তিন জোড়া কাপলের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লাইফ ইজ বিউটিফুল’। পিএইচ এন্টারটেইনমেন্ট এর কর্নধার ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেনের প্রযোজনা ও পরিচালনায় সিনেমাটি নির্মিত হবে। পিয়াল হোসেনের গল্পে চিত্রনাট্য করেছেন শুভ্র সরকেল। সংলাপ লিখেছেন দিল। সম্প্রতি ধানমন্ডির এক রেস্তোরাঁয় সিনেমাটির নাম ঘোষণা করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা নিরব, অভিনেত্রী ববি, নিপুণ, কণ্ঠশিল্পী ও সুরকার আরফিন রুমি, মেহরিন, শফিক তুহিন সহ আরও অনেকে।
‘লাইফ ইজ বিউটিফুল’-এ অভিনয় করবেন ববি, নিপুণ, নিরব, আসিফ আহমেদ খান সহ আরও অনেকে। সিনেমাটির কো-প্রডিউসর হিসেবে আছেন সাকিব সনেট, তপু খান এবং সেলিব্রেটি প্রোডাকশন হাউজ। ববি বলেন, ‘এ সিনেমার গল্প আমার কাছে অসম্ভব ভালো লাগছে। যে চরিত্রে অভিনয় করব সেই চরিত্রটির একটা লেয়ার আছে, যা দর্শকদের ভাবাবে। সিনেমাটি দেখতে দেখতে দর্শক বলবেনÑ সত্যিই লাইফ ইজ বিউটিফুল।’
এখন দর্শকরা ভালো গল্পের সিনেমা ছাড়া দেখতে চান না। সেসব দর্শক আশাহত হবেন না আশা করছি। পরিচালক পিয়াল হোসেন বলেন, ‘এ ছবির গল্প তিন জোড়া কাপলের গল্প নিয়ে। তাদের গল্পগুলো আলাদা আলাদা গল্প, কিন্তু এক সুতোয় গাঁথা। প্রতিটি গল্প আলাদা করে একটা সিনেমা মনে হবে। সিনেমাটির গল্প ভাবনা আমারই। লিখেছেন দিল। ব্যতিক্রম একটা কিছু হবে বলে আশা করছি।’ ‘লাইফ ইজ বিউটিফুল’ সিনেমায় চারটি গানের কণ্ঠশিল্পী ও সুরকার হলেন আফরিন রুমি, মেহরিন, শফিক তুহিন, কোনাল, সিথি সাহা, পূজা ও সৈয়দ অমি।
নিলুফা ইয়াসমিন
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...