২০ নভেম্বর ছিল ঢালিউড তারকা বুবলীর জন্মদিন। এবার তিনি ৩৪ বছরে পা দিলেন। দিনটিতে তিনি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এবারের জন্মদিনে তিনি জীবনের সেরা উপহার পেয়েছিলেন বলেও তখন জানান। বুবলী বলেছিলেন, ‘জন্মদিনের সেরা উপহার ডায়মন্ডের নাকফুল, বীরের বাবা শাকিব খান দিয়েছে। গত সপ্তাহে আমাকে সে এই উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। খুলে দেখলাম নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম।
অপু বিশ্বাস ও শবনম বুবলীর বৈরিতার খবর বিনোদন দুনিয়ায় চর্চিত। অপু ও বুবলীর নানা কর্মকাণ্ডেও তাঁদের সম্পর্ক যে ভালো নয়, তা বারবার স্পষ্ট হয়েছে। আজ মঙ্গলবার ঘটল একেবারে ভিন্ন ঘটনা। বুবলীকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন অপু বিশ্বাস, যা নিকট অতীতে হয়নি। তাই বিষয়টা বিনোদন অঙ্গনের সবাইকে হতবাক করেছে। অনেকে ভাবতে থাকেন, তাহলে কি বুবলী-অপুর মধ্যে সম্পর্ক ভালো হয়ে গেছে? আদতে বিষয়টা যে তা নয়, সেটা পোস্টে শেয়ার করা ক্যাপশনের কয়েকটি শব্দের মাধ্যমে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়। বিনোদন অঙ্গনের অনেকে বলেছেন, এই পোস্ট শেয়ার করে বুবলীকে একরকম খোঁচা মেরেছেন অপু বিশ্বাস।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...