জাপানের টোকিও শহর থেকে মরিওকা শহরের ট্রেন স্টপেজ পর্যন্ত চলা একটি বুলেট ট্রেনের মধ্যে দেখা হয় পাঁচ জন ভাড়াটে খুনির। নিজ নিজ মিশন নিয়ে বুলেট ট্রেনে ওঠে তারা। কিন্তু এক সময় বোঝা যায়, তাদের কাজ পরস্পরের সঙ্গে জড়িত। তখনই শুরু হয় তুলকালাম কাÐ। ছুটে চলছে বুলেট ট্রেন, ঘটছে ভয়ানকসব ঘটনা। পাঁচ আততায়ীর মধ্যে অন্যতম ব্র্যাড পিট। বিখ্যাত জাপানি উপন্যাস ‘মারিয়া বিটল্’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘বুলেট ট্রেন’ সিনেমাটি। পরিচালনা করেছেন ‘ডেড পুল ২’ এবং ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’ খ্যাত পরিচালক ডেভিড লিচ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ব্র্যাড পিট অভিনীত ‘ওয়ান্স আপন অ্য টাইম ইন হলিউড’। এ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন তিনি। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা আরও তীব্র হয় প্রিয় অভিনেতার নতুন সিনেমা দেখার জন্য। তিন বছর পর সেই অপেক্ষার অবসান ঘটছে। স্যান্ড্রা বুলক, লেডি গাগা, অ্যারন টেইলর জনসন, ব্রায়ান টাই হেনরি, যাজি বিটজ, মাইকেল শ্যানন, লোগান লরম্যান, মাসি ওকা ও অ্যান্ড্রæ কোজির মতো তারকাদের সঙ্গে দেখা গেছে জোয়ি কিংকে। হলিউড অভিনেত্রী জোয়ি বলেন, ‘করোনার ভ্যাকসিন তৈরি না হওয়ার আগে আমরা আসলে ভয় পাচ্ছিলাম যে, সিনেমাটি আমরা মুক্তি দিতে পারব কি-না। আমরা সবাই অনেক কষ্ট করে ভালোবেসে এ সিনেমাটি বানিয়েছি। আশা করি সিনেমাটি সবার ভালো লেগেছে।’ যেহেতু সিনেমার নামকরণ করা হয়েছে ‘বুলেট ট্রেন’ তাহলে বোঝাই যাচ্ছে যে সিনেমার গল্প এগিয়েছে একটি ট্রেনকে কেন্দ্র করে। এ সিনেমায় হিটমেন ও ভিলেনের অ্যাকশন সিকোয়েন্স দেখা গেছে টোকিওর ট্রেনে। তিনি বলেন, ‘আমরা এক বছরেরও বেশি সময় ধরে একটি বাড়িতে এ সিনেমার শুটিং করেছি। আমরা এমন কিছু তৈরি করতে চেয়েছি যা দর্শককে হাসাবে এবং আনন্দ দিবে। আর এই সিনেমা হলে গিয়ে যেন দর্শক একাধিকবার দেখে।’ ‘বুলেট ট্রেন’ সিনেমার শুটিংয়ে এসে প্রথম একেবারে যেন ডাঙায় তোলা মাছের মতো অবস্থা হয়েছিল অভিনেত্রী জোয়ি কিংয়ের, তবে প্রধান অভিনেতা ব্র্যাড পিট এসময় তার পাশে দাঁড়ান আর তাতে তার সব অস্বস্তি কেটে যায়। মাত্র ৪ বছর বয়স থেকে জোয়ি অভিনয় করে যাচ্ছেন। তবে অ্যাকশন-কমেডিটিতে অভিনয়ের শুরুটা তার ঠিক স্বস্তিকর ছিল না। ‘কিসিং বুথ’ তারকা জানান, হলিউডের কিংবদন্তি পিটের কারণে পরে তার সব সমস্যা শেষ হয়ে যায়। সিনেমাতে পিট লেডিবাগ নামে এক ভাড়াটে খুনির ভ‚মিকায় অভিনয় করেছেন যে তার পেশা ছাড়তে চায়; কিন্তু তার হ্যান্ডলার মারিয়া বিটল (স্যান্ড্রা বুলক) তাকে তার পেশায় ফিরিয়ে আনে। তাকে নতুন কাজ দেয়া হয়, যাতে টোকিও থেকে কিয়োটো পর্যন্ত বুলেট ট্রেন থেকে তাকে একটি ব্রিফকেস উদ্ধার করতে হয়। ট্রেনে তাকে ছাড়া আরও কয়েকজন আততায়ী উপলব্ধি করে যে, সবার উদ্দেশ্যই অভিন্ন, আর তাতেই শুরু হয় লড়াই। জোয়ি কিং বলেন, ‘আমি প্রায় ১৯ বছর অভিনয় করছি, আসলে এমনটা অন্যরকম। কিন্তু সেটে এসে মনে হতে থাকে এটিই আমার প্রথম ফিল্ম। নিজেকে ডাঙায় তোলা মাছের মতো মনে হতে থাকে। নিজেকে জিজ্ঞাসা করি, আমি এখানে কী করছি? আমি এর যোগ্য নই। কালক্ষেপণ না করেই পিট কিংয়ের অস্বস্তি বুঝতে পেরে তাকে স্বাভাবিক করে তোলেন।’ কিং আরও বলেন, ‘তবে ব্র্যাডসহ অন্যান্য কাস্টদের সঙ্গে এই ফিল্মে কাজ করা ছিল এক নতুন অভিজ্ঞতা। আসলে এটা ছিল বড় সম্মান। ব্র্যাড আমাকে মুহূর্তেই সাবলীল করে তোলেন।’ তার আসল নাম জোয়ি লেন কিং। বয়স মাত্র ২৩ হলেও হলিউডে নিজের জন্য ভালো একটি জায়গা করে নিয়েছেন ইতিমধ্যেই। হলিউডের বিখ্যাত অনেক তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ লাভ জোয়িকে খুব দ্রæতই পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে। ব্রাড পিট, সানড্রা বুলক, আডাম ¯েøনডার, কোর্টনি লাভ, টেইলর সুইফটদের মতো বিখ্যাত তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। লস এঞ্জেলসে জন্মগ্রহণকারী এই অভিনেত্রী মাত্র চার বছর বয়সে অভিনয়ের সাথে যুক্ত হন। এক সময়ে চুটিয়ে মডেলিং করেছেন। যা তাকে ঘরে ঘরে জনপ্রিয় এবং পরিচিত করেছে। কমেডি সিনেমা ‘রামোনা অ্যান্ড বিজাস’ রামোনা চরিত্রে অভিনয়ের সুবাদে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হয়। এরপর ‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’, ‘দ্য কনজুরিং’, ‘হোয়াইট হাউজ ডাউন’, ‘দ্য কিসিং বুথ’, ‘উইশ আপন’, ‘ব্যাটেল : লস এঞ্জেলস’, ‘দ্য অ্যাকট’, ‘ক্রেজি স্টুপিড লাভ’ প্রভৃতি ছবি তাকে সামনে এগিয়ে দিয়েছে ক্রমেই। ব্যাটম্যান ফ্রাঞ্চাইজির ‘দ্য ডার্কনাইট রাইজেস’ ছবিতে তালিয়া আল গুল চরিত্রে দেখেছেন দর্শক। ‘পসিবিলিটি অব ফায়ার ফ্লাইজ’ ছবিতে তার অভিনয় সবার নজর কাড়ে। ‘উইশ আপন’ ছবিতে মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন জোয়ি। নেটফ্লিক্সের টিন রোমান্টিক কমেডি ‘কিসিং বুথ’ ছবিটি তার ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়। এরপর ‘কিসিং বুথ’র সিক্যুয়ালগুলোতেও এলি ইভান্স চরিত্রে তাকে দেখেছেন দর্শক। যা তাকে তরুণ বয়সী দর্শকের কাছে রীতিমতো ক্রেজে পরিণত করেছে। স¤প্রতি ধুন্ধুমার অ্যাকশন ছবি ‘বুলেট ট্রেন’-এ একজন দুর্ধর্ষ তরুণীর ভ‚মিকায় তাকে দেখা গেছে ব্রাড পিট, অ্যারন টেইলর জনসন, ব্রায়ান টাইরি হেনরি, সানড্রা বুলকদের মতো বাঘা বাঘা তারকাদের সঙ্গে তাল মিলিয়ে চমৎকার পারফরমেন্স করতে। জোয়ির হাতে বর্তমানে বেশ কিছু নতুন প্রজেক্ট রয়েছে। এর মধ্যে ‘দ্য আগলিজ’, ‘এ ফ্যামিলি অ্যাফেয়ার’র মতো সিনেমা রয়েছে। যা আগামী বছর মুক্তি পাবে। টেইলর সুইফট, সাবরিনা কার্পেনটার, মার্শেমেলোর মতো বিখ্যাত শিল্পীদের বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন জোয়ি কিং। ক্যামিলা কাবেলো, সেলেনা গোমেজদের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা সবাই জানে।
রেজাউল করিম খোকন
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...