ছোটবেলা থেকেই ছন্দ আর গানের প্রতি তার খুব টান। সেই টান থেকেই গানের প্রতি অসম্ভব ভালোলাগা এবং ভালোবাসা আর গানের জগতে পা রাখা তার। বলছি এ প্রজন্মের আলোচিত ও ব্যস্ত গীতিকবি রিপন মাহমুদের কথা।
একজন খ্যাতিমান গীতিকবি হওয়ার একবুক স্বপ্ন নিয়ে ২০০৪-০৫ সালের দিকে গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ী থেকে ঢাকায় পাড়ি জমান স্বপ্নবাজ এই তরুণ। ঢাকা এসে দেশবরেণ্য গীতিকার, সুরকার মিল্টন খন্দকারের সান্নিধ্য লাভ করেন। এরপর শুরু করেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের গীতিকাব্য চর্চাকেন্দ্রে আসা যাওয়া। যেখানে হাতে ধরে শেখানো হয় গানের কবিতা লেখার নিয়ম কানুন। এককথায় খ্যাতিমান গীতিকার, সুরকার মিল্টন খন্দকারের হাতেই গীতিকার হিসেবে রিপন মাহমুদের হাতেখড়ি। তারপর ধীরে ধীরে সংগীত জগতে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন।
সংগীত জীবনের এই দীর্ঘ পথচলায় গানের সংখ্যা কম হলেও বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে নিজের লেখনীর শক্তি প্রমাণ করেছেন তিনি। তার গীতিকথায় ইতিমধ্যে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু, নচিকেতা সহ বাংলাদেশের কুমার বিশ্বজিৎ, মনির খান, বেলাল খান, কাজী শুভ, সালমা, নোলক, মোহাম্মদ মিলন, মাহতিম সাকিব, আকাশ মাহমুদ, ইমন খান, সামজ, মোহনা নিশাদ, প্রিন্স হাবীব, মন্টি সিনহা (বাংলাদেশ আইডলখ্যাত), কামরুজ্জামান রাব্বী, মুনিয়া মুন, সাদমান পাপ্পু, মায়া মনি, পুষ্পিতা মিত্র, সজীব শান, জীবন ওয়াসিফ, আতিফ আহমেদ নিলয়, হাবীব খান, মোহনা ইতি, তুবা, মুক্তি, আসিফ ইমরান, সুজন আহমেদ সহ এ প্রজন্মের আরও অনেকেই।
২০১১ সালের দিকে ‘যদি এক দেহেতে দুইজনারে দিতো বিধি দম’Ñ এক রশিতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার ভিডিওসহ ব্যাপক সাড়া জাগানো (ভাইরাল) গানটি দিয়ে আলোচনায় আসেন তিনি। কিন্তু) সেই সময়ে চাকরির জন্য ও পারিবারিক কারণে গান থেকে দূরে সরে যান। তারপর আবার ২০১৬ সালের দিকে গানের বাজার কিছুটা চাঙ্গা হওয়ায় নতুন করে আবার শুরু করেন। এরই ধারাবাহিকতায় গতবছর প্রকাশিত হয় প্রবাসীদের নিয়ে লেখা আকাশ মাহমুদের কণ্ঠে ‘টাকার এক মেশিন’ শিরোনামের একটি গান, যা দিয়ে নতুন করে সকল শ্রেণির মানুষের কাছে প্রশংসিত হন তিনি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ, চ্যানেল মিলিয়ে অন্তত কয়েক কোটি ভিউ হয়েছে গানটি। বিশেষ করে প্রবাসীদের কাছে গানটি যেন ঘুমের মহা ওষুধ।
বর্তমানে কুমার শানু, নচিকেতা, অবন্তী সিঁথী (সারেগামাপা), সৈয়দ অমি, সালমা, আকাশ মাহমুদ, এইসপি সোহাগ, আরমান (মীরাক্কেলীয়ান), সামজ, মাহতিম সাকিব, রিজভী সোহেল, নোলকবাবুসহ আরও বেশকিছু জনপ্রিয় সংগীতশিল্পীর গান ও সোহেল তালুকদারের ধারাবাহিক ‘মায়া’ নাটকের টাইটেল সং সহ বেশকিছু নাটকের গান ও স্ক্রিপ্টের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে বেশকিছু গানের অডিও/ভিডিওর কাজও শেষ হয়েছে, যেগুলো প্রকাশের অপেক্ষায় রয়েছে। কিছুদিন আগে জাকির চৌধুরী পরিচালিত ‘তোর কারণে’ সিনেমার জন্য গান লিখেছেন।
শামীম মাহমুদের সুর ও সংগীত পরিচালনায় কণ্ঠ দিয়েছেন সাদমান পাপ্পু ও মায়া মনি।
এছাড়া সোহেল তালুকদারের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ভ্যাজাইল্লা গ্রাম’ ‘ভেড়া পাত্র চাই’র টাইটেল সং সহ এম, কে প্রোডাকশনের বেশকিছু নাটকের গান ও টাইটেল সং লিখছেন বলে জানান তিনি। তার ধ্যানে জ্ঞানে শুধুই এগিয়ে যাওয়ার বাসনা।
নিজের পথচলা নিয়ে রিপন মাহমুদ বলেন, ‘মানুষ বাঁচে তার কর্মে, আমিও সৃষ্টিশীল কর্মে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। তাই মিল্টন খন্দকার স্যারের নির্দেশনার পাশাপাশি আরেক খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান স্যারের কাছে ‘আধুনিক বাংলাগান রচনাকৌশল ও শুদ্ধতা’র ওপর চর্চা করছি। আমি বিশ্বাস করি, পরিশ্রম কখনো বৃথা যায় না। মানুষ অকৃতজ্ঞ হলেও সময় ঠিকই তার উপযুক্ত প্রাপ্তি দিবে। তবে নিজের কাজের প্রতি আত্ববিশ্বাস রাখতে হবে আর অবশ্যই চর্চা করতে হবে। আমি স্বপ্ন দেখি আমার কাজের মাধ্যমেই একদিন আমি অনেকের প্রিয় হয়ে ওঠব ইনশাআল্লাহ।
আনন্দ লহরীর মাধ্যমে ভালোবাসা জানাতে চাই বন্ধুদের, যাদের অনুপ্রেরণা আজও চলমান। বিশেষ করে রিয়েল, আতিক, বিশ্বজিৎ, সুমন, রফিক, ঝুমা, মাসুম, শাহীন, বাপ্পী, মাজু, মনজিলসহ ব্যাচের সকলকে।
সেইসঙ্গে আমরণ কৃতজ্ঞতা জানাতে চাই গানপ্রিয় সকল শ্রোতাদেরÑযারা হাজারো গানের ভীড়ে আমার লেখা গানের অপেক্ষায় থাকেন।
নিজস্ব প্রতিবেদক


Most Popular
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
একটা কথা আজকাল শোনা যায়, ‘আমাদের গল্পে আমাদের স...
নিজেকেই স্যাটিসফায়েড করতে চাই
বাংলা চলচ্চিত্রের শুদ্ধ মানুষ

২০১৮ বিশ্বকাপে মেসি আর বর্তমান আর্জেন্টিনার মেসি এক নয়,
বিধ্বস্ত মেসিকে খুব কমই দেখ...