স্কটল্যান্ডের বাসিন্দা ক্যারোলিন হান্টারের ১২ বছরের মেয়ে সেরিব্রাল পলসি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার লাইফ সাপোর্ট সরঞ্জাম চালাতে ও বাড়ি গরম রাখতে বছরে বিদ্যুৎ বিল আসে সাড়ে ছয় হাজার ইউরো। চিকিৎসা খরচ চালাতেই যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে বিপুল পরিমাণ এই বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েন ক্যারোলিন।
এর আগে স্কটল্যান্ডের স্থানীয় কাউন্সিল ক্যারোলিনকে সতর্ক করেছিল, তাঁর বিদ্যুৎ বিল অনেক বেড়ে যাবে। তাঁদের এই অসহায়ত্বের বিষয়টি তুলে ধরে বিবিসি স্কটল্যান্ড। সেই প্রতিবেদন ‘টাইটানিক’খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেটের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে সেই কিশোরীকে বাঁচাতে এগিয়ে আসেন। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে যোগাযোগ করেন ক্যারোলিন পরিবারের সঙ্গে। এই পরিবারকে ১৭ হাজার পাউন্ড অনুদান দেন, যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকার বেশি।
কেট উইন্সলেটের এই অনুদানের কথা শুনে ৪৯ বছর বয়সী ক্যারোলিন বলেন, ‘খুবই দুরবস্থার মধ্যে আমাদের দিন কাটছিল। একটা সময় মনে হয়েছিল, সব শেষ হয়ে যাবে। কিন্তু যখন কেট উইন্সলেটের অর্থসাহায্যের খবর পেলাম, চোখ থেকে আনন্দ অশ্রু বেরিয়ে পড়ল। আমার বিশ্বাসই হচ্ছিল না। আমি এখনো ভাবছি, এটি কি বাস্তব?’
সামনে কেট উন্সলেটকে দেখা যাবে জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমায়। ২০০৯ সালে ব্যাপক জনপ্রিয় ও পুরস্কৃত ‘অ্যাভাটার’-এর সিকুয়েলটি মুক্তি পাচ্ছে প্রথম কিস্তির ১৩ বছর পর। ছবিটিতে কেট উইন্সলেট ছাড়া আরও আছেন স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা প্রমুখ।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...