থাইল্যান্ডের ফুকেটের
সমুদ্র
সৈকত
থেকে
নতুন
ভিডিও
শেয়ার
করেছেন
নুসরাত।
এক
ফ্রেমে
রোমান্সে
মেতেছেন
যশ
ও নুসরাত।
কয়েকদিন
ধরে
ইনস্টাগ্রামে
উষ্ণতা
বাড়িয়েছেন
এই
ভারতীয়
অভিনেত্রী।
রিঅ্যাকশন
আর
কমেন্টে
ভাসছে
সব
পোস্ট।
একসাথে ঘুরতে
গেলেও
নিজেকে
এককভাবে
তুলে
ধরেছেন
নুসরাত।
দর্শকদের
প্রত্যাশা
পূরণ
হয়েছে
নতুন
ভিডিওতে।
নতুন
রিলে
যশ-নুসরাতে
‘গলাগলি’
এখন
ভাইরাল।
কখনও
মনোকিনি,
কখনও
শর্টস,
কখনও
আবার
অফ
শোল্ডার
মিনি
ড্রেস,
ফুকেট
থেকে
নুসরাতের
শেয়ার
করা
প্রতিটা
ছবিই
যেন
‘আলোচিত’। যে
রিল
নুসরাত
শেয়ার
করেছেন
সেখানে
বউয়ের
কোমর
আকড়ে
ধরে
থাকতে
দেখা
গেল
যশকে।
একপলকে
তাকিয়ে
আছেন
একে-অপরের
দিকে।
চারিদিকে
সুনীল
জলরাশি,
বোটের
উপরে
প্রেম
যেন
উথলে
উঠছে
এই
দুই
তারকার।
এদিকে
ঈশানের
জন্মের
কয়েকমাস
পর
নুসরাত
মেনে
নেন,
যশই
তাঁর
ছেলের
বাবা।
তার
কয়েকমাস
পর
যশের
জন্মদিনে
‘হাজবেন্ড’
লেখা
কেক
কেটে
আভাস
দিয়েছিলেন
বিয়ের।
তবে
সম্পর্কের
খুটিনাটি
নিয়ে
কথা
বলেননি
কখনোই।
সম্প্রতি
এক
ইনস্টাগ্রাম
ব্যবহারকারী
নুসরাতকে
সোশ্যাল
মিডিয়ায়
প্রশ্ন
করেছিলেন,
কেন
নিজে
মুসলমান
হয়ে
তিনি
বারবার
হিন্দু
ছেলেদের
বিয়ে
করছেন?
যে
প্রশ্নে
একপ্রকার
রেগেই
যান
অভিনেত্রী।
উত্তর
দেন,
‘তুমি
ঠিক
কোন
গ্রহের
প্রাণী?
তুমি
কি
মানুষৃ!


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...