বেসরকারি সিটি ব্যাংক লিমিটেড ও ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এখন থেকে ট্রাস্ট আজিয়াটার সেবার বিপরীতে সিটি ব্যাংকের প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটালি আর্থিক লেনদেন করা যাবে। সম্প্রতি এ চুক্তি সই হয়।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের সিইও দেওয়ান নাজমুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের হেড অব করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট তাহসিন হক, হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
ব্যক্তিত্ব
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
ব্যক্তিত্ব
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...