেয়েছে। এবার নতুন স্বীকৃতির খবর এসেছে যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে। অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’ শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে সেরার খেতাব জিতে নিয়েছে। উৎসবের ৩৯তম আসরের ‘বেস্ট অব ফেস্ট’ পুরস্কার পেয়েছে বাংলাদেশি নির্মাতার এ ছবি।
দুটি বিভাগে আয়োজিত হয় ‘শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল’; এগুলো হলো ৮ থেকে ১০ ও ১১ থেকে ১৪ বছর। এর মধ্যে দ্বিতীয় বিভাগে অংশ নেয় ‘রিকশা গার্ল’।
জানা যায়, এবারের এ উৎসবে ৫৪ দেশের ৩০৪টি চলচ্চিত্র অংশ নিয়েছে। এর মধ্যে জুরিবোর্ডের বিচারে ৬৫টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। এসব পুরস্কারের মধ্যে সবার ওপরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘রিকশা গার্ল’।
খবরটি নিশ্চিত করে অমিতাভ রেজা বললেন, ‘অনেকে হয়তো জানেন না, রিকশা গার্ল বাচ্চাদের সিনেমা। এ পর্যন্ত আমাদের ঝুলিতে যত পুরস্কার এসেছে, এর সবই শিশু চলচ্চিত্র উৎসব থেকে। এর মধ্যে জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ব্রাসেলস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কার পেয়েছি। ছবিটি মূলত ১০ থেকে ২০ বছর বয়সীদের জন্য বানানো। যাহোক, এবারও উৎসব থেকে সেরার পুরস্কার পেলাম। গত শনিবার সকালেই খবরটি জানতে পেরে ভীষণ ভালো লেগেছে।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ ছবিটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশে এখনো মুক্তির অপেক্ষায় থাকা ‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র। অমিতাভ রেজা জানান, শুধু চলচ্চিত্র উৎসব নয়, ছবিটিকে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দিতে চান। প্রস্তুতিও শুরু করেছেন। নির্মাতা বলেন, ‘চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে, ছবিটির ইংরেজি ভার্সন। আর দেশের জন্য তৈরি করেছি বাংলায়। এর মধ্যে সেটির কাজও একেবারে শেষ। আগামী বছরের প্রথম দিকে ছবিটি দেশের মানুষকে দেখাতে চাই।’
‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অমিতাভ রেজা। এই পরিচালকের ‘রিকশা গার্ল’ নির্মিত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য অবলম্বনে। ‘নাইমা’ নামের এক কিশোরীর জীবনযুদ্ধকে ঘিরে আবর্তিত হয়েছে এ ছবির গল্প। শিল্পী নভেরা রহমান সিনেমাতে ‘নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজকেরা হলেন জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর ও এরিক জে অ্যাডামস।
বলিউড তারকা নোরা ফতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে। ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক তথ্যচিত্রটি তৈরি হবে উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে। কিন্তু সোমবার জানা গেছে, ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একটি শোতে অংশ নেবেন নোরা ফতেহি।
‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড’ নামের ওই অনুষ্ঠানে তিন ধরনের টিকিটমূল্য ধার্য করা হয়েছে। এর মধ্যে ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা গেছে, তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে ১৮ নভেম্বর নোরা ফতেহি ঢাকায় অবস্থান করতে পারবেন। প্রজ্ঞাপনের শর্তে আরও বলা হয়, শুটিংয়ের বাইরে নোরা ফতেহি আর কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এমনকি ওই তথ্যচিত্র নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে।
নোরা ফতেহিকে বাংলাদেশে আনছে আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন। প্রতিষ্ঠানের সভাপতি ইশরাত জাহানের সঙ্গে টিকিট বিক্রির ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার মুঠোফোনে সরাসরি ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। খুদেবার্তাও পাঠানো হয়। এমনকি টিকিট বিক্রির একটি পোস্টারের স্থিরচিত্রও পাঠানো হয়। কিন্তু রাত সোয়া নয়টা পর্যন্ত তাঁর সঙ্গে ফোনে কথা বলা সম্ভব হয়নি।
এদিকে বলিউড অভিনেত্রী নোরা ফতেহির কাছ থেকে আয়কর আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য নোরা ফতেহি সম্মানী বাবদ যত অর্থ পাবেন, তার ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে। এনবিআর থেকে বিষয়টি অবহিত করে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে সোমবার চিঠি দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককেও চিঠি দিয়েছে এনবিআর। তাঁদের কাছে নোরা ফতেহি সঠিকভাবে আয়কর দিয়েছেন কি না, তা নিশ্চিত করার অনুরোধ করেছেন এনবিআরের সদস্য শাহীন আক্তার। এ ছাড়া ওই অনুষ্ঠানে নোরার সঙ্গী অন্য কলাকুশলীদের কাছ থেকে আয়কর আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনবিআরের চিঠির ভাষ্য অনুযায়ী, বিদেশি অভিনেতা ও অভিনেত্রীদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছ থেকে বাংলাদেশে আসার অনুমতি বা ওয়ার্ক পারমিট নিতে হয়।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এনবিআর জানতে পেরেছে, উইমেন লিডারশিপ করপোরেশনের ব্যবস্থাপনায় ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলনকেন্দ্রে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশগ্রহণের জন্য নোরা ফতেহিকে বাংলাদেশে আনার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যেকোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অন্যান্য খরচ, যেমন বিমানভাড়া, অন্যান্য যাতায়াত খরচ, থাকা-খাওয়ার খরচসহ সব ধরনের খরচের পরিশোধিত অর্থের ওপর ৩০ শতাংশ হারে আয়কর আরোপিত হবে।
‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও নোরা ফতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস-৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া।
মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন।