বাংলার কিংবদন্তি অভিনেতা-নাট্যজন আলী যাকেরের অভিনয়গুণের কথা সবারই জানা।তিনি ছিলেন অসাধারণ এক ছবিয়ালও। যেখানেই যেতেন সঙ্গে রাখতেন প্রিয় ক্যামেরা। শহরে-গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে তুলে আনতেন অদ্ভুত সব ছবি।
যদিও
অভিনেতা আলীর
প্রভাব
এতটাই
ছিল
মঞ্চে
বা
পর্দায়,
ছবিয়াল
যাকের
পড়ে
ছিলেন
অনেকটাই চর্চার
বাইরে।
তাঁর
প্রয়াণের পর
সেই
দিকটাই
এবার
উজ্জ্বল হয়ে
উঠলো
গত রবিবারের (২০
নভেম্বর) মঙ্গলদীপ ফাউন্ডেশনের এক
আয়োজনে। এদিন
থেকে
রাজধানীর বনানীতে এশিয়াটিক সেন্টারে ‘অঙ্কুর’
শীর্ষক
একটি
আলোকচিত্র প্রদর্শনী শুরু
হয়েছে।
প্রদর্শনীটি ২০
নভেম্বর থেকে
চলবে
টানা
১৩
দিন।
ঢাকাভিত্তিক ফটোসাংবাদিক ও
ডকুমেন্টারি ফটোগ্রাফার ফারহানা সেতুর
ছবি
নিয়ে
এই
প্রদর্শনী।
এ
বিষয়ে
এশিয়াটিক থ্রিসিক্সটি গ্রুপের চেয়ারম্যান এবং
মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য
আসাদুজ্জামান নূর
বলেন,
‘মঙ্গলদীপ ফাউন্ডেশন তৈরির
মূল
উদ্দেশ্য ছিল
সাংস্কৃতিক ও
মানবহিতৈষী বিভিন্ন কাজের
সঙ্গে
যুক্ত
থাকা।
আলী
যাকের
সম্পর্কে আপনারা
জানেন,
তিনি
একদিকে
বিজ্ঞাপন জগতের
একজন
দিকপাল
ছিলেন,
অন্যদিকে নাটকের
জগতেও
একজন
পথপ্রদর্শক ছিলেন।
১৯৭৩
সালে
বাংলাদেশে দর্শনীর বিনিময়ে নাট্যপ্রদর্শন আলী
যাকেরের হাত
ধরেই
শুরু
হয়।
গাড়ি
নিয়ে
গ্রাম-গঞ্জে ঘুরে বেড়ানো
এবং
বুনো
ফুলের
ছবি
তোলা
ছিল
তার
নেশা।
আমি
অন্তত
তাকে
নানাভাবে দেখেছি। এসবের
ভেতর
থেকে
যে
মানুষটা সবচেয়ে
বড়
হয়ে
ওঠে,
তা
হলো
একজন
মুক্তিযোদ্ধা আলী
যাকের।
এই
দেশ
এবং
দেশের
মানুষকে তিনি
খুব
ভালোবাসতেন। তিনি
সবসময়
তার
সীমিত
সামর্থ্যের মধ্যে
থেকে
মানুষের জন্য
কিছু
করার
চেষ্টা
করেছেন। তারই
ধারাবাহিকতায় আমরা
কিছু
কাজ
করার
চেষ্টা
করছি।
আজকের
প্রদর্শনী তার
মধ্যে
অন্যতম।’
এ
প্রদর্শনীর বিষয়ে
মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য
ও
আলী
যাকেরপুত্র অভিনেতা ইরেশ
বলেন,
‘বাতিঘরে উন্মুক্ত গ্যালারি বানানোর পেছনে
আমাদের
যে
আকাঙ্ক্ষা ছিল,
সেটা
হলো
বাংলাদেশ কিংবা
ঢাকা
শহরে
এখন
নতুন
এবং
সম্ভাবনাময় শিল্পী,
যেমন
আলোকচিত্রী বা
ভাস্করদের স্বল্প
বা
বিনা
খরচে
নিজেদের কাজ
সবার
সামনে
তুলে
ধরার
সুযোগ
করে
দেওয়া।
তথ্য-প্রযুক্তির এই যুগে অনেক
কিছুই
ভার্চুয়াল জগতে
হচ্ছে,
তারপরও
শিল্প
প্রত্যেকের জন্য
সশরীরে
এসে
দেখাটাই জরুরি।
আমরা
বাতিঘরের মাধ্যমে তরুণ
এবং
প্রতিভাবান শিল্পীদের জন্য
এমন
সুযোগ
নিশ্চিত করতে
চাই।’
২০২০
সালের
২৭
নভেম্বর না
ফেরার
দেশে
পাড়ি
দেন
আলী
যাকের।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...