ছোট্ট একটা পোস্টকে টেনে আনলেন সময়ের আলোচিত নায়ক সিয়াম আহমেদকে। বললেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনও নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’
স্বামী-সংসার-সন্তানকে ঘিরে প্রেমময় সব পোস্টের বাইরে গিয়ে অনেক দিন পর পরীমণি সেই আগুনের সলতেটা জ্বালালেন।
পরীমণির এই ব্যতিক্রম সার্টিফিকেট ধরে আগুন লেগেছে মিডিয়াতেও। অনেকেই পেছনের গল্পটা খুঁজতে মাঠে নেমে পড়লেন। পেলেন কিছু সাম্প্রতিক ঘটনাও।
যার
মধ্যে
ঘুরেফিরে উঠে
এসেছে
মঙ্গলবার (১১
অক্টোবর) আয়োজিত
‘দামাল’
সিনেমার সংবাদ
সম্মেলন। যে
মঞ্চে
হাজির
ছিলেন
ছবির
দুই
নায়ক
সিয়াম
আহমেদ,
শরিফুল
রাজ
ও
নায়িকা
বিদ্যা
সিনহা
সাহা
মিম।
অনেকেই
বলছেন,
মূলত
এই
মঞ্চটিকে ঘিরেই
পরীমণি
এমন
বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন।
কারণ,
এদিন
মঞ্চে
অনেকটা
সময়
মিমের
হাত
ধরে
দাঁড়িয়ে ছিলেন
পরীপতি
রাজ।
সিয়ামের হাত
ছিল
বরাবরই
ফাঁকা!
আবার
অনেকে
এটাও
বলছেন,
সিয়াম-পরী একসঙ্গে অভিনয়
করেছিলেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমায়। হতে
পারে
একসঙ্গে কাজ
করার
অভিজ্ঞতা থেকেও
নায়কের
প্রতি
এই
মুগ্ধতা প্রকাশ
করেছেন
পরী।
হঠাৎ
এমন
পোস্টের কারণ
জানতে
চাইলে
পরীমণি
বলেন,
‘আমি
কি
ভুল
বলেছি?
আপনি
দেখেছেন কখনও
সিয়ামকে সিনেমার বাইরে
কোনও
নায়িকার হাত
ধরতে!
দেখলে
বলেন।’
এদিকে
সমালোচকরা আরও
একটি
পুরনো
ঘটনা
জোড়া
লাগালেন পরীর
আজকের
প্রতিক্রিয়ার সঙ্গে।
৮
অক্টোবর মধ্যরাতে বিদ্যা
সিনহা
মিম
একটি
স্ট্যাটাস দেন।
যেখানে
তিনি
লেখেন,
‘অহংকার
পতনের
মূল।
জাস্ট
ওয়েট
অ্যান্ড সি।’
পোস্টটি দিয়েছেন ‘দামাল’
ছবির
আরেকটি
প্রচারণা শেষে।
পরীমণির আজকের
পোস্টের পর,
অনেকেই
বলছেন
মিমের
সেই
পোস্ট
ছিল
পরীকে
ঘিরেই!
যদিও
এ
বিষয়ে
আর
কোনও
মন্তব্য করেননি
মিম।
এদিকে,
পরীর
এমন
পোস্টের প্রতিক্রিয়ায় রাজ-ভক্তরাও পিছিয়ে নেই। বিভিন্ন সিনেমার গ্রুপে
দেদার
শেয়ার
হচ্ছে
সিয়াম-পরীর হাত ধরাধরির বিভিন্ন ছবি।
যেখানে
অনেকেই
রাজকে
উদ্দেশ
করে
লিখছেন,
‘সিয়াম
কিন্তু
পরীমণির হাত
ধরলেও
চটকা-চটকি করে নাই!
শরিফুল
রাজ,
আপনিও
সিয়ামকে অনুসরণ
করুন।
না
হলে
সংসার
ভেঙে
যেতে
বেশি
দিন
লাগবে
না।’


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...