ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা আজ সাফ ফুটবলের সেমিফাইনালে নামছে ভুটানের বিপক্ষে। বাংলাদেশ ও ভুটান প্রথম সেমিফাইনাল
আজ শুক্রবার বাংলাদেশ সময় সোয়া ১টায় নেপালের কাঠমান্ডুতে শুরু হবে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল সন্ধ্যা সোয়া ৬টায় । এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিতের পর বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে চেয়েছিল ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালকে এড়াতে। অর্থাৎ ভুটানকেই সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে চেয়েছিল বাংলাদেশ। সে লক্ষ্য পূরণ হয়েছে ভারতকে হারিয়ে। তবে ভুটানকে কোনোভাবে ছোট করে দেখতে নারাজ বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেছেন, ‘ভুটান ভালো খেলে বলেই সেমিফাইনালে এসেছে। ভুটান শক্তিশালী দল। আমাদেরও পুরো প্রস্তুতি নিয়ে নামতে হবে এবং জয় নিয়ে মাঠ ছাড়তে হবে। সেমিফাইনালে আসার পথে শ্রীলংকাকে ৫ গোলে হারিয়ে এসেছে ভুটান। ভুটানকে খাটো করে দেখার কোন সুযোগই নেই।’ দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ আসরে এর আগে বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভুটান তিনবার। সাবিনা-কৃষ্ণাদের বিপক্ষে খেলা তিন ম্যাচের সবগুলোতেই হার তাদের। ১২ গোল হজম করে কখনও বাংলাদেশের জালের নাগাল পায়নি তারা।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
ব্যক্তিত্ব
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
ব্যক্তিত্ব
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...