আমাদের অনেকেই ভোরে
ঘুম
থেকেই
ওঠেই
পানি
পান
করেন।
এর
উপকারিতা জেনে
বা
নাইবা
জেনে
করেন।
খালি
পেটে
পানি
পানের
অভ্যাস
অনেকেরই আছে এবং এর অনেক উপকারিতা রছেছে। কিন্তু
সেই
পানিটা
যদি
হয়
কুসুম
গরম,
তবে
তো আর কোন কথাই নেই।
মিলবে
আশ্চর্য উপকার।
জানুন কেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে
কুসুম
গরম
পানি
পান
করবেন।
সকালে
কুসুম
গরম
পানির
উপকারিতা
সকালে
এক
গ্লাস
কুসুম
গরম
পানি
পান
করলে
তা
আপনার
পেট
সঠিকভাবে পরিষ্কার করতে
সাহায্য করবে।
এতে
গ্যাসের এবং পেটের অনেক সমস্যা দূর হয়।
এক
গ্লাস
গরম
পানি
আপনাকে
হালকা
বোধ
করতে
সাহায্য করে।
কুসুম
গরম
পানি
হজম
এবং
বিপাক
প্রক্রিয়া উন্নত
করতে
সাহায্য করে।
এটি
আপনার
শরীর
থেকে
টক্সিন
বের
করে
দেয়
এবং
আপনার
ত্বককে
আরও
পরিষ্কার করে
তোলে।
আপনি
যদি
আপনার
ক্যালোরি বার্ন
করতে
চান,
তাহলে
গরম
পানি
পান
করা
ভালো
সমাধান।
পানির
তাপমাত্রা কতটা
হওয়া
উচিত
গরম পানি অবশ্যই সহনীয় মাত্রা হতে
হবে। গরম পানি পানের
উপকারিতা তো
জানলেন,
কিন্তু
সেই
পানি
কতটা
গরম
হওয়া
উচিত?
চিকিৎসকরা বলছেন,
সকালে
পানের
জন্য
যে
পানি
বেছে
নেবেন
তা
আপনার
শরীরের
তাপমাত্রার সঙ্গে
মানানসই হতে
হবে।
অর্থাৎ
খুব
বেশি
গরম
না,
আবার
স্বাভাবিক তাপমাত্রার পানিও
না।
যাদের
জন্য
বেশি
উপকার
আপনি
যদি
কাশি
কিংবা
কফের
সমস্যায় ভোগেন
তবে
সকালে
ঘুম
থেকে
উঠেন
পানি
করুন
কুসুম
গরম
পানি।
যা
আপনার
ফুসফুস
থেকে
কফ
নির্গত
করতে
সহায়তা
করবে।
এছাড়া
কুসুম
গরম
পানি
পানের
ফলে
আপনার
ত্বকের
ছিদ্র
খুলে
দেয়
এবং
আপনার
শরীর
থেকে
বিষাক্ত পদার্থ
বের
করে
দেয়।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...