শরীফুল রাজকে ঘিরে পরীমনি ও মিমের ‘জটিলতা’ বাড়ছেই। বৃহস্পতিবার রাতে আবারও মিমকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সেখানে তিনি আবারও দাবি করেছেন, মিমের কারণে রাজের সঙ্গে তাঁর সংসারে সমস্যা হচ্ছে। তাঁর অভিযোগ, মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে। যে কারণে তাঁদের সংসারে টানাপোড়েন চলছে।
বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরীমনির স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন দাবি পরীমনি আগেও করেছিলেন। এর আগে ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরা নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি। গত বুধবার গভীর রাতে মিমকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দেন।
ফেসবুকে পরীমনির এমন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর মিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের অবস্থান পরিষ্কার করেন। তবে সেই পোস্টে পরীমনি ও রাজ কারোরই নাম নেননি তিনি।
স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, ‘“পরাণ” রিলিজের পর সবখানে আমি বলে আসছি, রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটা তোমরাও চাও।’ পরীমনি জানান, তিনিই পরিচালক আবু রায়হান জুয়েলকে পরামর্শ দিয়েছেন রাজ আর মিমকে জুটি করে তাঁর আগামী ছবির কাজ করতে।
চলচ্চিত্রের পর্দায় মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক সবাই দেখেছেন। ‘পরাণ’ ও ‘দামাল’-এ তাঁদের জুটি দর্শকেরা গ্রহণও করেছেন। পর্দায় এই জুটির সাফল্যের গল্প চলছিল যখন, ঠিক তখনই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে অভিযোগ তোলেন পরীমনি।
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...