সৌন্দর্য বর্ধন করতে গিয়ে শরীর নিয়ে বলিউড তারকাদের কাটাছেঁড়া নতুন কিছু নয়। তবে তা নিয়ে প্রকাশ্যে তেমন কেউ কথা বলেন না। ব্যতিক্রম রাধিকা আপ্তে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার অনেক বলিউড সহকর্মী অস্ত্রোপচার করিয়েছেন। যা তার ভীষণ অপছন্দ। সেই সাক্ষাৎকারে এটিও রাধিকা জানিয়েছেন, বলিউডের ‘বিষাক্ত’ পরিবেশ থেকে দূরে থাকতে চান বলেই শুটিং শেষে লন্ডনে স্বামীর সঙ্গে সময় কাটাতে চলে যান। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তাকেও অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল। রাধিকা বলেন, ‘যখন শুরু করি, তখন আমাকে আমার শরীর ও মুখে নানা ধরনের অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। প্রথম সাক্ষাতেই বলা হয়, অস্ত্রোপচার করে নাকের গঠন বদল করতে। দ্বিতীয় সাক্ষাতে বলা হয়, স্তন প্রতিস্থাপন করতে। এরপর এ ধরনের কথা চলতেই থাকে। কখনো আমাকে পায়ে বা চিবুকে কিছুটা বদল আনার পরামর্শ দেওয়া হয়, আবার কখনো গালে। একসময় আমাকে বোটক্স ইনজেকশন নিতেও বলা হয়।’ অনন্যা পান্ডেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাকেও ক্যারিয়ারের শুরুতে স্তন প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছিল। কৃত্রিম সৌন্দর্য বর্ধন নিয়ে কতটা ক্ষুব্ধ তিনি, সেটি বোঝা যায় রাধিকার কথায়Ñ ‘আমি চুলে রং করালাম প্রায় ৩০ বছর পর। একটি সাধারণ ইনজেকশনও নিতে যাই না। আর আমি কি-না করাব অস্ত্রোপচার? তথাকথিত সুন্দর হতে হবে এটা আমার ওপর চাপ সৃষ্টি করেনি; বরং রাগ উগরে দিয়েছে। নিজের শরীরকে বেশি করে ভালোবাসতে শিখিয়েছে।’ চেহারা থেকে বয়সের ছাপ মুছতে বোটক্স ইনজেকশন নিতে একেবারেই আগ্রহী নন তিনি। তিনি বলেন প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কিছু করতে চান না। বয়স তো বাড়বে, এটা প্রকৃতির নিয়ম। অদ্ভুত অভিজ্ঞতার শিকার নায়িকা।
রাধিকা আপ্তে মানেই বোল্ড আর বিউটিফুল। তথাকথিত মশালা ছবির অংশ হতে কোনোদিনই দেখা যায়নি তাকে। অন্য ধারার ছবির মাধ্যমেই দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন ‘পার্চড’ নায়িকা। তবে বলিউডে যে তার ফিল্মি ক্যারিয়ার মসৃণ ছিল তেমনটা নয়। আজকের এই জনপ্রিয় নায়িকা বহুবার ‘রিজেকশন’র মুখোমুখি হয়েছেন এবং আজও হচ্ছেন। রাধিকা জানিয়েছেন ছবি থেকে বাদ পড়বার কিছু অদ্ভূত কারণ, যা শুনলে যে কেউ হয়রান হবেন। অভিনেত্রী জানান, স¤প্রতি আমাকে একটি ছবি থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ অন্য অভিনেত্রীর স্তনযুগল আর ঠোঁট আমার চেয়ে বড়। আমাকে বলা হয়েছে, ওকে বেশি সেক্সি লাগে দেখতে, আর সেটাই বিক্রি হবে। আসলে শরীরে যতœ নেওয়ায় বিশ্বাসী হলেও সেটি পালটে ফেলতে রাজি নন তিনি, পাশাপাশি নিজের অভিনয় দক্ষতাকে ঘষে মেজে আরও নিঁখুত করে তুলতেই বেশি মনোযোগ দেন তিনি। আগামীতে ‘বিক্রম বেদা’ ছবিতে দেখা যাবে রাধিকা আপ্তেকে। একের পর এক বাণিজ্যিক ছবির প্রস্তাব ফেরালেও ‘বিক্রম বেদা’-কে অগ্রাহ্য করতে পারেননি রাধিকা। ‘বিক্রম বেদা’ ছবির অভিজ্ঞতা যে আলাদাই! এই প্রথম বাণিজ্যিক ছবি করে এত আনন্দ পেয়েছেন রাধিকা আপ্তে। বড় কাজ, অথচ এতটাই গোছানো যে শুটিং স্পটে আসতে হয়েছিল মাত্র ১২ দিন। ঝটিকা সফরের মতোই শেষ হয়েছিল ‘বিক্রম বেদা’র হিন্দি সংস্করণের শুটিং। কাজ শেষ হতেই কেঁদে ভাসান রাধিকা। কেন এত মন খারাপ? রাধিকা জানান, পরিচালক দম্পতি গায়ত্রী এবং পুষ্কর দু’জনেই এত ভালো মানুষ যে, তাদের সাহচর্য ছেড়ে যেতেই ইচ্ছে করত না। ‘বিক্রম বেদা’ ছবিতে রাধিকা ছাড়াও অভিনয় করেছেন হৃত্বিক রোশন এবং সাইফ আলি খান। ২০১৭ সালে মুক্তি পাওয়া একই নামের প্রশংসিত তামিল ছবির হিন্দি রিমেক এটি। ৩০ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ছবিতে আছেন সাইফ আলী খান ও হৃতিক রোশন। বড় দুই তারকার সঙ্গে ‘বিক্রম বেদা’য় অভিনয় নিয়ে রাধিকা বলেন, ‘ছবিতে আমার চরিত্রটি যথেষ্ট জটিল। কিন্তু চরিত্রটির জন্য প্রস্তুতি নেই। মূল তামিল ছবিটি দেখেছিলাম আর সেটে অনুশীলন করেছি। আমি সাইফের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি, বেশির ভাগ দৃশ্যই তার সঙ্গে ছিল। আগে বেশ কয়েকটি প্রজেক্ট একসঙ্গে করেছি। ফলে তার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। ছোট একটা দৃশ্য ছিল হৃতিকের সঙ্গে। তাদের সঙ্গে কাজ করা দারুণ ব্যাপার।’ ছবিটি নিছক থ্রিলার নয়, একটি অন্য দর্শনের কথাও বলে। কিন্তু হঠাৎ চেনা গÐি ছেড়ে বাণিজ্যিক ছবিতে কেন এলেন রাধিকা? মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার আগ্রহের কারণ ছিল ছবির অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গি। চলতি দুনিয়াকে সাদা-কালো হিসেবে না দেখে সূ² স্তরে উপস্থাপন করেছে ‘বিক্রম বেদা’। এই ব্যাপারটাই তাকে টেনেছিল বলে জানান রাধিকা। ‘পার্চড’র অভিনেত্রীর কথায়, অনেক বড় বড় ছবির প্রস্তাব ফিরিয়েছি। কিন্তু এই চিত্রনাট্যের সঙ্গে আমার আবেগ-অনুভ‚তি মিলে গিয়েছিল। আমিও এ ভাবেই ভাবি। তাই অগ্রাহ্য করতে পারিনি। এত উপভোগ করেছি কাজ করে যে, বলার নয়! শুটিং শেষ হতে তাই কেঁদে ফেলেছিলাম। ‘বিক্রম বেদা’ ছাড়াও মনিকা, ও মাই ডার্লিং নামে রাধিকার আরেকটি ছবি আছে মুক্তির অপেক্ষায়। ৩৭-এ পা দিয়েছেন বলি অভিনেত্রী রাধিকা। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ মুক্তি পাওয়া ছবি ‘ফরেনসিক’ এ রাধিকাকে দেখা দেখা গেছে পুলিশ অফিসার মেঘা শর্মার চরিত্রে। ‘ফরেনসিক’ সেভাবে আলোচিত হয়নি। ‘সেক্রেড গেমস’, ‘ঘুল’ দিয়ে ভারতে ওটিটির জনপ্রিয়তার পেছনে বড় ভ‚মিকা রেখেছিলেন রাধিকা আপ্তে। সেই সময়ে ‘প্যাডম্যান’, ‘আন্ধাধুন’সহ বড় পর্দারও বেশ কয়েকটি আলোচিত ছবিতে কাজ করেছেন এ অভিনেত্রী। তবে ভক্তরা মনে করছেন, মুক্তির অপেক্ষায় থাকা ‘বিক্রম বেদা’ দিয়ে ঠিকই ফিরবেন রাধিকা। ভারতে ওটিটিতে সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন রাধিকা। তারপর আরও অনেকেই স্ট্রিমিং সাইটগুলোয় কাজ করে আলোচিত হচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন দুর্দান্ত সব অভিনয়শিল্পী দারুণ সব চরিত্রে অভিনয় করছে। এটা কিন্তু আগে দেখা যেত না। অনেক নারীপ্রধান চরিত্র লেখা হচ্ছে। এটা শিল্পীদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
রেজাউল করিম খোকন


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...