গল্পটি দুই জোড়া নর-নারীর। গোলাম রসুল আর জাহানারা স্বামী-স্ত্রী। রসুল একটি অফিসে কেরানির চাকরি করে। টানাপোড়েনের সংসার কিন্তু ভালোবাসার কমতি নেই। জাহানারার ইচ্ছে শহরে বসন্ত উৎসব দেখতে যাবে। কিন্তু রসুলের একটা নতুন শাড়ি কিনে দেয়ার সামর্থ্য নেই!
এদিকে
আরেক
যুগল
পিন্টু
আর
ডোনা।
ডোনা
বড়লোকের মেয়ে।
পিন্টু
বেকার
ও
বোহেমিয়ান। সে
ডোনাকে
প্রচণ্ড ভালোবাসে কিন্তু
সে
তাকে
কথায়
কথায়
পিন্টুর অবস্থা
নিয়ে
টিজ
করে।
পয়লা
ফাল্গুনে ডোনা
কালচারাল প্রোগ্রামে গান
করবে।
পিন্টু
চায়
তাকে
একটা
নতুন
শাড়ি
উপহার
দিতে।
কিন্তু
তার
সাধ্য
নেই।
এমন
দুই
দম্পতির পারিবারিক গল্পে
নির্মিত হয়েছে
নাটক
‘বাসন্তী রঙ
শাড়ি’। শুভাশিস সিনহার
রচনায়
এটি
নির্দেশনা দিয়েছেন হাসান
রেজাউল। মাহফুজার রহমানের প্রযোজনায় বিভিন্ন চরিত্রে অভিনয়
করেছেন
গোলাম
কিবরিয়া তানভীর,
নাবিলা
ইসলাম,
হাসনাত
রিপন,
সাবিহা
রিংকু,
হিন্দোল রায়,
ফাহিমসহ অনেকে।
নির্দেশক হাসান
রেজাউল
বলেন,
‘গল্পের
এক
পর্যায়ে গোলাম
রসুল
সততা
ছেড়ে
ঘুষের
টাকায়
বৌয়ের
জন্য
একটি
বাসন্তী রংয়ের
শাড়ি
কেনে।
অপরদিকে পিন্টু
একটা
খেলনা
পিস্তল
দিয়ে
সেই
সন্ধ্যায় রসুলের
কাছ
থেকে
শাড়ি
ও
টাকা-পয়সা ছিনতাই করে
নেয়!
এরপর
ঘটতে
থাকে
আরও
জটিল
সব
ঘটনা।
আশা
করছি
গল্পটি
দর্শকদের হৃদয়
ছুঁয়ে
যাবে।’


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...