জয়া আহসান মানেই অভিনয়
জগতে ব্যতিক্রম কিছু ।দুই বাংলায় যার জনপ্রিয়তা
অপরিসীম।বিউটি সার্কাস ছবিটি আজ শুক্রবার দেশের ১৯ সিনেমা হলে মুক্তি পেয়েছে।দেশের মাটিতে মুক্তির প্রথম শোতেই রাজধানীর সিনেপ্লেক্সে ছবিটি দেখতে হাজির হন জয়া আহসান। নিজেই অবাক হয়েছেন ছবিতে ঝুঁকিপূর্ণ অভিনয় দেখে ।
জয়া আহসান বলেন, এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যে আমি শুটিং করেছিলাম? তবে ছবিটি দেখার পর আমার কষ্ট সার্থক হয়েছে।
গত ছয় বছর আগে এই ছবিটির শুটিং শুরু করেছিলেন জয়া। নানা জঠিলতার কারণে ছবিটির শেষ করতে দেরি হয় নির্মাতা মাহমুদ দিদারের। ছবিটি অবশেষে আজ শুক্রবার মুক্তি পেয়েছে ।
মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। দেড় বছর পর দেশের পর্দায় ফিরছেন সরকারি অনুদানে নির্মিত এই ছবির মধ্য দিয়ে।
এছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু,তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, প্রমুখ।
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
ব্যক্তিত্ব
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
ব্যক্তিত্ব
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...