বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই খুশির আয়োজন। চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শেষ মুহূর্তের আনন্দে তাই মাতোয়ারা দুর্গাভক্তরা। কেবল সাধারণ মানুষ নন, পুজোর রঙ ছুঁয়ে যাচ্ছে তারকাদের মনেও।পূজোয় এবার কেমন সেজেছেন বিনোদন জগতের দেবীরা?ঢালিউডের নায়িকাদের সোশ্যাল হ্যান্ডেল ঘেঁটে তার কিছুটা জেনে নেওয়া যাক...
বিয়ের পর এটিই বিদ্যা সিনহা মিমের প্রথম দুর্গাপূজা। সুতরাং আনন্দের মাত্রা এবার আকাশছোঁয়া। বিদ্যা সিনহা মিম জানিয়েছেন, বিজয়া দশমী তথা বিসর্জনের দিন থাকবেন শ্বশুরবাড়িতে, কুমিল্লায়। এর আগে অবশ্য ঢাকায় মণ্ডপ ঘুরে দেবীদর্শন করেছেন। পুজো উপলক্ষে বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করেছেন মিম। কখনও সাদা শাড়ির সঙ্গে লাল ব্লাউজ আর গয়নার মেলবন্ধন, কখনও হলুদে রাঙিয়েছেন নিজেকে।
পূজা চেরি কয়েকদিন ধরে শাকিব খান ইস্যুতে আলোচনার কেন্দ্রে। এ কারণে বাড়তি চাপও রয়েছে তার। কিন্তু সেই চাপে পুজোর আনন্দ মাটি করতে নারাজ নায়িকা। তাই নবমীর দিন (৪ অক্টোবর) জাঁকালো সাজে দেখা দিয়েছেন ফেসবুকে। সাদা-লাল-কালোর সংমিশ্রণে শাড়ি পরেছেন, রয়েছে ভারি গয়নাওটিপ-সিঁদুরেরউপস্থিতি।
নায়িকা অপু বিশ্বাস রয়েছেন কলকাতায়। ২২-এর পুজো তিনি উৎসবের শহরেই উদযাপন করছেন। বাদামী পেড়ে লাল শাড়িতে দিয়েছেন অষ্টমীর অঞ্জলি। সেই সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, পূজা মানেই লাল শাড়ি, আর ‘লাল শাড়ি’ তার আসন্ন সিনেমার নাম।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...