গানের ভুবনে দুই উজ্জল নক্ষত্র তাদের দু’জনের ভূমিকা স্মরণীয়। যদিও দুজনের গানের ধারায় পার্থক্য বিদ্যমান। তবে কালের সীমানা অতিক্রম করে তাদের কণ্ঠ-কথা-সুর গেঁথে আছে শ্রোতাদের মনে। তারা হলেন সুবীর নন্দী ও সঞ্জীব চৌধুরী।
১৯ নভেম্বর তারিখটি বাংলাদেশের শ্রোতাদের জন্য বিশেষ। কারণ এদিনটিতে একজনের জন্মদিন, আরেকজনের মৃত্যুবার্ষিকী। এর মধ্যে ১৯৫৩ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন সুবীর নন্দী। আর ২০০৭ সালের এই দিনে পৃথিবী ছেড়ে গেছেন সঞ্জীব চৌধুরী। জন্ম-মৃত্যুর সন্ধি ছাড়াও সুবীর-সঞ্জীবের মধ্যে আরেকটি মিল রয়েছে। তা হলো- তাদের দুজনেরই জন্ম ও বেড়ে ওঠা হবিগঞ্জে।
হবিগঞ্জের হোকুমার তেলিয়াপাড়ায় সুবীর নন্দীর জন্ম ও বেড়ে ওঠা। মায়ের কাছেই সংগীতের প্রাথমিক দীক্ষা পেয়েছিলেন তিনি। পরবর্তীতে একাধিক ওস্তাদের কাছ থেকে তালিম নিয়েছিলেন। যা তাকে শুদ্ধ সংগীতের অন্যতম শিল্পীতে পরিণত করে।
সিনেমা, টিভি-বেতার, অডিও আর মঞ্চ- সব ক্ষেত্রেই সুরেলা কণ্ঠের মুগ্ধতা ছড়িয়েছিলেন সুবীর নন্দী। সত্তরের দশকে তার প্লেব্যাক জীবন শুরু হয় ‘সূর্য গ্রহণ’ ছবির মাধ্যমে। এর আগে ১৯৬৭ সালেই বেতারের জন্য গান করেছিলেন তিনি। প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি গান কণ্ঠে ধারণ করেছিলেন এই নন্দিত শিল্পী। তার গাওয়া কয়েকটি শ্রোতাপ্রিয় গান হলো- ‘দিন যায় কথা থাকে’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘একটা ছিলো সোনার কন্যা’, ‘ও আমার উড়াল পঙ্খীরে’ ইত্যাদি।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...