আজকাল নেটফ্লিক্স, আমাজন প্রাইম, ইউটিউব ইত্যাদির কল্যাণে দক্ষিণী সিনেমার স্বাদ গ্রহণ করছেন সব দর্শক। এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলেও প্রতিদিন দক্ষিণী ছবির হিন্দি ডাব ভার্সন নিয়মিতভাবে দেখানো হচ্ছে। মূলত আজকাল দক্ষিণী তামিল, তেলেগু, মালায়মল, কন্নড় ভাষার ছবিগুলো হিন্দিতে ডাব হয়ে কিংবা মূল ভাষাতেই সব ভাষাভাষি দর্শকদের সামনে আসছে। এখন বলিউডি সিনেমার পাশাপাশি দক্ষিণী সিনেমাগুলো বিপুল দর্শকের কাছে আগ্রহ ও কৌত‚হলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিয়মিতভাবে দক্ষিণী সিনেমা দেখা দর্শকের সংখ্যা এখন অনেক। ফলশ্রæতিতে দক্ষিণী সিনেমার পাত্রপাত্রীরাও বেশ জনপ্রিয় এবং পরিচিত মুখ হয়ে ওঠছেন ঘরে ঘরে। সেখানকার জনপ্রিয় নায়ক-নায়িকার নতুন নতুন সিনেমার ব্যাপারে খোঁজ-খবর রাখছেন অনেক দর্শক। এসব কারণে বলিউডে আজকাল দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখদের নিয়ে আসার মাধ্যমে আলাদা চমক সৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র দক্ষিণী তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ভাষার ছবিতে কাজ করে আজকাল সন্তুষ্ট থাকছেন না সেখানকার জনপ্রিয় নায়িকারা। তারা অধিকতর সাফল্য, পরিচিতি, জনপ্রিয়তা, প্রভাব প্রতিপত্তির উচ্চাভিলাসে এখন হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয়ে উৎসাহী হচ্ছেন। নয়নতারার পরিচিতি এবং জনপ্রিয়তা এখন শুধুমাত্র তামিল তেলেগু মালায়লাম সিনেমার দর্শকদের মধ্যে সীমাবদ্ধ নেই। নয়নতারা অভিনীত বেশিরভাগ ছবিই কোটি কোটি দর্শক দেখার সুযোগ পেয়েছেন। এভাবেই দক্ষিণী এই জনপ্রিয় সুপারস্টার অভিনেত্রীর পরিচিতি ও ব্যাপক জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশ তথা বিশ্বজুড়ে। তাকে সবাই দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার আখ্যা দিয়েছেন আরও আগেই। ১৮ বছর আগে মাত্র ১৮ বছর বয়সে সেখানকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে শীর্ষ জনপ্রিয় তারকা অভিনেত্রীর আসনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনিই একমাত্র দক্ষিণী সিনেমার অভিনেত্রী, যিনি গত ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া সেরা ১০০ সেলিব্রেটিদের একজন হিসেবে বিবেচিত হয়েছেন। ৩৭ বছর বয়সী এই চিত্র তারকার অভিনীত ছবির সংখ্যা এর মধ্যেই ৭৫ অতিক্রম করেছে। এর মধ্যে তামিল, তেলেগু এবং মালায়লাম তিন ভাষারই ছবি রয়েছে। এত যোগ্যতা এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী অভিনেত্রীটি হলেন নয়নতারা। দক্ষিণী চিত্রলোকের নামি-দামি জনপ্রিয় তারকা অভিনেত্রীদের অনেকেই বিভিন্ন সময়ে বলিউড অঙ্গনে পা রাখলেও তাকে এ পর্যন্ত হিন্দি সিনেমায় দেখা যায়নি। যদিও বহু আগে থেকেই লোভনীয় সব অফার পেয়ে আসছেন বলিউডের বড় বড় ব্যানার, প্রতিষ্ঠিত বিখ্যাত পরিচালক প্রযোজকদের ছবিতে অভিনয়ের। নয়নতারা এতদিন বলিউডের ব্যাপারে উন্নাসিক ছিলেনÑ তা হয়তো বলা যাবেনা। তিনি উপযুক্ত সময় এবং সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই সময় এবং সুযোগ এসেছে। দক্ষিণী চিত্রলোকের লেডি সুপারস্টার নয়নতারাও অবশেষে বলিউডে পা রাখছেন। তামিল তেলেগু মালায়লাম সিনেমার দাপুটে নায়িকা বলিউড কিং শাহরুখ খানের বিপরীতে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘জাওয়ান’র জন্য শুটিং শুরু করেছেন। দক্ষিণী সিনেমার অঙ্গনে সাড়া জাগানো তরুণ চিত্রনির্মাতা অ্যাটলির নতুন ছবিতে বলিউড বাদশা শাহরুখ খান অভিনয় করতে যাচ্ছেনÑ এমন একটি খবর বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। ‘রাজা রাণী’, ‘থেরি’, ‘মার্সাল’, ‘বিগিল’র মতো সাড়া জাগানো সব ছবির পরিচালক অ্যাটলি শাহরুখকে কাস্ট করে বলিউডে ছবি তৈরি করবেনÑ তেমন খবরে সবাই নড়েচড়ে বসেছিল। দক্ষিণী তরুণ চিত্রনির্মাতা অ্যাটলি, যিনি ইতোমধ্যে বেশ অনেকগুলো সাড়া জাগানো সিনেমা উপহার দিয়ে তরুণবয়সী দর্শকদের মন জয় করে নিয়েছেন। সাধারণত হলিউড এবং বিশ্বখ্যাত বিভিন্ন সিনেমা অবলম্বনে সফল ছবি নির্মাণে হাত পাকিয়েছেন এই অল্পবয়সী চিত্রনির্মাতা। জানা গেছে, শাহরুখ-নয়নতারা জুটির নির্মাণধীন ‘জাওয়ান’ ছবিটি বিখ্যাত স্প্যানিশ থ্রিলার ড্রামা সিরিজ ‘মানি হেইস্ট’ এর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে। যেখানে শাহরুখকে একই সঙ্গে দ্বৈত চরিত্রে দেখা যাবে। বলিউডে একটি হাইভোল্টেজ ক্রাইম সাসপেন্স থ্রিলার ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হওয়ায় নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছেন নয়নতারা।
বেশ কয়েকবার ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারসহ আরও বহু পুরস্কার ইতোমধ্যে নিজের ঝুলিতে পুরেছেন মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে। বাঙালোরের মালয়ালি খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া মেয়েটি এয়ার ফোর্সে কর্মরত পিতার চাকরিসূত্রে ভারতের বিভিন্ন শহরের স্কুল-কলেজে পড়ালেখার সুযোগ পেয়েছেন। ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েশন করা নয়নতারা কলেজে পড়ার সময়ে পার্টটাইম মডেল হিসেবে কাজ করতেন। তখন তার কাজ দেখে বেশ কয়েকজন চিত্রনির্মাতা নায়িকা হওয়ার প্রস্তাব দেন। এভাবেই দক্ষিণী সিনেমার অঙ্গনে নয়নতারার পথচলা শুরু হয়েছিল। ধীরে ধীরে তিনি নিজেকে তামিল, তেলেগু এবং মালায়লাম ছবিতে নিজেকে আবশ্যকীয় তারকা করে তোলেন। এবার বলিউডে পা রাখার মাধ্যমে নয়নতারা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করলেন। এই মুহ‚র্তে বলিউডের বহুল আলোচিত এবং সাড়া জাগানো কাস্টিংয়ের বড় আয়োজনের সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে ‘জাওয়ান’। তেমনি একটি ছবির মাধ্যমে দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার বলিউডে অভিষেক হওয়ার ব্যাপারটিও আলাদা চমক সৃষ্টি করেছে। বৃত্তের বাইরে এসে নিজের যোগ্যতা এবং সক্ষমতার প্রমাণ দিতে সচেষ্ট তিনি পুরোপুরিভাবে। পুরানো দীর্ঘদিনের কর্মক্ষেত্রের চিরচেনা পরিবেশের গন্ডি ছাড়িয়ে বলিউডে কাজ করতে তার তেমন সমস্যা হবে না হয়তো-বা, তারপরও বলিউডে নিজের অভিষেকটাকে কোনোভাবেই হেলাফেলা ব্যাপার ভাবতে চান না এই দক্ষিণী লেডি সুপারস্টার।
তাহমিনা মিলি


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...