তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সবচেয়ে আশার কথা হচ্ছে বাংলাদেশের ছবি এখন শুধুমাত্র আমাদের দেশেই সীমানায় সীমাবদ্ধ নেই, ইউরোপ-আমেরিকায় আমাদের ছবি প্রদর্শিত হয়।
এদিকে আমরা অনুদানের পরিমাণ দ্বিগুণ করেছি, আগে ১০ কোটি দেয়া হতো, এখন দেয়া হয় ২০ কোটি টাকা ।একটি ছবির জন্য ৩০-৪০ লাখ দেয়া হতো বর্তমানে আমরা ৭৫ লাখে উন্নিত করেছি।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র শিল্পী, চিত্রগ্রাহক, সম্পাদক, পরিচালক, প্রযোজক, পরিবেশক সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আপনাদের অনুরোধে যেভাবে অনুদানের বিষয়টিতে জোর দেয়া হচ্ছে, এটিকে আপনারা সমর্থন করছেন। চলচ্চিত্র শিল্প বহু কালজয়ী ছবি যেমন জন্ম দিয়েছে, ঠিক তেমনি ভাবে বহু কালজয়ী নায়ক-নায়িকারও জন্ম দিয়েছে।অনেক ছবি আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আদায়ের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার পর দেশ গঠনে বিশেষ অবদান রাখতে সহায়তা করছেন।আমারদের বহু ছবি আন্তর্জাতিক অঙ্গনে পুরষ্কার পেয়েছে।


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...