ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী পরীমনি এবং বিদ্যা সিনহা মিম সম্প্রতি তাদের মধ্যে চলছে বেশ রেশারেশি । আর এই রেশারেশির মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন অভিনেতা শরিফুল রাজ। সম্প্রতি রাজ অভিনীত ‘পরাণ’ এবং ‘দামাল’সিনেমা দুটি দর্শকদের মন জয় করে নিয়েছে। তার দুটি ছবিতে নায়িকা হিসেবে ছিলেন বিদ্যা সিনহা মিম।
গতকাল সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা অভিনেত্রী পরীমনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শরিফুল রাজ কখনোই একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না। সরি দিদি।’
এদিকে প্রায় এক বছর আগে পরিচালক রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ ছবিতে চুক্তি করেছিলেন বিদ্যা সিনহা মিম। ছবিটিতে তার বিপরীতে শরীফুল রাজকে নেওয়ার কথা ছিল। কিন্তু গত বুধবার মিম ছবির পরিচালকে জানিয়েছেন, রাজের বিপরীতে তিনি আর কাজ করতে আগ্রহী নন।
কাকে উদ্দেশ্য করে এ কথা পরীমনি লিখেছেন তা তার ভক্তরা বুঝতে ভুল করেননি। স্ট্যাটাসের মন্তব্য দেখে তা সহজেই বোঝা যাচ্ছে।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...