অধ্যক্ষ কামরুজ্জামান ক্রিয়েটিভ ইনস্টিটিউটের তত্তাবধানে শুরু হতে যাওয়া আনন্দ গ্রুমিং স্কুলের অংশ হিসেবে সমপ্রতি একটি সেশন অনুষ্ঠিত হয়ে গেল। এতে অংশ নেন সাত জন মডেল এবং সাত জন মেকাপ আর্টিস্ট। এটি আনন্দ গ্রুমিং স্কুলের প্রথম ব্যাচের শুভ সূচনার অংশবিশেষ। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুমতি গ্রুপের চেয়ারম্যান জিএম গোলাম নবী সিআইপি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ লহরী ম্যাগাজিনের প্রধান সম্পাদক মহসীন সুপ্ত, শামসুল আলম, আনন্দ লহরীর সহযোগী সম্পাদক ফিরোজ আহমেদ বাবলু। কেক কেটে আনন্দ গ্রুমিং স্কুলের ব্রাইডাল ক্যাম্পেইন সিজন-১ এর উদ্বোধন করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আনন্দ লহরীর প্রকাশক জাহিদ শাওন।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করা সকল মডেল ও মেকাপ আর্টিস্টকে বিশেষ সম্মাননাপূর্বক পাঁচ হাজার টাকা করে প্রদান করেন আনন্দ লহরীর উপদেষ্টা জিএম গোলাম নবী সিআইপি।
প্রথম মডেল বিজয়ী হয়েছেন মেহেরিন আফরোজ অঙ্কন। তাকে এই সুন্দরতম লুক দিয়ে ফুটিয়ে তুলেছেন মেকাপ আর্টিস্ট কঙ্কন। দ্বিতীয় মডেল বিজয়ী হয়েছেন মিতেরা মাহবুব শৈলী। তাকে মেকআপের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন মেকআপ আর্টিস্ট লাবনি হোসাইন।
অনুষ্ঠানে লেহেঙ্গা স্পনসর করেছে আঞ্জারা এবং জুয়েলারি স্পনসর করেছে শাম্মি’স। মেকওভার পার্টনার হিসেবে ছিল আলিফ মেকআপ স্টুডিও।
আলিফ নূর
ছবি : জাফরুল ইসলাম
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...