মা হলেন ভিট চ্যানেল আই তারকা হাসিন রওশন। বিষয়টি নিজেই সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন একসময়ের জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী।
শনিবার (২২ অক্টোবর) সকাল ৯টা ৮ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
হাসিন জানান, তার দ্বিতীয় পুত্রের নাম উমায়ের মাঈন। মা হওয়ার অনুভূতি জানিয়ে হাসিন বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার ছেলের জন্য দোয়া করবেন।’
বিবাহ জীবনে পদার্পণের পর ২০১৬ সালে শোবিজ থেকে নিজেকে সরিয়ে নেন হাসিন। ২০১৭ সালের ৩ ডিসেম্বর প্রথম সন্তানের মা হন। ছেলের নাম রাখেন উযায়ের মাঈন।
চলতি বছরের সেপ্টেম্বরে তিনি দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর প্রকাশ করেন। বেবি বাম্পের ছবি পোস্ট করে হাসিন বলেন, ‘মা হওয়ার অনুভূতিটাই অন্যরকম। সেটা প্রথমবার হোক আর দ্বিতীয়বার কিংবা অসংখ্যবার। আলহামদুলিল্লাহ্। কীভাবে আট মাস পার হয়ে গেল টেরই পেলাম না। অপেক্ষার পালা আর মাত্র কয়টা দিন।’
হাসিন রওশন ২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপরে শোবিজের বিভিন্ন শাখায় কাজ শুরু করেন।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...