পূজা চেরি ঢালিউডের এ প্রজন্মের তারকাদের অন্যতম। দর্শক মহলে তার জনপ্রিয়তা বেশ। এক সময় শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া পূজা এখন শীর্ষ চিত্রনায়িকাদের একজন। মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। গত ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পায় ছবিটি। এতে পূজার বিপরীতে আছেন এবিএম সুমন। এ ছবির শুটিং করে বেশ তৃপ্ত পূজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুনামগঞ্জের মনোরম পরিবেশে ছবির গানের শুটিং হয়েছে। এমন নয়নাভিরাম লোকেশনে শুটিংয়ের কথা কোনোদিন ভুলব না। অন্যান্য শুটিং শেষ হলে মনের মধ্যে কিছু না কিছু খচখচ করতে থাকে। কিন্তু ‘হৃদিতা’ সিনেমার শুটিং করে কী যে শান্তি পেয়েছিলাম তা বলে বোঝাতে পারব না। এই প্রথম সাহিত্যনির্ভর সিনেমায় কাজ করেছি। সেটিও আবার খুব জনপ্রিয় লেখক আনিসুল হকের গল্পে। গল্পের মতোই নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। দর্শক ভালো কিছুই পেতে যাচ্ছেন। ‘হৃদিতা’ দর্শকদের নিরাশ করবে না।’
হালের আরেক জনপ্রিয় তারকা সিয়াম আহমেদের সাথে পূজার রসায়ন বেশ জমজমাট। এ জুটির মুক্তি পাওয়া তিনটি ছবিই সাড়া ফেলেছে দর্শক মহলে। ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘শান’ ছবিতে তাদের একসঙ্গে দেখা গেছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এম রাহিমের ‘শান’ তো দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। পূজা সতর্ক পা ফেলেছেন বলেই এ জুটির ছবির সংখ্যা মাত্র তিনটি। জুটি প্রসঙ্গে পূজার ভাষ্য, অনেকদিন পর আমাদের জুটির মাধ্যমে ঢালিউড একটি জুটি পেয়ে যায়। জুটি তৈরি হওয়া ভাগ্যের ব্যাপার। হঠাৎ করে কিছু পেয়ে গেলে তা আগলে রাখতে হয়।
পূজা আরও বলেন, ‘আমরা জুটির আমেজ ধরে রাখতে চেয়েছি। ‘পোড়ামন-২’ ও ‘দহন’র পরে দু’জনের কাছে প্রচুর ছবির প্রস্তাব এসেছে। আমি বলব নাÑছবিগুলো খারাপ। আমার মতে, সেসব ছবির জন্য সিয়াম-পূজা জুটি মানানসই ছিল না। হয় আমার জন্য, না হয় সিয়ামের জন্য উপযুক্ত ছিল। আমরা অপেক্ষায় ছিলাম সেই ছবির, যেটি দেখে দর্শক বলবে এ জুটির কাজ ভালো হয়। চাইলেই সব কাজ করতে পারতাম। প্রচুর টাকা-পয়সা আয় হতো জুটিতে ভর করে। কিন্তু আমরা মান ধরে রাখতে চেয়েছি। জুটিটিকে আগলে রাখতে চেয়েছি। যাতে করে এ জুটির ছবি দেখতে গিয়ে দর্শকের আস্থা বজায় থাকে।’
এদিকে পূজা অভিনয় করেছেন এসএ হক অলিকের ‘গলুই’ ছবিতে। এ ছবিতে তার বিপরীতে ছিলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। পূজার সাথে শাকিবকে মানাবে কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। তবে ছবিতে তাদের রসায়ন দেখে বয়সের ব্যবধান টের পাননি দর্শক। পূজা উচ্ছ¡সিত এ নায়কের বিপরীতে অভিনয় করতে পেরে। তিনি বলেন, ‘একজন নতুন নায়ক বা নায়িকার বড় তারকার সাথে কাজ করা সৌভাগ্যের। সবাই চায় একজন ভালো অভিনয়শিল্পীর সাথে কাজ করতে। কখনো ভাবিনি সুপারস্টার শাকিব খানের সাথে কাজ হবে, তাও এত তাড়াতাড়ি। প্রস্তাব আসার পর গল্প, সহশিল্পী ও পরিচালকÑ সবকিছু দেখে মনে হলো কাজটি করা যায়, তাই কাজটি করেছি। মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, সিদ্ধান্ত সঠিক ছিল।’
এদিকে সিনেপাড়ায় জোর গুঞ্জন শাকিব খানের সাথে ফের জুটি বাঁধছেন পূজা। স¤প্রতি শাকিব খান ‘মায়া’ শীর্ষক ছবির জন্য সরকারি অনুদান পেয়েছেন। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। এ ছবিতে অভিনয় করবেন পূজা চেরিÑ এমন কথা শোনা যায় কান পাতলেই। নায়িকাও সায় দিয়েছেন এ গুঞ্জনে। তিনি জানান, ছবির গল্প অসাধারণ। বাংলাদেশে এমন গল্পে কাজ হয়েছে কি-না জানি না। কাজটি করার জন্য মুখিয়ে আছি। তাছাড়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানে প্রথমবার কাজ করতে যাচ্ছি। খুব ভালো লাগছে। তার মতো গুণী অভিনেতার সাথে ‘গলুই’র পর আরেকটি কাজ হতে যাচ্ছে, এটিও ভালো লাগার কারণ।
জুটি গড়ে ওঠলে গুঞ্জনও সৃষ্টি হয়। এ নিয়ে তার বক্তব্য, প্রথমদিকে খারাপ লাগত। এখন খারাপ লাগে না। আমাদের অভিনয় ভালো হয় বলেই দর্শক গুঞ্জন তোলে।
পূজা বলেন, ‘আমি যে চরিত্রে অভিনয় করি সেই চরিত্র ধারণ করার চেষ্টা করি। যেন দর্শক পূজা চেরিকে ভুলে যায়। সেই চরিত্রকে মনে রাখে।’
নিজস্ব প্রতিবেদক


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...