নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ তার ছেলে নিয়ে খুনসুটিতে মেতেছেন। বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিয়াম তার ভেরিফাইড ফেসবুক পেজে এমনই একটি ছবি পোস্ট করেছেন। ছবি স্ট্যাটাসে সিয়াম লিখেছেন, ১১-১০-২২ প্রথমবার জায়ান ‘আব্বু’ বলল।
ছবিতে দেখা যাচ্ছে, সিয়াম তার ছেলেক জায়ানকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন। জায়ান হাস্যোজ্জ্বল চেহারায় তার বাবা সিয়ামের মাথার চুল মুখে দিচ্ছেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শাম্মা রুশাফি অবন্তী ও সিয়াম দম্পতির ছেলে জায়ান জন্মগ্রহণ করে। এদিকে ২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা অবন্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন ‘পোড়ামন ২’ খ্যাত নায়ক সিয়াম।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
ব্যক্তিত্ব
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
ব্যক্তিত্ব
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...