logo
Breaking News
মোশাররফ করিম অভিনীত সিনেমা “দা...

মোশাররফ করিম অভিনেতা হিসেবে জলের মতন। সবখানে সব চরিত্রে তিনি নিজেকে মানিয়ে নেন বিস্ময় জাগিয়ে। মঞ্চ, নাটক, সিনেমা, বিজ্ঞাপন পেরিয়ে এই অভিনেতা এখন কাজ করছেন দেশ-বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে।

সেই ধারাবাহিকতায় মোশাররফ করিমের ওটিটি সিনেমাদাগ এটি নির্মাণ করেছেন দেশের অন্যতম প্রশংসিত নির্মাতা সঞ্জয় সমদ্দার। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।

দাগ’-এর গল্প প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই সেটি মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনও এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি! সেই মুছতে না পারা দাগগুলো নিয়েই এই সিনেমা।

সঞ্জয়ের সঙ্গে এই গল্পে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘গল্পটা দর্শক খুব ভিন্নভাবে দেখতে পাবে। সেই সাথে আমাকেও ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে। নির্মাতাকে ধন্যবাদ এমন একটা গল্পের সঙ্গে আমাকে  রাখার জন্য। সেই সাথে ধন্যবাদ এই কাজের সঙ্গে জড়িত সকলকে।

এদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দারদাগপ্রসঙ্গে বলেন, ‘‘আমার জন্য অসাধারণ একটা জার্নির গল্পদাগ গল্পটাকে প্রোপার একটা রূপ দেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। আর যে রকম গল্পে আমরা কাজ করেছি এরকম গল্প আগে কখনও নির্মাণ হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না।’’

নির্মাতা জানান, এই গল্পে দাগ বলতে শরীরের কোনওস্পটকে বুঝানো হয়নি। এখানে সমাজের বাধাগুলোকে বোঝানোর চেষ্টা ছিলো।

দাগসিনেমায় মোশাররফ করিমের সাথে পর্দায় দেখা যাবে আয়েশা খান, নিশাত প্রিয়ম, সোমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ।

শিগগিরই দাগ মুক্তি পাবে যে কোনও একটি ওটিটি প্ল্যাটফর্মে।

 

দীপাবলি লুকে আনুশকা

 ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের নাম ভূমিকায় অভিনয় করছেন আনুশকা শর্মাএটি পুরোনো খবর। নতুন খবর হলো, ছবিটির শুটিং করতে অভিনেত্রী এখন আছেন কলকাতায়। আজ সোমবার দীপাবলির রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন তিনটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। পোস্ট করার পর থেকেই ভাইরাল হয়েছে ছবিগুলো। পাঠকদের জন্য রইল সেসব ছবি।

২০১৮ সালের ডিসেম্বরে আনুশকা অভিনীত সর্বশেষ ছবি ‘জিরো’ মুক্তি পেয়েছে। এরপর বিয়ে, মাতৃত্বকালীন বিরতি মিলিয়ে অনেক দিন পর্দায় নেই অভিনেত্রী। ‘চাকদা এক্সপ্রেস’ দিয়ে অভিনয়ে ফিরছেন 

প্রসিত রায় পরিচালিত ‘চাকদা এক্সপ্রেস’ ছবিটির জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছেন আনুশকা

পেস বোলারদের মতো হয়ে উঠতে ভারত ও যুক্তরাজ্যে নিবিড় অনুশীলন করেছেন তিনি। ছবিটি নিয়ে আগে দেওয়া এক সাক্ষাৎকারে আনুশকা বলেছিলেন, ‘ছবিটির চিত্রনাট্য দুর্দান্ত। নারী ক্রিকেট নিয়ে এটা আমার চোখ খুলে দিয়েছে। আমি নিশ্চিত, দর্শকেরও এটা ভালো লাগবে।’

 

পোশাকের সাথে কেমন মানসই নথ পরব...

রুপের সৌন্দর্য বৃদ্ধিতে সবাই একটু বেশিই নজর দিয়ে থাকেন।গড়ন যেমনই হোক, ঠিকঠাক পরতে পারলে সব নাকেই কিন্তু নথ মানিয়ে যায়। একটা সময় ছিল শুধু শাড়ি বা লেহেঙ্গার সঙ্গেই পরা হতো নথ। তবে এখন সালোয়ার-কামিজ, কুর্তি, এমনকি পশ্চিমা পোশাকের সঙ্গেও অনায়াসে পরা যাচ্ছে নথ।

ছোট থেকে শুরু করে মাঝারি, বড়, গোলাকৃতিচলতি ফ্যাশনে সব ধরনের নথের নকশাই দেখা যায়। কাঠ, তামা, পিতলের ওপর কখনো খোদাই করে, আবার কখনো হাতে আঁকা নকশায় রাঙানো হচ্ছে নথ।

কী পোশাক পরছেন, তার সঙ্গে মানিয়ে নথ নির্বাচন করাটা জরুরি। শাড়ির সঙ্গে রিং বা গোলাকৃতির টানা নথ ভালো দেখাবে।

 

পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গেও মেয়েরা এখন হরহামেশাই পরছেন নথ। 

নথই আবার কিন্তু পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে মানাবে না। শার্ট, টি-শার্ট, জিনস, স্কার্ট-টপের মতো পশ্চিমা পোশাকের সঙ্গে টিপ-নথ ভালো দেখাবে। এদিকে গোলাকৃতি গড়নের চেহারায় সব সময় পরার জন্য একটু মোটা নথ ব্যবহার করা যেতে পারে। পান পাতা আকৃতির মুখের গড়নে স্বাভাবিক নথ পরা যাবে। কেবল একপাশে নয়, নাকের নিচের দিকে পরার জন্যও নথ রয়েছে। সব সময় ব্যবহারের জন্য চাইলে এগুলো বেছে নিতে পারেন। এতে চেহারায় বাড়তি সৌন্দর্য যোগ হবে,

 

যে স্টাইলের নথই পরুন না কেন তা যেখানে যাচ্ছেন সেই পরিবেশের সঙ্গে খাপ খায় কিনা সেদিকে খেয়াল রাখা জরুরি।

এদিকে রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বললেন, নাকের সঙ্গে মেশানো মহারাষ্ট্রীয় অলংকার স্টাইলের লম্বাটে কিছু নথও এখন পাওয়া যায়। সেগুলোও বিশেষ উৎসব-অনুষ্ঠানে শাড়ি, সালোয়ার কামিজ বা লেহেঙ্গার মতো পোশাকের সঙ্গে পরলে ভালো দেখাবে। তবে যে স্টাইলের নথই পরুন না কেন, সেটি যেন আপনার চেহারা পোশাকের সঙ্গে মানানসই হয় এবং যেখানে যাচ্ছেন, সেই পরিবেশের সঙ্গে খাপ খায়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

 

একসঙ্গে ভিকি-ক্যাটরিনার প্রথম...

বলিউড খ্যাত অভিনেত্রী যার নাম অভিনয় জগতের প্রথম সারিতে লিখতে হয় সে আর কেউ নয় ক্যাটরিনা কাইফ।গত বছর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ। এরই মধ্যে নবদম্পতির প্রেমোদ ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বছর না ঘুরতেই গুঞ্জন উঠেছে ক্যাটের মা হওয়ার। এবার প্রথমবার একসঙ্গে দীপাবলি উদযাপন করলেনভি-ক্যাট দুর্গাপূজার পর আরও একটি উৎসবের আমেজ ছুঁয়ে গেল তারকা দম্পতিকে।

গত সোমবার জুহুর সমুদ্রমুখী আবাসনে ভিকি-ক্যাটের ঘরে ছিল লক্ষ্মীপূজার আয়োজন। স্ত্রীকে এক হাতে জড়িয়ে ঈশ্বরের সামনে প্রার্থনারত ভিকির ছবি এরই মধ্যে ঘুরছে নেট দুনিয়ায়।

ছবিতে দেখা যায়, সাদা পাজামা-পাঞ্জাবি পরেছেন ভিকি আর ক্যাটের পরনে ছিল সাদা কামিজ, মাথা ঢাকা ছিল হলুদ ওড়নায়।

এরকম ছবি পোস্ট করে স্ত্রীর উদ্দেশে ভিকি লিখেছেন, ‘আমার ঘরের লক্ষ্মী আরও লিখেছেন, ঘরের লক্ষ্মীর সঙ্গে লক্ষ্মীপূজা সারা হলো। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে শুভ দীপাবলির শুভেচ্ছা।

এদিকে পোস্ট করা ভিকি-ক্যাটের দীপাবলির ছবিতে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত থেকে শুরু করে বলিউড তারকারাও। ভূমি পেড়নেকার, মুকেশ ছাবড়া, নিমরত কৌরসহ আরও অনেকেই দম্পতিকে ভালোবাসায় জড়িয়েছেন।

ক্যাটরিনা ভিডি পরস্পরের প্রতি যে খুবই শ্রদ্ধাশীল সেটা বিভিন্ন সময়ে তাদের কথায়ই স্পষ্ট। ভিকি যেমন মনে করেন- ক্যাটরিনাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া তার পরম সৌভাগ্য, ক্যাটরিনার চোখেও ভিকির মতো মানুষ পাওয়া ভার। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে বেশিরভাগ সময়ই জুটিকে একসঙ্গে দেখা যায়নি।

আগামী নভেম্বর মুক্তি পাচ্ছে ক্যাটরিনা এবং সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীতফোন ভূতসিনেমা। বলিউডের নতুন হরর কমেডি সিনেমাফোন ভূতএর ট্রেলার এরই মধ্যে সাড়া ফেলেছে। ছবিতে সুন্দরী ভূতের চরিত্রে ধরা দিয়েছেন ক্যাটরিনা। আছেন ইশান খাট্টার সিদ্ধান্ত চতুর্বেদীও। ছবির প্রচারণা নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্যাট।

একই সময়ে ভিকির হাতেও রয়েছে একাধিক সিনেমা। আসছে নতুন বছরে তার অভিনীতসাম বাহাদুরছবিটি মুক্তির কথা রয়েছে।

 

শততম পর্বে ধারাবাহিক নাটক “নিহ...

অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনীত ধারাবাহিক নাটকনিহার বানু১০০তম পর্বে পদার্পণ করেছে। এরই মধ্যেই নাটকটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।

ফজলুর রহমান বাবু অভিনীতনিহার বানুধারাবাহিকটি প্রযোজনা করেছেন আবু নওশের। এটি রচনা পরিচালনা করেছেন শাহ আলমগীর। নাকটির শততম পর্ব উপলক্ষে বাংলাদেশ বেতারে গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে একটি বিশেষ অনুষ্ঠানও প্রচার হয়েছে।

 নিহার বানুনাটকটি সম্পর্কে ফজলুর রহমান বাবু বলেন, ‘একটি নাটক শততম পর্ব প্রচার হওয়া সত্যি আনন্দের ব্যাপার। এই নাটকে অভিনয় করে আমার বেশ ভালো লেগেছে। একটি সুখী পরিবার গঠন পরিবার মানুষের সুস্বাস্থ্য বজার রাখার বিভিন্ন বিষয়ে দেশের সাধারণ মানুষের কাছে তুলে ধার এই নাটকের মূল উদ্দেশ্য। আমি আশা করছি এই নাটকটির মাধ্যমে দেশের মানুষ আরও বেশি সচেতন হবে।

ফজলুর রহমান বাবু প্রসঙ্গে বলেন, ‘আমি এখনও বেতার নাটকে বেশ আনন্দ নিয়ে অভিনয় করি। ভালো সাড়াও পাই। এতে আমি নিহার বানুর বাবা মতির চরিত্রে অভিনয় করেছি। নাটকটি শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা লাভ করেছে।

 

আজ দুই কিংবদন্তির জন্মদিন!

মানবজীবনের প্রতিটা কাজই একটা ইতিহাসকে স্বাক্ষী করে রাখতে পারে।আর এই অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের জীবনের একটা অঙ্গ। আমার যা কিছু ভবিষৎ এর জন্য রেখে যাবো তার প্রতিটাই ইতিহাস স্বরুপ। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে।

২৬ অক্টোবর ২০২২, বুধবার। ১০ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ

এ কে ফজলুল হক

যার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্ম। আদি নিবাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা এবংহক সাহেবনামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। ১৯৬২ সালের ২৭ এপ্রিল মারা যান।

মোহিতলাল মজুমদার

১৮৮৮ সালের ২৬ অক্টোবর অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া মহকুমার অন্তর্গত বলাগড় গ্রামে জন্ম। চার-পাঁচ বছর বয়সে কাশীরাম দাসের মহাভারতের সঙ্গে পরিচিত হন। নয় বছর বয়সে রোমান্স পাঠে আগ্রহ জন্মায়। বারো-তেরো বছর বয়সে পলাশীর যুদ্ধ এবং মেঘনাদ বধ কাব্য পড়ে শেষ করেন। মানসী পত্রিকাতে সাহিত্যজীবনের সূত্রপাত হয়। সৃজনধর্মী সাহিত্য সমালোচক প্রবন্ধকাররূপে বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেন। তিনি একজন নিপুণ শব্দ সচেতন কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতেই তার কাব্য আপন বৈশিষ্ট্যে প্রোজ্জ্বল হয়ে উঠেছিল। শনিবারের চিঠির নিয়মিত লেখক ছিলেন তিনি। মাঝে মাঝেকৃত্তিবাস ওঝা’, ‘চামারখায়-আম’, ‘সব্যসাচী’, ‘সত্যসুন্দর দাসছদ্মনামে লিখতেন। তার উল্লেখযোগ্য রচনাবলি-দেবেন্দ্র-মঙ্গল, স্বপন-পসারী, বিস্মরণী, আধুনিক বাংলা সাহিত্য, কাব্য মঞ্জুষা ইত্যাদি। 

লো প্রেশার যা করনীয়!

মানব জীবনের জন্য রক্তচাপ বেড়ে কিংবা হঠাৎ করেই কমে যাওয়া স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলে। কারণে রক্তচাপ স্বাভাবিক রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সাধারণত প্রেশার বেশি থাকার সমস্যাই দেখা যায়।

তবে কারও কারও ক্ষেত্রে লো প্রেশারও মারাত্মক বিপদের কারণ হতে পারে। যেমন-মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতোও সমস্যা হতে পারে।

হঠাৎ ধরনের উপসর্গ দেখলে সাবধান হতে হবে। সময় ঘাবড়ে না গিয়ে বরং কীভাবে এর সমাধান করবেন তা জানতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক নিজের ক্ষেত্রে কিংবা অন্যদের প্রেশার বেড়ে গেলে তাৎক্ষণিক কী করণীয়-

লবণ পানি পান করুন

লবণ দ্রুত ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে থাকে। তাই যদি কখনো মনে করেন যে আপনার প্রেশার লো হয়েছে, তাহলে দ্রুত লবণ পানি পান করুন।

খালিপেটে থাকলে খেয়ে নিন

কেউ যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন, সেক্ষেত্রেও কমে যেতে পারে প্রেশার। বিশেষ করে যারা ইন্টারমিটিং ফাস্টিং করেন বা রোজা রাখেন তখন সমস্যা বেশি দেখা দেয়। এমন ক্ষেত্রে দ্রুত খাবার খেয়ে নিন।

ওরস্যালাইন পান করুন

শরীরে ইলোকট্রোলাইট ব্যালান্স ঠিক না থাকলে কমতে পারে ব্লাড প্রেশার। সাধারণত ডায়রিয়া বমি হলে সমস্যা দেখা দেয়। এমন অবস্থাতেও ওআরএস খুবই কার্যকরী।

ডাবের পানি পান করুন

হাতের কাছে ডাবের পানি থাকলে প্রেশার লো হলে দ্রুত খেয়ে নিন। এতে থাকা পুষ্টি উপাদান প্রেশার স্বাভাবিক করবে মুহূর্তেই।

চকলেট খেতে পারেন

এক টুকরো চকলেটও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারে। কারণ এর মধ্যে ফ্ল্যাভানয়েড নামক এক ধরনের উপাদান থাকে। যা মুহূর্তেই বাড়াতে পারে প্রেশার।

লো প্রেশারের সমস্যার সমাধানে তাৎক্ষণিক এই খাবারগুলোতে স্বস্তি মিলতে পারে। তবে দীর্ঘদিন ধরে লো প্রেশারের সমস্যায় ভুগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

 

প্রেমের গুঞ্জন সরি ময়না পাখি ট...

 কিছুদিন ধরে প্রেমের গুঞ্জন চলছে পরিচালক রায়হান রাফি চিত্রনায়িকা তমা মির্জার। এই গুঞ্জন নিয়ে কেউই সরাসরি মুখ খুলছেন না। কেউ বলছেনউই আর জাস্ট ফ্রেন্ড’—এর চেয়ে একটু বেশি, অন্যজন বলছেন, একই বয়সের হওয়ায় বন্ধুত্ব জমে উঠেছে। তবে মুখ না খুলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পোস্ট দেখে ধরে নেওয়া যায়, ‘জাস্ট ফ্রেন্ডথেকে তাঁদের সম্পর্ক হয়তোজাস্ট গার্লফ্রেন্ডবাজাস্ট বয়ফ্রেন্ড’- রূপ নিয়েছে।

হলিউড, বলিউড বা ঢালিউডসহ যে ইন্ডাস্ট্রির কথাই বলি না কেন, পরিচালক আর নায়িকার প্রেম নতুন কিছু নয়। এমনকি এই প্রেম বিয়ে নিয়ে লুকোচুরিও সব ইন্ডাস্ট্রিতে বিদ্যমান। পরিচালক নায়িকাকে বিয়ে করেছেন এমন অনেক ঘটনা ঢালিউডেও রয়েছে। এবার আলোচনা এসেছে ঢালিউডের পরাণ খ্যাত তরুণ নির্মাতা রায়হান রাফি চিত্রনায়িকা তমা মির্জা। গত রাতে রায়হান রাফি ফেসবুকে লিখেছেন, সরি ময়না পাখি টি এম। এটি তমা মির্জার নামের সংক্ষিপ্ত রূপ। সেটা বোঝা যায় রাফির পোস্টে তমার মন্তব্য দেখে। তমা লিখেছেন, ওকে, এত্তগুলো লাভ... শুধু তা নয়, পরে তমা মির্জা রঙিন সাদা ভালোবাসার ইমোজি ব্যবহার করে একসঙ্গে ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে রায়হান রাফি মন্তব্য করেছেন, কী কিউট ছেলেটা। তার প্রতি উত্তরে তমা মির্জা লিখেছেন, সোনা পাখি।রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্ম। পরে আবার তাঁদের দেখা যায়, নম্বর ফ্লোর-এ। একটি সূত্র জানায়, একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেটাই এখন প্রেমে রূপ নিয়েছে।

গত জুন ছিল তমা মির্জার জন্মদিন। বিশেষ এই দিনের প্রথম প্রহরেই একসঙ্গে কেক কাটেন তাঁরা। সেই সময় কেক খাইয়ে দেওয়ার ছবিসহ বেশ কিছু রোমান্টিক ছবি একটি ভিডিও ফেসবুকে দেখা যায়। সেদিন রাফি তমার উদ্দেশ্যে লিখেছিলেন, আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে বলছি, তোমার এই বিশেষ দিনটি সুখের হোক। আনন্দময় হোক পুরো বছর। শুভ জন্মদিন।

তারপর থেকে একাধিকবার তাদের সহকর্মী বন্ধুদের ব্যক্তিগত ঘরোয়া আয়োজনে দেখা গেছে। তবে রাফি এই সম্পর্ক নিয়ে এর আগে গণমাধ্যমে বলেছিলেন, না না আমাদের মধ্যে কিছু নেই। তবে উই আর জাস্ট ফ্রেন্ড সেটাও বলছি না। এখানে জাস্ট শব্দটিকে আমি নিচ্ছি না। আমরা আসলে ভালো বন্ধু। দেখা যাক, সময় আমাদের কোনদিকে নিয়ে যায়। বর্তমান রায়হান রাফি তার পরিচালিত দামাল সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি ২৮ অক্টোবর মুক্তি পাবে।