১৮ শতকের শেষার্ধ্বের ঘটনা। অল্প বয়সেই সিংহাসনে বসতে বাধ্য হন যুবরাজ ই সান। সংকল্প করেন, মানুষের ভালোর জন্য কাজ করবেন। একসময় সিয়ং ডিয়ক ইম নামের এক রাজপরিচারিকার প্রেমে পড়ে যান ই সান। তাকে উপপত্নী হওয়ার প্রস্তাব দেন। কিন্তু সিয়ং ডিয়ক ইম স্বাধীনচেতা নারী। নিজের স্বাধীনতা বজায় রাখতে সে মরিয়া। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে রাজার মনে হয়, দেশের জায়গায় ভালোবাসার মানুষকে যদি বেছে নিতেন, তাহলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো।সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি–ইন ও সং ইয়ন–হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ ‘দ্য রেড স্লিভ’। রোমান্টিক গল্প হলেও সিরিজটিতে তৎকালীন সময়ে রাজদাসীদের জীবন, সে সময়ের প্রেক্ষাপট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার সিরিজটি কোরীয় ভাষায় মুক্তি পেয়েছিল গত বছরের নভেম্বরে। সিরিজটি এখন বাংলাতেও দেখা যাবে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে গতকাল রাত আটটায় বাংলায় ডাব করা সিরিজটির প্রথম সাত পর্ব মুক্তি পেয়েছে। বাকি পর্বগুলো পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে।সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন–হো, লি সি–ইয়ং, কাং হুন প্রমুখ।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...