ঢালিউডের বহুল আলোচিত সমালোচিত
দুই তারকা জুটি বৃদ্ধাঙ্গুলি তুলে কয়েক ঘণ্টার ব্যবধানে এক হলেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।
ব্যক্তিজীবনের সকল তর্ক-বিতর্ক পিছনে
রেখে দুজনেই শনিবার (১ অক্টোবর) সকাল থেকে শুটিংয়ে নামলেন। হোটেলের লবিতে ব্যস্ত সময় পার করছেন এই দুই তারকা । তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির রোমান্টিক গানের শুটিং
চলছে।
আর এই ছবিটি প্রায় ৯ মাস আটকে ছিলো দুটি গানের জন্য। মাঝে শাকিব-বুবলীর মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় গানটির শুটিং করা সম্ভব হয় না। সূত্র বলছে, এই কাজটি উদ্ধার করার জন্যই দুজনকে কাছাকাছি করার দায়িত্ব হাতে তুলে নেন নির্মাতা তপু খান।আর
এখানেই মানতে হয়েছে বুবলির দেয়া কিছু শর্ত। যে শর্তে ছিলো স্ত্রী হিসেবে বুবলী আর পুত্র হিসেবে বীরকে প্রকাশ্যে মেনে নিতে হবে শাকিব খানকে। তবে বুবলীর প্রতি শাকিব খানের শর্ত কী ছিলো, সেটি স্পষ্ট নয়।
এদিকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সারাদিন গায়েব ছিলেন শাকিব-বুবলী।তবে শনিবার সকাল থেকে ঠিকই কড়া নিরাপত্তায় শাকিব-বুবলীর শুটিং চলছে। যেটা দেখে যে কেউ চমকে যাবেন। কারণ, তারা দারুণ প্রেমময় মুডে রয়েছেন দু’জনে! যা দেখে বোঝার উপায় নেই- গত ছ’মাস কিংবা তারও অধিক সময় ধরে তাদের ওপর কোন
প্রকার মানসিক ঝড় বয়ে গেছে; যাচ্ছে এখনও। একসঙ্গে কাজে ফেরা প্রসঙ্গে কোনও মন্তব্য মেলেনি দুজনের পক্ষ থেকে।এমনকি নির্মাতাও চুপ। ফলে ইউনিটে ক্যামেরার রোমান্টিক লুকের বাইরে বাস্তবের পরিবেশ কতোটা স্বস্তিকর, সেটি এখনই অনুমান করা যাচ্ছে না।
‘লিডার’র সব কাজ শেষ
বলে জানিয়েছেন পরিচালক তপু খান। শুধু দুটি গানের শুটিং বাকি ছিলো। তারই শুটিং চলছে এখন। টানা দুদিন কাজ করে ক্যামেরা ক্লোজ হবে এই ছবির।
‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।
এর আগে গতকাল (৩০ সেপ্টেম্বর) শাকিব-বুবলী দু’জনেই জানান, তাদের সন্তান আড়াই বছরের শেহজাদ খান বীরের কথা। যা এতদিন নানা গুঞ্জনের সূত্রপাত ঘটিয়েছেন।
Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ
২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...