নজর কাড়ল ‘কারাগার পার্ট–২’–এর নতুন পোস্টার। সোমবার সন্ধ্যায় পোস্টারটি প্রকাশ করা হয়। মুহূর্তেই ‘কারাগার’–ভক্তরা প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করেন। এবারের পোস্টারেও রাখা হয়েছে চমক। এবার কি চঞ্চল চৌধুরীর মুখোমুখি হচ্ছেন চঞ্চল, সে প্রশ্ন করছেন কৌতূহলী দর্শকেরা।
পোস্টারের ওপরে লেখা, ‘রিটার্ন চঞ্চল চৌধুরী’। তারপরে ক্যাপশনে লেখা, ‘২৫০ বছরের অপেক্ষা, তার সাজা কি এবার শেষ হবে?’ এ লেখার পর যেন আর বলার দরকার হয় না আসছে চঞ্চলের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট-২’। পোস্টারে দেখা যায়, চঞ্চলের মুখোমুখি চঞ্চল। এক চঞ্চল কারাগারের মধ্যে, আরেকজন বাইরে। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এবার রহস্য আরও বেশি জমাতে আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিরিজটি।
‘কারাগার’ সিরিজে রহস্যময় কয়েদির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, যিনি সংলাপ ছাড়াই মুখভঙ্গি দিয়ে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তিনি সেই কারাগারে কোথা থেকে, কীভাবে এলেন, সে প্রশ্নও ঘুরেফিরে জেঁকে ধরেছে দর্শকদের। সত্যিই কি তিনি মীরজাফরের হত্যাকারী? এ নিয়ে নানা রহস্যময় ঘটনা জন্ম নিতে থাকে। দর্শকদের নানা প্রশ্ন থাকলেও পরিচালক শাওকী তখন বলেছিলেন, সব প্রশ্নের উত্তর মিলবে দ্বিতীয় পর্বে। সেই সঙ্গে প্রথম পর্বের কম গুরুত্বপূর্ণ চরিত্রগুলো দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। খুলবে রহস্যের জট।
তখন শাওকী আরও বলেন, প্রথম পর্বে গল্পের চরিত্রগুলো প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে দর্শকেরা বুঝতে পারবেন। কারণ, প্রথম পর্বেই ধারণা দেওয়া আছে। প্রথম পর্বের শূন্যস্থানগুলো কানেক্ট করতে পারবেন তাঁরা। প্রথম পর্ব দেখার পর যেসব প্রশ্ন জেগেছে, দ্বিতীয় পর্বে সেগুলোর উত্তর মিলবে। গত ১৮ আগস্টে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট–ওয়ান’।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তির পর থেকেই দেশ–বিদেশের দর্শকদের প্রশংসায় ভাসছিল পুরো টিম। সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...