টলিউডের দেব-শুভশ্রীর সুপারহিট গান ‘বন্ধুরা এলোমেলো’র তালে নাচছেন বলিউডের রণবীর-আলিয়া! বেনারসের ঘাটে ‘চ্যালেঞ্জ’ ছবির এই জনপ্রিয় গানের তালে তাল মেলাচ্ছেন বর্তমানে বলিউডের সবচেয়ে চর্চিত রিল ও রিয়েল লাইফ কাপল। আর সেই নাচ থেকে মুগ্ধ খোদ টলি অভিনেত্রী শুভশ্রী। ভাবছেন ব্যাপারটা কী?
‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির সেটে শুরু হয়েছিল রণবীর-আলিয়ার প্রেমের গল্প। চলতি বছর এপ্রিলে পূর্ণতাও পেয়েছে সেই প্রেম কাহিনি। পাশাপাশি তাঁদের পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম সফলতা পেয়েছে বক্স অফিসে, স্বভাবতই উচ্ছ্বসিত রণবীর-আলিয়া। খুব শীঘ্রই রণবীর-আলিয়ার ঘরে আসছে নতুন অতিথি। হবু সন্তানের অপেক্ষাতেই আপাতত দিন গুনছেন এই তারকা দম্পতি।
যদিও এই প্রথম নয়, এর আগে অক্ষয়-ঐশ্বর্যর ‘দিল ডুবা’ গানের সঙ্গে ‘কেসারিয়া’ ডান্স মিক্স জুড়ে একটি ভিডিও প্রকাশ্যে এনেছিল এক নেটিজেন। সেটিও তুমুল ভাইরাল হয়।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...