পড়াশোনা আর খেলাধুলা করে কেটেছে শৈশব। প্রাথমিকের সীমা পেরিয়ে মাধ্যমিক শেষ না হতেই যোগ দেন শিশু সাংবাদিকতায়। সেই থেকে একের পর এক প্রাপ্তি যোগ হয়েছে তার অর্জনের তালিকায়। বলছিলাম মাগুরার ছেলে শাকিলুর রহমানের কথা।
২০১৬ সালে ফেসবুকের এক বন্ধুর হাত ধরে জাতীয় অনলাইন পোর্টাল বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকতার সাইট হ্যালো’তে কাজ শুরু করেন। এরপর থেকেই ‘হিজড়া শিশুরা কষ্টে আছে’, ‘ভিক্ষানির্ভর মুক্তিযোদ্ধার জীবন’, ‘বিদ্যালয়ের মাঠ দখল করে হাট’ এবং ‘সোনাপুর বাঁশের সাকোর বেহাল অবস্থা’Ñ এরকম বেশকিছু সংবাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশের পর ব্যাপক সুনাম অর্জন করেন শাকিল। ২০১৮ সালে মনোনীত হয়েছিলেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের সংবাদ বিভাগে পুরস্কারের জন্য।
মাধ্যমিক শেষ করে শিশু সাংবাদিকতার পাঠ চুকিয়ে ঢাকায় আসেন তিনি। প্রথম সারির জাতীয় দৈনিক ও বেশকিছু অনলাইন পোর্টালে বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করেন কয়েক বছর। এরপর ভাবলেন চলচ্চিত্রের ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করবেন। যেই ভাবনা সেই কাজ। কয়েকজন উদ্যমী তরুণের সাহায্যে ধীরে ধীরে গড়ে তুলেছেন এসকে মিডিয়া।
তরুণ এই উদ্যোক্তা শাকিলুর রহমান বলেন, ‘বাংলাদেশের সিনেমা ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ বেশি একটা নেই। ভাবলাম এটাই করি; তাই বেশ কয়েকজন মিলে এসকে মিডিয়া গড়ে তুলি। ‘নোলক’ সিনেমার মাধ্যামে এসকে মিডিয়ার ডিজিটাল মার্কেটিংয়ের যাত্রা শুরু হয়। এর পর থেকে একে একে বেশকিছু সিনেমার মার্কেটিংয়ের কাজ শেষে ধীরে ধীরে ওয়েব সিরিজ, নাটক ও মিউজিক ভিডিও নিয়ে কাজ শুরু করি। সম্প্রতি আমাদের ওয়েবসাইট এসেছে। তাছাড়া অ্যাপস ডেভেলপমেন্টের কাজ চলছে। বিনোদন, খেলাধুলা, তথ্য প্রযুক্তি, ভ্রমণ সাহিত্যসহ আরও বেশকিছু বিভাগ নিয়ে কাজ করছে এসকে মিডিয়া।’
তিনি আরও বলেন, ‘এসকে মিডিয়ার টিম মেম্বারদের অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি ধন্যবাদ দিতে চাই দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওকোড’র সকল কর্মকর্তাদেরকে। এছাড়াও নাহরীন আপু, সাদিয়া আপু, সুমন ভাই, শিমুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। আশা করি, সব সময় আপনাদেরকে পাশে পাব।’
এরই মধ্যে নতুন একটি প্রজেক্ট শুরু করেছে এসকে মিডিয়া। যেখানে একসঙ্গে বড়পর্দা ও ছোটপর্দার নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীদের জীবনের গল্প তুলে ধরা হবে। শিগগিরই এটি এসকে মিডিয়ার ফেজবুক পেজে ও ইউটিউবে প্রকাশ করা হবে।
শাকিল আরও বলেন, ‘যাত্রা শুরু এত সহজ ছিল না। এখন মোটামুটি একটা ভালো অবস্থান তৈরি হয়েছে। অনেকে নতুন কাজের অফার দিচ্ছেন। তাছাড়া আমাদের আয়ও সন্তোষজনক। আমরা মনে করি চলচ্চিত্র ও সংস্কৃতির সুদিন আবার ফিরবে।’
নিজস্ব প্রতিবেদক


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...