বিদ্যা সিনহা মিম বরাবরই যেন এক আক্ষেপের নাম। আবেদনময়ী শারীরিক গঠনের এ নায়িকার শুরুটা হয়েছিল জমকালোভাবে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। যার জন্য পেয়েছিলেন সমালোচকদের চোখে শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব, মেরিল প্রথম আলো পুরস্কারে। ক’বছর পর খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’ তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর মোটামুটি নিয়মিত বড়পর্দায় অভিনয় করে গেছেন মিম। কিন্তু, কোথায় যেন জমছিল না। মিম অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে। নিজের দ্বিতীয় ছবি, ‘আমার প্রাণের প্রিয়া’য়। যে ছবি দর্শকদের স্বপ্ন দেখিয়েছিল নতুন জুটির। অবশ্য নানা কারণে তা হয়নি। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে মিম যেন নতুন করে নিজেকে খুঁজে পেলেন। রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মুক্তির এতদিন পরও ছবিটি নিয়ে দর্শকের উচ্ছ¡াস যেন থামছেই না। সিনেপ্লেক্সগুলোয় ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় জানান দিচ্ছেন দর্শকরা। শুরুতে মাত্র ১১টি সিনেমা হল পেলেও দর্শক চাহিদায় হল সংখ্যা বেড়ে যায় দ্রæত। মিম ম্যাজিকে যেন সিনেমা হলে ফিরেছে দর্শক।
গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবিতে তিনটি শেডে অভিনয় করে দর্শকদের হৃদয়ে দাগ কেটেছেন সুইটহার্ট মিম। লাইভ টেকনোলজিস প্রযোজিত এ ছবিতে মিমের বিপরীতে আছেন শরীফুল রাজ ও ইয়াশ রোহান। আরও আছেন নাসির উদ্দিন, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিলি বাশার, শিল্পী সরকার অপু প্রমুখ।
‘পরাণ’-এ মিমের চরিত্রের নাম অনন্যা। তাকে ভালোবেসে ছবিটি দেখতে গিয়ে দর্শক গাল দিতে দিতে বের হয়েছে! শুরুতে বিষয়টি নিয়ে মন খারাপ হলেও পরবর্তী সময়ে মিম বুঝতে পেরেছেন এটিই তার সাফল্য। তার ভাষ্যে, দর্শক অনন্যাকে ভালোবাসা দিয়েছেন। আবার এ চরিত্রের জন্য ঘৃণাও জানিয়েছেন। দর্শকের এ অভিব্যক্তি আমাকে উৎসাহ দিয়েছে। এমন ডার্ক শেডের চরিত্র বেছে নেওয়ার সাহসী কারণ দর্শকদের ভিন্ন কিছুর স্বাদ দেওয়ার ইচ্ছে থেকে। ‘অনন্যা’ চরিত্রটির মধ্য দিয়ে আমি নিজেই নিজেকে চ্যালেঞ্জ করতে চেয়েছি। ‘পরাণ’র প্রতি দর্শকের ভালোবাসা তাই আমার জন্যও সফলতা।
মিম নিজে ঘুরেছেন বিভিন্ন সিনেমা হলে। একাধিকবার সিনেমাটি দেখেছেন। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘পর্দায় ‘অনন্যা’-কে দেখে আমার কাছে কৈফিয়ত জানতে চাচ্ছে। আমাকে বলতে হচ্ছে, গল্পটিই এমন। ময়মনসিংহে গরমের মধ্যে সিনেমা দেখছে দর্শক। আমরা যেদিন যাই, তার পরদিন মহিলা দর্শক দিয়ে হাউজফুল হয়েছে ‘পূরবী’। দর্শকের এমন ভালোবাসায় আমি মুগ্ধ। তাদের প্রতি কৃতজ্ঞ। এমন একটি সিনেমায় যুক্ত করার জন্য লাইভ টেকনোলজিসের প্রতিও জানাই কৃতজ্ঞতা।’
একটি সিনেমা সফল হলে সঙ্গতকারণেই প্রত্যাশার চাপে পড়ে যান অভিনয়শিল্পীরা। ‘পরাণ’র সাফল্য আগামী কাজে প্রত্যাশার চাপ বাড়বে কি না জানতে চাইলে মিমের সহাস্য উত্তর, ‘ভালো কাজ উপহার দিলে দর্শকের প্রত্যাশা বাড়াটাই স্বাভাবিক। এর ফলে নিজের ওপর ভালো কাজের দায়িত্ব বর্তায়। আমি বিষয়টি উপভোগ করছি।’
এ ছবির গান নিয়েও দেখা গেছে দর্শকের উচ্ছ¡াস। জনি হকের লেখা ‘চল নিরালায়’ তো ছবি মুক্তির আগেই ভাইরাল হয়ে পড়ে। গানটির সুর ও সংগীত আয়োজন করেন নাভেদ পারভেজ। এ গানে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিশা ও অয়ন চাকলাদার। গানটি মিমেরও ভীষণ প্রিয়। শুটিংয়ের ফাঁকে ফাঁকে প্রায়ই শুনতেন তিনি। মিম জানান, অনেক গান আছে একবার শুনলেই ভালো লাগে। আর কিছু গান বারবার শোনার পর ভালো লাগে। ‘চল নিরালায়’ এমন একটি গানÑপ্রথমবার শুনেই যা ভালো লেগে যায়। তবে ক’দিন আগে ছবির আরেকটি গান ‘জ্বলে রে পরাণ’র একটি ড্যান্স কভার প্রকাশ করেছেন মিম তার ইউটিউব চ্যানেলে। যে গানে তার সাথে কোমর দুলিয়েছেন হৃদি শেখ। গানটি গেয়েছেন নাবিলা রাহনূম। এ গানটিও ঝড় তুলেছে অন্তর্জালে। গানের শুরুতে মিম বলছেন, ‘পরাণ’-কে এত ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ।
জানা যায়, সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘পরাণ’ ছবির নির্মাণ শেষ হয় ২০১৯ সালে। পরের বছর ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল। প্রকাশ করা হয় টিজার। কিন্তু অতিমারি ও আনুষঙ্গিক নানা কারণে পিছিয়ে যায় মুক্তি। অবশেষে গত ঈদে ছবিটি মুক্তি দেওয়া হয়।
‘পরাণ’র মতো মিম অভিনীত আরও কয়েকটি ছবি চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে। তার মধ্যে আছে রায়হান রাফি’র ‘দামাল’ ও দীপঙ্কর দীপন’র ‘অন্তর্জাল’। রায়হান রাফি’র ‘ইত্তেফাক’র শুটিং এখনো বাকি বলে জানা গেছে। এর মধ্যে ‘দামাল’ মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছে। আগামী ২৮ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা। ‘দামাল’ ছবিতে মিমকে দেখা গেছে অন্য এক রূপে। ছবির ট্রেলারে তার অভিব্যক্তি বলে দেয় আরেকটি পালক যুক্ত হতে যাচ্ছে তার মুকুটে। এক ফেসবুক লাইভে দর্শকদের ছবিটি দেখার আহবান জানিয়ে মিম বলেন, ‘২৮ অক্টোবর ‘দামাল’ আসছে। এর ট্রেলার নিয়ে আপনাদের আগ্রহ ভীষণ ভালো লেগেছে। দেশের দর্শক আবার হলমুখী হচ্ছেন। সেখানে আমাদের সিনেমা অবদান রাখছে, এটাও আমাদের অন্যরকম পাওয়া। কারণ আমরা চাই, দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। অনেকেই বলছেন, ‘দামাল' ‘পরাণ’-কেও ছাড়িয়ে যাবে। এটাই দর্শকদের সত্যিকারের ভালোবাসা। এটাই সাপোর্ট। আপনারা ‘দামাল’র পাশে থাকুন।’
এদিকে ছোটপর্দায়ও চলছে মিমের ম্যাজিক। চারটি টেলিভিশন ফিচার ফিল্মে অভিনয় করেছেন গত ঈদে।
ফিরোজ আহমেদ বাবলু


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...