ওআইসি সার্ট আয়োজিত বার্ষিক সাইবার ড্রিলে দ্বিতীয় হলো বাংলাদেশের বিডি-সার্ট। বিজিডি ই-গভ. সার্টের প্রকল্প পরিচালক তারেক এম. বরকতউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত সোমবার (৭ নভেম্বর) স্বাগতিক দেশ ওমান আয়োজিত দশম আরব রিজিওনাল অ্যান্ড ওআইসি-সার্ট (কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম) সাইবার ড্রিল-২০২২ অনুষ্ঠিত হয়।
ড্রিলে ২৪টি দল অংশ নেয়। বাংলাদেশ, মিসর, কাতার, আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তানসহ আরও বিভিন্ন দেশের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এতে অংশ নেয়। বাংলাদেশের পক্ষ থেকে বিজিডি ই-গভ. সার্ট ড্রিলে অংশ নিয়ে ১০০ শতাংশ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান অধিকার করে।
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...