পাচ বছর প্রেমের পর গায়ক, অভিনেতা, সংগীত পরিচালক
প্রীতম হাসান ও মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম বিয়ে করেছেন। গত মাসের শেষের
দিকে শ্রীমঙ্গলের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পরে এই প্রথম
একসঙ্গে অবসর সময় কাটাতে গেলেও এটাকে কোনোভাবেই মধুচন্দ্রিমা বলতে নারাজ এই
দম্পতি। কক্সবাজারে অবসরের ফাঁকে ছবিতে এই দম্পতি।
আপাতত প্রীতম ও শেহতাজ দুজনই ব্যস্ত। এখনই হানিমুন
নয়। কাজের ফাঁকে কিছুটা অবসরে ঘোরাঘুরি করছেন বলে জানান শেহতাজ।
অনেকে হানিমুন মনে করলেও ব্যস্ততার কারণে
জানুয়ারির আগে হানিমুনে যেতে পারবেন না, জানান শেহতাজ।
বিয়ের পর এটাই তাঁদের প্রথম ঘোরাঘুরি। তাঁদের ছবিগুলো
দর্শকদের নজর কেড়েছে।
কক্সবাজারে কিছু কাজে গেলেও সময়টাতে চেষ্টা করেছেন
নিজেদের মতো কাটাতে। তেমন একটি মুহূর্তে।
২০১৭ সালে ‘জাদুকর’ মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ
করতে গিয়ে তাঁদের পরিচয়। প্রথম দিনের শুটিং থেকেই তাঁরা বন্ধু হয়ে যান। নিয়মিত
ফোনে কথা বলতেন। ভালো লাগা থেকেই তাঁরা প্রেমে পড়েন।
‘জাদুকর’ গানের শুটিংয়ের পর বিয়ের কথা হয়।
শেহতাজের মা সেই সময় প্রীতমকে নিজের পায়ে দাঁড়াতে বলেছিলেন। অবশেষ সিলেটে বিয়ের
পীড়িতে বসেন তাঁরা।
প্রীতমকে পছন্দ করার কারণ হিসেবে শেহতাজ বলেন, ‘ও
খুবই সৎ ছেলে। আমাকে গুরুত্ব দেয়।
কক্সবাজারে পৌঁছানোর পর প্রীতমের উপহার দেওয়া ফুল
পেয়ে মুগ্ধ শেহতাজ।
বর্তমানে তাঁরা ঢাকায় ফিরেছেন। জানুয়ারির পর তাঁরা
হানিমুনে জাপানে যেতে পারেন।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...