যেকোন উৎসব এলেই মেহেদি লাগানোর ধুম পড়ে যায়। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, ঈদ, পূজা সকল ধরণের অনুষ্ঠান যেন মেহেদি বিহীন কল্পনা করা যায় না। মেহেদি ছাড়া মনে হয় সকল অনুষ্ঠানের কোথাও একটা অপূর্তা থেকে যায় প্রতিটি নারীর জন্য।বাহারি ডিজাইনে মেহেদি লাগানো হয় হাতে-পায়ে। অনেকেই আবার কষ্ট করে দুই হাত ভরে মেহেদি পরলেও গাঢ় রঙের অভাবে তা সৌন্দর্য হারায়। অনেক সময় দেখা যায় সারারাত হাতে মেহেদি রাখলেও গাঢ় রং মেলে না।
এজন্য যে কোনো অনুষ্ঠান বা উৎসবে মেহেদি ব্যবহার করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। তাহলে ই পাবেন মেহেদির গাঢ় রং। জেনে নিন মেহেদির রং গাঢ় করার কৌশল—
মেহেদি ব্যবহারের আগে হাত-পা শেভ কিংবা ওয়াস করবেন না। এজন্য ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে ওই ত্বকে মেহেদি ব্যবহার করলে গাঢ় রং পাওয়া যায় না। মেহেদি লাগানোর অন্তত ৩-৪ দিন আগে এসব কাজ সম্পন্ন করুন।
গাঢ় রং পেতে উৎসব বা অনুষ্ঠানের অন্তত ২৪ বা ৪৮ ঘণ্টা আগে মেহেদি ব্যবহার করুন। সর্বোচ্চ ৭-১২ ঘণ্টা মেহেদি হাতে রাখুন। তাহলেই পাবেন গাঢ় রং।
মেহেদি কিছুটা শুকানোর পর একটি তুলোর বল লেবুর রস ও চিনির মিশ্রণে ডুবিয়ে ব্যবহার করুন। তারপর মেহেদি পুরোপুরি শুকিয়ে গেলে এটি ঘঁষে তুলে ফেলুন। তবে লেবু ও চিনির দ্রবণ অতিরিক্ত ব্যবহার করবেন না।
সরিষার তেল ব্যবহার করুন মেহেদির স্থানে। তারপর একটি ব্যান্ডেজ দিয়ে স্থানটি ঢেকে ঘুমিয়ে পড়ুন রাতে। সকালে দেখবেন মেহেদির রং অনেকটাই গাঢ় হয়েছে।
সাবান পানি দিয়ে কখনো মেহেদি তুলবেন না। এছাড়া মেহেদি তুলে ফেলার পরও কমপক্ষে ১২ ঘণ্টা ওখানে পানি লাগাবেন না।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...