জেবা আতিয়া, এরইমধ্যে মিডিয়াতে পরিচিত হতে শুরু করেছে নামটি। সৌন্দর্যের সংজ্ঞায় জেবার কোনো কমতি নেই। দোহারা গড়ন, মিষ্টি হাসি, ডাগর চোখের চাহনি, সাড়ে ৫ ফুট উচ্চতার এ মেয়েটি সবার নজর কেড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে জেবা। বাবা পেশায় একজন ব্যবসায়ী। মিডিয়ায় কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই। জেবা কাজ করেছেন বেশকিছু বিজ্ঞাপনচিত্র ও নাটকে। এ নিয়ে জেবার উচ্ছ¡াসের কমতি নেই।
ইতিমধ্যে মিডিয়ায় কাজ শুরু করেছেন। কেমন লাগছে?এ প্রশ্নের উত্তরে জেবা বলেন, ‘উবার’র বিজ্ঞাপন চিত্রে কাজ করে বেশ সাড়া পেয়েছি। কিছু মিউজিক ভিডিওতেও কাজ করা হয়েছে। পাশাপাশি কিছু ধারাবাহিক নাটকেও নিয়মিত কাজ করে যাচ্ছি।’
এছাড়াও জেবা মডেল হিসাবে কাজ করেছেন অকোড, মানশা, ফ্যান্সি, রেড, ফক্স, ভারগো, প্রেম কালেকশন, ভিভা, আমিরা, ফ্রিডম, আনজারা ইত্যাদি ব্র্যান্ডের সাথে।
ফেস অফ এশিয়া ২০২২-এর টপ ফাইভ কুয়িন অফ বাংলাদেশ ২০২২-এর উইনার হিসাবে নিজেকে নিজেই সুপরিচিত করেছেন মিডিয়া অঙ্গনে।
শান্ত মারিয়াম বিশ^বিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে অধ্যয়নরত জেবা। অগ্রজদের সহায়তা ও দর্শকের ভালোবাসায় সবাইকে ভালো কিছু করে দেখিয়ে দিতে প্রস্তুত মেয়েটি।
নায়িকা সংকটে মিডিয়া অঙ্গন, তাই জেবার আগমনকে বেশ ভালোভাবেই নিচ্ছেন দর্শকরা।
জেবা ভালো মেয়ে। দেখতেও সুন্দরী; শিক্ষিত, স্মার্ট। আশা করি সে আগামীতেও ভালো করবে। কারণ ভালো কাজ উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ জেবা।
নিজস্ব প্রতিবেদক
ছবি : জাফরুল ইসলাম
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...