নায়ক শাকিব খানের ব্যক্তিগত জীবনের নানাবিধ নেতিবাচক ‘কর্মকাণ্ড’ বন্ধের দাবিতে ঢাবি ক্যাম্পাসে প্রতিবাদ ও মানববন্ধন করে বেশ ক’জন তরুণ।
তারা
শাকিব
খানকে
এ
বিষয়ে
শিগগিরই আইনি
নোটিশ
পাঠানোর কথাও
জানান।
গতকাল শনিবার (১৫অক্টোবর) বিকালে
ঢাকা
বিশ্ববিদ্যালয় রাজু
ভাস্কর্যের পাদদেশে ‘সচেতন
ছাত্র
সমাজ’র ব্যানারে এই
প্রতিবাদ ও
মানববন্ধন হয়।
যেখানে
তারা
বিভিন্ন প্লেকার্ড-ব্যানার হাতে
নিয়ে
দাঁড়ান। তারা
শাকিব
খানের
ব্যক্তিজীবনের ঘটনাগুলোকে ‘অসামাজিক’ ও
‘সংস্কৃতি ধ্বংসের কারণ’
বলে
উল্লেখ
করেন।
মানববন্ধনে অংশ
নেয়া
মনির
হোসেন
নিজেকে
সাবেক
ঢাবি
শিক্ষার্থী পরিচয়
দেন।
তিনি
বলেন,
‘শুধু
শাকিব
খান
না,
তার
মতো
অন্য
তারকারাও যেন
এমন
কাজ
করতে
না
পারে।
আমরা
বিভিন্ন মাধ্যমে জেনেছি,
শাকিব
তিনটি
বিয়ে
করেছেন। কিন্তু
সে
কোনও
বিয়ের
কথাই
প্রথমে
স্বীকার করেনি।’
তৃতীয়
বিয়ে
সম্পর্কে মনি
হোসেনের দাবি,
আমেরিকান প্রবাসী মিজানুর রহমান
নামে
একজন
প্রযোজকের ইউটিউব
চ্যানেলের মাধ্যমে তারা
জেনেছেন শাকিব
খান
পূজা
চেরীকেও বিয়ে
করেছেন।
কিন্তু
শাকিব
খান
বিয়ে
করলে
মনির
হোসেন
বা
‘সচেতন
ছাত্র
সমাজ’র আপত্তির জায়গাটা কোথায়?
এমন
প্রশ্নের জবাবে
এই
আন্দোলনকারী বলেন,
‘শাকিব
খান
বিয়ে
করছে
তাতে
কোনও
সমস্যা
না।
তবে
সে
বিয়ে
করার
পর
দীর্ঘদিন গোপন
রাখছে
এবং
এক
সময়
তার
স্ত্রীরা বাধ্য
হয়ে
মিডিয়ার সামনে
এসে
স্বীকৃতি নিতে
হচ্ছে,
এটাই
আপত্তিকর বিষয়।
সমস্যা
হলো
তাকে
দেখে
তার
ফলোয়াররা বা
আরও
মানুষ
বিয়ে
করবে।
তারাও
মনে
করতে
পারে
আমরাও
বিয়ে
করে
এমন
গোপন
রাখবো,
স্বীকৃতি দেবো
না।
এতে
করে
আমাদের
সমাজ-সংস্কৃতি ক্ষতির সম্মুখীন হবে।
আমি
ইতিমধ্যে অনেককে
বলতে
শুনেছি,
শাকিব
খান
তিনটা
বিয়ে
করে
গোপন
রাখছে,
আমরা
পাঁচটা
প্রেম
করে
গোপন
রাখলে
ক্ষতি
কী!
বিশেষত
গ্রামে
এই
সংস্কৃতি চালু
হলে
সমাজ
ধ্বংস
হতে
সময়
লাগবে
না।’
আন্দোলকারী আরেকজনের দাবি, শাকিব খান প্রয়োজনে আরও বিয়ে করুক, কিন্তু প্রকাশ্যে তাদের স্বীকৃতি দিতে হবে।মানববন্ধনে দাঁড়ানো আরেক শিক্ষার্থী সুমন বলেন, ‘শাকিব খানকে আমরা অনেকেই পছন্দ করি। তিনি যখন বলে বাচ্চা আমার কিন্তু বউ আমার না। তখন এই বিষয়গুলো আমাদের পীড়া দেয়। আমি একসময় শাকিব খানের ভক্ত ছিলাম। কিন্তু তার মতো নায়কদের এমন কাজের কারণে আমি বাংলা সিনেমা দেখা ছেড়ে দিয়েছি। আমার মতো অনেকেই এই ধরনের কর্মকাণ্ডের জন্য বাংলা সিনেমা বিমুখ হচ্ছেন।’
প্রসঙ্গত, সর্বশেষ শাকিব
খান
আলোচনায় আছেন
পূজা
চেরীর
সঙ্গে
প্রেমের গুঞ্জনে। যদিও
এ
বিষয়ে
দুজনেই
অস্বীকার করেছেন। এর
আগে
অপু
বিশ্বাস ও
শবনম
বুবলীকে নিয়েও
একই
গুঞ্জন
উঠেছিল। দুই
নায়িকাই পরবর্তী সময়ে
গণমাধ্যমে হাজির
হন
যথাক্রমে জয়
ও
বীরকে
নিয়ে!
তুমুল
সমালোচনার পর
দুটো
সন্তানকেই শাকিব
খান
প্রকাশ্যে নিজের
বলে
মেনে
নেন।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...