ঢালিউড সুপারস্টার শাকিব খান দেশে ফেরার পরই শোনা যাচ্ছিল, দীর্ঘদিন ধরে আটকে থাকা ‘আগুন’ ছবির শুটিং শুরু করবেন। কবে সেই শুটিং শুরু হবে, নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এর মধ্যে শাকিব খানকে নিয়ে নতুন কয়েকটি ছবির ঘোষণাও আসে। এদিকে শাকিব খান চাইছিলেন, আটকে থাকা পুরোনো ছবির শুটিং শেষ করে তবেই নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত হবেন। হয়েছেও তা–ই। নতুন একাধিক ছবির প্রি-প্রোডাকশনের কাজ চললেও চলতি সপ্তাহে ‘আগুন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জাহারা মিতু।
দীর্ঘ বিরতির পর ঢাকার
অদূরে গাজীপুরের একটি রিসোর্টে শুরু হয়েছে ‘আগুন’ ছবির শুটিং। টানা কয়েক দিন ধরে
শুটিং হয়েছে। ছবির শুটিংয়ে শাকিব খান ও জাহারা মিত
‘আগুন’ ছবির শুটিংয়ে
শাকিব খানের সঙ্গে নবাগতা জাহারা মিতু। উপস্থাপক ও টেলিভিশন নাটকে অভিনয় করলেও
প্রথমবার চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে মিতু দাঁড়িয়েছেন শাকিব খানের বিপরীতে।
শাকিব খানের সঙ্গে কাজ করাকে নিজের সৌভাগ্যও মনে করছেন
ঢাকার একটি পাঁচ তারকা
হোটেলে মহরতের মধ্য দিয়ে আগুন ছবির শুটিংয়ের খবর জানান দেন প্রযোজক-পরিচালক। এরপর
২০১৯ সালের ৫ আগস্ট শুটিং শুরু হয় ‘আগুন’ ছবির। সে বছরের অক্টোবরে শেষ হয় এর
দ্বিতীয় লটের কাজ। এরপর ছবির প্রযোজক ক্যাসিনো–কাণ্ডে গ্রেপ্তার হলে অনিশ্চিত হয়ে পড়ে
আগুন ছবির ভবিষ্যৎ। সব কাজ গুছিয়ে প্রায় দুই বছর পর আবারও শুটিং শুরু করেছে আগুন
ছবির ইউনিট। এবার টানা শুটিং শেষ করে ছবিটি মুক্তি দিতে চান বলে জানালেন পরিচালক
বদিউল আলম
‘আগুন’ ছবির নায়িকা
জাহারা মিতু ‘সুপার মডেল বাংলাদেশ ২০১৭’ বিজয়ী। এরপর ভারতে অনুষ্ঠিত ‘সুপার মডেল
ইন্টারন্যাশনাল ২০১৭’-এরও তিনি একজন ফাইনালিস্ট। একই বছর মিস ওয়ার্ল্ড বাংলাদেশের
প্রথম আসরের প্রথম রানারআপ। এই মঞ্চেই তিনি জিতেছিলেন ‘মিস ফ্যাশন আইকন’ ও ‘মিস ন্যাশনাল
কস্টিউম’–এর খেতাব। প্রথম চলচ্চিত্রে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন দেশের জনপ্রিয়
নায়ক
শাকিব খান ও জাহারা
মিতু—আগুন ছবির শুটিংয়ে। আগুন ছবির নায়িকা মিতু অভিনয় বা মডেলিং, সবকিছুর আগে
প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করেছেন। এসএসসি ও এইচএসসি—দুটিতে ছিল জিপিএ–৫। এরপর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে ভর্তি হয়েছিলেন। কিন্তু মন পড়ে ছিল ফ্যাশন
ডিজাইনিংয়ে। তাই পরে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে
অনার্স করেন। এরপর স্কলারশিপ নিয়ে চীন থেকে মাস্টার্স করে আসেন। ফিরে এসে একটি
প্রতিষ্ঠানে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন।
এরপর কোনো এক বান্ধবী মিতুকে না জানিয়ে সুন্দরী প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন
করে দিল। আর তারপর হঠাৎ বদলে গেল মিতুর জীবন


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...