ঢালিউডের আলোচনা যে শুধু বুবলী-বীর-শাকিব খানের মধ্যে আটকে আছে, তা কিন্তু নয়। এরসঙ্গে নানাভাবে উঠে আসছে ঢালিউডের আরেক উঠতি নায়িকা পূজা চেরীর নামও। কারণ, বাতাসে ভাসছে ‘গলুই’ সূত্র ধরে প্রেমময় সম্পর্কের পাল তুলেছেন শাকিব-পূজা!
সেই
প্রেমময় সর্ম্পকের পালে গতি
দিয়েছে
বুবলী-শাকিবের ‘বীর’ উন্মোচন। মূলত
শাকিব-পূজার পর্দার রসায়ন
বাস্তবেও প্রবাহিত। তাই
নয়,
এর
সঙ্গে
যুক্ত
হলো
এক
বছর
ধরে
শাকিব
খানের
আমেরিকা স্থায়ী
হওয়ার
পরিকল্পনা এবং
সম্প্রতি একই
দেশে
পূজা
চেরীর
ভিসা
প্রাপ্তির উচ্ছ্বাস। কথা
ছিল
নিউ
ইয়র্কে
অনুষ্ঠিতব্য ‘ঢালিউড
ফিল্ম
অ্যান্ড মিউজিক
অ্যাওয়ার্ডস’-এর
মঞ্চ
মাতাবেন শাকিব-পূজা।
আর
এসকল তথ্য অন্তরালে থেকে
মেনে
নিতে
পারছিলেন না
নায়িকা বুবলী। ঠিক সেই মূহুর্তে বুবলি প্রকাশ করলেন
তাদের সন্তানের কথা। তবে সেসব
সামলে
শাকিব-বুবলী শুটিংয়ে ফিরলেও
সম্পর্কের উন্নয়ন
এখনও
ঘটেনি
তাদের।
দুটো
দিন
দূরত্ব
রেখেই
দুজনে
শুটিং
সেরেছেন রোমান্টিক গানের!
জানা
গেছে
‘লিডার-
আমিই
বাংলাদেশ’ ইউনিট
সূত্রে।
জানা
গেলো,
‘ঢালিউড
ফিল্ম
অ্যান্ড মিউজিক
অ্যাওয়ার্ডস’ সফরের
জন্য
একসঙ্গে শাকিব-পূজার ঢাকা ছাড়ার
কথা
থাকলেও
আপাতত
সেটা
বানচাল। বেঁকে বসলেন নায়ক।
তাও
আবার
খবরটি
এমন
দিনে
চাউর
হলো,
যেদিন
পূজা
চেরী
আমেরিকার ভিসা
প্রাপ্তি নিয়ে
প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ
করলেন
সোশাল
হ্যান্ডেলে।
রবিবার
(২
অক্টোবর) দুপুরে
এই
নায়িকা
তার
ফেসবুকে ভিসা
প্রাপ্তির ছবি
পোস্ট
করে
লিখেছেন, ‘অবশেষে
আমি
এটা
পেলাম!’
জানা
যায়,
গত
২৮
সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার
জন্য
ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে
পূজা
মার্কিন মুল্লুকের ভিসা
পান।
এটাই
দেশটির
প্রথম
ভিসা
প্রাপ্তি তরুণ
নায়িকার।
এদিকে
পূজার
এমন
উচ্ছ্বাসের বিপরীতে অনেকটা
হতাশা
ছড়িয়ে
দিলেন
শাকিব
খান।
তার
ঘনিষ্ঠ
সূত্র
থেকে
জানা
গেছে,
অক্টোবরে শাকিব
খান
ফের
যুক্তরাষ্ট্রে উড়াল
দেওয়ার
কথা
থাকলেও
সেটি
আর
হচ্ছে
না।
সিদ্ধান্তে বদল
এনেছেন। জানা
গেছে,
যুক্তরাষ্ট্র তো
যাচ্ছেনই না,
উল্টো
শিগগিরই চলমান
বাতাসের গতি
পাল্টানোর লক্ষ্যে বেশ
ক’টি নতুন ছবির
ঘোষণা
দেবেন।
যেমনটা
দিয়েছিলেন আফটার
অপু-জয় ইনসিডেন্টকালে!
শাকিব
খান
যুক্তরাষ্ট্রে না
গেলেও
নিউ
ইয়র্কের এই
জমকালো
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ
নিতে
১৩
অক্টোবরের ভেতর
ঢাকা
থেকে
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পূজা
ছাড়াও
তাহসান,
চঞ্চল
চৌধুরী,
ইমন,
ফারিয়া
শাহরিন,
মুহাম্মদ মোস্তফা কামাল
রাজ,
মেহজাবীন, তাসনিয়া ফারিণ,
তানজিন
তিশা,
জিয়াউল
হক
পলাশ
প্রমুখ।
১৬ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্সে অনুষ্ঠিত হবে আয়োজনটি।
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...