সিঁথি সাহা গানের ভুবনে পরিচিত নাম। মিষ্টি কণ্ঠের গানে মাতিয়ে চলছেন শ্রোতাদের মন। তবে তিনি উপস্থাপনায়ও সমান পারদর্শী। যা টের পাওয়া যায় টেলিভিশন চালু করলেই কিংবা সোশ্যাল মিডিয়াতে ঢুঁ মারলে। মাছরাঙা টেলিভিশনের চ্যানেল ও সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে ‘সিঁথির অতিথি’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সিঁথি। কথা বলছেন গুণী অতিথিদের সাথে।
‘সিঁথির অতিথি’ শুরু হয়েছিল অতিমারির ঘরবন্দী সময়ে। সে ধারাবাহিকতা বজায় রেখেছেন কর্তৃপক্ষ। মাঝে গান ও অন্যান্য ব্যস্ততায় অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়ে। সিঁথি বলেন, ‘আমি মাঝে দেশের বাইরে ছিলাম। গান নিয়েও ব্যস্ততা ছিল। তাই ‘সিঁথির অতিথি’ করতে পারিনি। এখন শুরু করেছি। এ অনুষ্ঠানটি মন থেকে করি। আমার নামে প্রচার হচ্ছে। মনে হয়, নিজের বাড়ির কোনো অনুষ্ঠান করছি। সংশ্লিষ্টদের সাথে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। অনুষ্ঠানটির পরিকল্পনাও আমার। তাই ভালো লাগাটাও বেশি। সামনে অনুষ্ঠানটি নিয়ে নতুন পরিকল্পনা আছে। এতদিন যে প্যাটার্নে করে এসেছি, সেটা বদলাতে পারে। অতিথি তার বাসায় বসে আমাদের আড্ডায় সামিল হচ্ছেন। স্টুডিওতে শুটিং শুরু করার ভাবনা আছে। শিগগির সেদিকে এগুব আমরা।’
গান ও উপস্থাপনা শুধু নয়, সিঁথিকে দেখা গেছে অভিনয়েও। সে বেশ কয়েক বছর আগে। ফের অভিনয়ে আসতে পারেন এ সুকণ্ঠী গায়িকা। সে সম্ভাবনার কথা জানিয়ে বলেন, ‘আমার কাছে অভিনয়ের প্রচুর প্রস্তাব আছে। তবে আমি হুট করে অভিনয় শুরু করতে চাই না। নিজেকে প্রস্তুত করে অভিনয়ে আসব। গ্রæমিং চলছে। এমনভাবে আসার ইচ্ছে, যেন হাসির পাত্রী না হতে হয়।’
এর বাইরে গান নিয়েই ব্যস্ত সময় কাটছে সিঁথির। যখন কথা হয়, তখন স্টুডিওতে তিনি। জানান, সামনে কিছু মিউজিক ভিডিও করতে হবে। বেশ কয়েকটি গান রেকর্ড করা হয়ে গেছে। গানগুলো দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য প্রস্তুতি চলছে। ইউরোপে ঘোরাঘুরি করে ওজন বেড়েছে। সেজন্য জিম করছি। আমাকে সোশ্যাল মিডিয়ায় যারা অনুসরণ করছেন তারা বিষয়টি ইতোমধ্যেই আঁচ করতে পেরেছেন।
নিজের গানে সাধারণত নিজেই মডেল হন সিঁথি। সেই ধারাবাহিকতা বজায় থাকবে আগামীতেও। সিঁথি যোগ করলেন, ‘আমরা আগে রুনা লায়লা ম্যামকে দেখেছি নিজের গানে মডেল হতে। তার মতো পারফর্মার তো আমাদের আর নেই। এখন ট্রেন্ড বদলে গেছে। যুগের সাথে তাল মিলিয়ে মিউজিক ভিডিওতে পরিবর্তন এসেছে। কণ্ঠশিল্পী গানের পাশাপাশি পুরোদস্তুর মডেল হয়ে পড়ছেন। আমি অধিকাংশ গানের ভিডিওতে নিজেই মডেল হয়েছি। একটি বিষয় দেখুন, একটি মিউজিক ভিডিও যখন নিজে স্পন্সর করব, তখন তো স্বাভাবিকভাবেই চাইব নিজেকে প্রচার করতে। আবার অন্য স্পন্সরের মিউজিক ভিডিওতেও মডেল হয়েছি। যেমন সর্বশেষ শাফকাত আমানত আলীর ‘রাত জাগা পাখি’ শীর্ষক গানে আমি আর এবিএম সুমন মডেল হয়েছি। দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করেছে। গানটির স্পন্সর ছিল মেরিল।’
এটি শাফকাতের গাওয়া প্রথম বাংলা গান। তার সাথে আরও কয়েকটি গানের পরিকল্পনা করছেন সিঁথি। যার একটি হিন্দি। উপমহাদেশের জনপ্রিয় এ গায়কের সাথে ২০১৫ সাল থেকে সিঁথির পরিচয়। নিজের ইউটিউব চ্যানেলে শাফকাতের গানও কভার করেছেন। শ্রোতাদের পছন্দও হয়েছে। ফোক ফেস্টে সিঁথির সাথে শাফকাতের দেখা হয়। পরিচয়ের সেই সূত্র হতেই সৃষ্টি হয়েছে ‘রাত জাগা পাখি’। সিঁথি যোগ বলেন, ‘আসলে, যখন একজন শিল্পী নিজের গানে নিজে মডেল হন; তখন গান ও দৃশ্যের মেলবন্ধন চমৎকার হয়।’
এদিকে ক’মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেন সিঁথি। নেটাগরিকদের মাঝে তুমুল জনপ্রিয় হওয়া ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবির ‘সামি সামি’ গানটি বাংলায় গেয়ে। আদিত্য মিউজিকের ব্যানারে ২০ মে ইউটিউবে তার গাওয়া গানটি প্রকাশিত হয়।
জানা যায়, গত ২২ এপ্রিল কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। সিঁথি তখন কলকাতায়। জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’-এর শুটিং করতে গেছেন। এ প্রসঙ্গে সিঁথি বলেন, গানটির হিন্দি ভার্সন সুনিধি চৌহান গেয়েছেন। বাংলার জন্য কর্তৃপক্ষ আমাকে পছন্দ করেন। তারা আমাকে সে মানের শিল্পী ভেবেছেন বলেই ডেকেছেন।
আদিত্য মিউজিক ‘পুষ্পা: দ্য রাইজ’র অফিসিয়াল মিউজিক লেবেল। বাংলা মিউজিক ভিডিওতে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সঙ্গে রয়েছে সিঁথি সাহার রেকর্ডিং দৃশ্য। বাংলা গানটি লিখেছেন রাজিব দত্ত। বাংলার জন্য সংগীত আয়োজন করেছেন তুবাই রায়। দেবী শ্রী প্রসাদের সংগীত পরিচালনায় তামিল ভাষার মূল গানটি গেয়েছেন মৌনিকা। এরপর হিন্দি ভাষায় গেয়েছেন সুনিধি চৌহান।
সিঁথির চমক এখানেই শেষ নয়। এর আগে জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এ অংশ নেন তিনি। সেখানকার একটি পর্বে বিজয়ীও হন তিনি। আসছে পূজায় কলকাতায় নতুন গানের কাজ সেরেছেন সিঁথি। বাকি আছে মিউজিক ভিডিওর কাজ। এ প্রসঙ্গে বলেন, ‘পূজা উপলক্ষে একটি গান রেকর্ড করেছি। উষা উত্থুপের কাজ। আমি কৃতজ্ঞ তিনি তার সঙ্গে গাইবার জন্য আমাকে বেছে নিয়েছেন।’
আহাম্মেদ শফিক


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...