ডাক
ও
টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার
বলেছেন,
ডিজিটাল দক্ষতা
অর্জন
করা
ছাড়া
বর্তমান পৃথিবীতে শত
চেষ্টা
করেও
উন্নত
জীবন
তৈরি
করা
সম্ভব
হবে
না।
ডিজিটাল যুগের
চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ
মানবসম্পদ তৈরিতে
প্রচলিত শিক্ষাকে ডিজিটাল শিক্ষায় রূপান্তর করা
অপরিহার্য। শিক্ষার্থীসহ নতুন
প্রজন্মকে ডিজিটাল দক্ষতা
অর্জনের মাধ্যমে পঞ্চম
শিল্পবিপ্লবের জন্য
প্রস্তুতি নেওয়ার
আহ্বান
জানান
মন্ত্রী।
গত সোমবার
(২১
নভেম্বর) ঢাকায়
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে
প্রতিষ্ঠানের পক্ষ
থেকে
ল্যাপটপ বিতরণ
অনুষ্ঠানে প্রধান
অতিথির
বক্তৃতায় এ
আহ্বান
জানান
তিনি।
ডাক
ও
টেলিযোগাযোগাযোগ মন্ত্রী মিশ্র
শিক্ষা
পদ্ধতিকে করোনা
পরবর্তী সময়ের
এক্সারসাইজ উল্লেখ
করে
বলেন,
‘অনলাইন
শিক্ষা
প্রসারিত না
হলে
দুর্যোগে বিপদ
অনিবার্য। বাংলাদেশ করোনাকালে শিক্ষাসহ জীবনযাত্রা সচল
রাখতে
যে
সফলতা
দেখিয়েছে, তা
উন্নত
দেশেও
করতে
পারেনি। এটাই
ডিজিটাল বাংলাদেশের ফসল।’
মন্ত্রী শিক্ষার ডিজিটাল রূপান্তরে ড্যাফোডিলের ভূমিকার প্রশংসা করেন
এবং
অন্যরাও ডেফডিলের পথে
এগিয়ে
আসবে
বলে
আশা
প্রকাশ
করেন।
ড্যাফোডিল পলিটেকনিকের অধ্যক্ষ কে
এম
হাসান
রিপনের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম
আলোর
সহযোগী
সম্পাদক আনিসুল
হক,
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড.
এম
লুৎফর
রহমান
ও
বাংলাদেশ কারিগরি শিক্ষা
বোর্ডের মহাপরিচালক ড.
ওমর
ফারুক
বক্তৃতা করেন।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...