কুল ফুটবল ফ্যান কিট প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠান ৭ নভেম্বর অনুষ্ঠিত হয়।
ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষ্যে, প্রতিযোগিতাটি সেপ্টেম্বরে শুরু হয়ে টানা দুই মাস পর শেষ হয়।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের নিজস্ব কার্যালয়ে বিজয়ীদের হাতে কাতার ভ্রমণের এয়ার টিকিট তুলে দেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের কর্মকর্তারা।
প্রতিযোগিতার এ পর্বে বিজয়ী হলেন মো. সালেহ ইকবাল রহমান ও তানভীর আনজুম অর্নব। কাতার ভ্রমণের এয়ার টিকিট ছাড়াও বিজয়ীরা পেয়েছেন বিশ্বকাপের ম্যাচের টিকিট এবং তিন রাত চার দিন থাকা খাওয়ার আনুষঙ্গিক খরচ।
প্রতিযোগিতায় সবার জন্য ছিল ফ্যান কিটের ওপর ৫০ টাকা ছাড় এবং ৫০০ জন অংশগ্রহণকারী পাচ্ছেন নিজের পছন্দের দলের জার্সি।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...