নায়িকা তকমা থেকে বের হয়ে চরিত্রাভিনেতা হয়ে ওঠার পথে হাঁটছেন অভিনেত্রী নিপুণ আক্তার। তেমন একটি চরিত্র মমতাজ। ‘ভাষার জন্য মমতাজ’ নামের একটি ছবিতে এ চরিত্রে দেখা যাবে তাঁকে। গত ২২ নভেম্বর থেকে এফডিসিতে শুটিং শুরু হয়েছে ছবিটির।
১৯৪৩-১৯৫২ সালের প্রেক্ষাপট ধরে ছবির গল্প। দেশভাগ আন্দোলনের পটভূমি তৈরির শুরু থেকে, দেশভাগ, ভাষা আন্দোলন পর্যন্ত ছবির গল্পের বিস্তার।
নিপুণ জানান, তাঁর অভিনীত মমতাজ চরিত্রটি একটি স্কুলের প্রধান শিক্ষক। ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত। অন্য রকমের একটি চ্যালেঞ্জিং চরিত্র এটি। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে এ ধরনের ভিন্ন রকমের চরিত্রে কাজের প্রস্তাব বেশি পাচ্ছি। এ ধরনের চরিত্রে কাজ করতেও এখন ভালো লাগে। মমতাজ চরিত্রটির মধ্যে ভাষা আন্দোলনের আবেগ জড়িয়ে আছে। কাজটি করে বেশ আরাম পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের চরিত্রে বেশি মেকআপ নিতে হয় না। গ্লামারের দিকে নজর থাকে না। চরিত্র হয়ে উঠতেই বেশি তাগিদ থাকে। ফলে কাজটিও ভালো হয়।’
এই অভিনেত্রী জানান, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ছবিটিতে ওই সময়কে ধরতে শিল্পীদের পোশাক থেকে শুরু করে চারপাশের আবহটা বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এখন তো আর দেশভাগ বা ভাষা আন্দোলনের সময়কার লোকেশন খুঁজে পাওয়া যাবে না। এ জন্য ছবিতে সেই সময়কার পরিবেশ তৈরি করতে এফডিসিতে সেট ফেলে কাজটি করা হচ্ছে।
গত বুধবার ছবির প্রথম ধাপের কাজ শেষ হচ্ছে। পরবর্তী ধাপের কাজ শুরু হবে নারায়ণগঞ্জের লোকেশনে।
ছবির পরিচালক সারোয়ার তমিজউদ্দিন। তিনি জানান, বর্তমান সময়ে এসে এ ধরনের ঐতিহাসিক গল্পের সময় তুলে ধরে সিনেমা নির্মাণ কঠিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সময়টির গল্প ধরে আমরা সিনেমা নির্মাণ করছি, এখন চারপাশের পরিবেশ পরিস্থিতি সে রকম নাই। তাই সেট ফেলে সেই পরিবেশ তৈরি করে নির্মাণ করছি। তবে এর জন্য অনেক বড় বাজেট দরকার। তারপরও আমরা অনুদানের টাকার মধ্যে বাজেট রেখে গল্পের বাস্তবতা পর্দায় সুন্দর করে তুলে আনার চেষ্টা করে যাচ্ছি। এ পর্যন্ত যতটুকু কাজ করেছি, ঠিকঠাক করতে পেরেছি।’
২০২১-২০২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা এটি। ছবিটির চিত্রনাট্য, সংলাপও পরিচালকের নিজের। কাহিনি লিখেছেন মো. আবদুর রাজ্জাক।
নিপুণ ছাড়া ছবিতে আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, কাওসার চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, সাবেরী আলম, সুব্রত, গাজী আবদুন নূর প্রমুখ।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...